Wrestling with Lizz

Wrestling with Lizz All about wrestling entertainments

⭐ TNA: Bound for Glory Results ⭐ (Oct, 26, 2024)📍 Wayne State University Fieldhouse in Detroit, Michigan, United States....
27/10/2024

⭐ TNA: Bound for Glory Results ⭐ (Oct, 26, 2024)

📍 Wayne State University Fieldhouse in Detroit, Michigan, United States.🇺🇸 📍

◼ একনজরে Bound for Glory এর সেগমেন্ট ও ফলাফলসমূহ :

✴️ কিক অফ শো :

1️⃣ Ash & Heather by Elegance vs. Xia Brookside & Brinley Reece

বিজয়ী: Ash & Heather By Elegance

2️⃣ TNA Hall Of Fame Class of 2024 এ অন্তর্ভুক্ত হলেন Bob Ryder ও Rhyno.

3️⃣ Call Your Shot Gauntlet match:

[ বিজয়ী একটি ট্রফি পাবে ও সাথে পাবে একটি কন্ট্রাক্ট যার মাধ্যমে তারা আগামী ১ বছর যেকোনো চ্যাম্পিয়নশিপের জন্য যেকোনো মুহূর্তে ম্যাচ খেলার সুযোগ পাবে ]

Call Your Shot Gauntlet ২০২৪ এর বিজয়ী হলেন Frank Kazarian.

✴️ Main Show :

1️⃣ X Division Championship match: Mike Bailey (c) vs. Vikingo

TNA X-Division Championship রিটেইন করেন "Speed Ball" Mike Bailey.

2️⃣ TNA Knockouts World Tag Team Championship match: Spitfire (c) vs. Rosemary & Wendy Choo

Wendy Choo ও Rosemary কে হারিয়ে TNA Knockouts Tag-Team Championships রিটেইন করেন Spitfire.

3️⃣ স্পেশাল রেফারি Frankie Kazarian র ইন্টারভিউ নেন Gia Miller.

4️⃣ Josh Alexander vs. Steve Maclin

বিজয়ী : Josh Alexander.

5️⃣ TNA Digital Media & International Wrestling Championships Monster’s Ball match: Pco (c) vs. Matt Cardona

Matt Cardona কে পিনফলে হারিয়ে টাইটেল রিটেইন করেন Pco.

6️⃣ Moose vs. Moose

বিজয়ী : Moose.

7️⃣ TNA Knockouts World Championship match: Jordynne Grace (c) vs. Masha Salmovich

Jordynne Grace কে হারিয়ে নতুন TNA Knockouts Champion হন Masha Salmovich. ম্যাচ শেষে করমর্দন করেন তারা৷

8️⃣ TNA World Championship match: Nic Nemeth (c) vs. Joe Hendry

[Special guest referee: Frankie Kazarian]

Joe Hendry কে পিনফলে হারান Nic Nemeth. ম্যাচের মধ্যে Joe Hendry কে Clothesline দেন JBL.

9️⃣ TNA World Tag Team Championship Full Metal Mayhem 3-Way match: The System (c) vs. ABC vs. The Hardys.

Full Metal Mayhem ম্যাচে ABC ও The System কে হারিয়ে নতুন TNA World Tag-Team Championships হয়েছেন The Hardy Boyz.

26/10/2024

Cody Rhodes Vs Kevin Owens & Gunther Vs Damian Priest are scheduled for SNME on Dec 14 🚨 The event is set to take place ...
26/10/2024

Cody Rhodes Vs Kevin Owens & Gunther Vs Damian Priest are scheduled for SNME on Dec 14 🚨

The event is set to take place at the Nassau Coliseum in Long Island, NY and will be broadcast on NBC

— Source: (FW4Online)

⛔ SmackDown Kick Off ( 26-10-24) ⛔আজকের স্ম্যাকডাউনের কিক অফে দেখানো হয় ব্যাকস্টেজে Randy Orton গরিলা পজিশনে থাকা Triple...
26/10/2024

⛔ SmackDown Kick Off ( 26-10-24) ⛔

আজকের স্ম্যাকডাউনের কিক অফে দেখানো হয় ব্যাকস্টেজে Randy Orton গরিলা পজিশনে থাকা Triple H কে জানান তার সাথে Crown Jewel এ ম্যাচের ব্যাপারে আলাপ করতে চান৷

এরপর Randy ও Triple H দুইজনেই এন্ট্রি নেন ৷ Randy Orton বলেন তিনি (T H) Kevin Owens কে প্রটেক্ট করছেন৷ কিন্তু প্রতি উত্তরে Triple H বলেন আমি Kevin কে নয় বরং তোমাকে রক্ষা করার চেষ্টা করছি৷ তখন ই দর্শক দের RKO চ্যান্টস শুরু হয়।

Triple H আরো বলেন তিনি Randy কে রক্ষা করতে চান কারণ মাত্র কয়েক মাস আগেই ইনজুরি সেরে এসেছেন তিনি৷ পিঠের ইনজুরি ও সার্জারির জন্য এর আগে ১৮ মাস রিং এর বাহিরে ছিলেন তিনি। সাথে এই হুশিয়ারি ও দেন Kevin Owens কিভাবে তাকে পানিশমেন্ট দিবেন৷

এরপর Randy Orton বলেন, আমি কোনো CEO বা Boss কে এই কথা বলছি না৷ আমি আমার মেন্টর ও বন্ধু Triple H কে বলছি আমাকে ম্যাচটি ফিক্স করে দেবার জন্য। পরে বাধ্য হয়ে Triple H ম্যাচ টি অফিসিয়ালি অ্যানাউন্স করেন এবং সাথে এও বলে দেন Randy কে এবার নিজেই নিজের প্রটেকশন দিতে হবে৷

  আগামী সপ্তাহের (২-১১-২৪) স্ম্যাকডাউন শো এর ম্যাচ ও রেজাল্ট সমূহ:🚫Street Profits def. Pretty Deadly🚫 IYO SKY def. Bianc...
26/10/2024



আগামী সপ্তাহের (২-১১-২৪) স্ম্যাকডাউন শো এর ম্যাচ ও রেজাল্ট সমূহ:

🚫Street Profits def. Pretty Deadly

🚫 IYO SKY def. Bianca Belair, Lash Legend & Piper Niven

🚫 Liv Morgan def. Tiffany Stratton

🚫 Naomi & Bayley def. Candice LeRae & Indi Hartwell

🚫 Cody Rhodes & Randy Orton def. Gunther & Ludwig Kaiser

প্রোমো ও সেগমেন্ট সমূহ :

🚫 Jey Uso জানান তিনি এখনো পূর্বের ঘটনা গুলো ভুলে যান নি এবং তাকে অসম্মান বা তার ইগো তে আঘাত করে কোনো কিছু করলে তিনি পুনরায় ব্লাডলাইন ছেড়ে চলে যাবেন৷ এরপর Roman Reigns মাইক হাতে অবশেষে "Yeet" বলেন এবং এরপর তারা তিনজনে মিলে ব্লাডলাইন সাইন প্রদর্শন করেন৷

🚫 মেইন ইভেন্টে Tag Team ম্যাচ শেষে রিটার্ন করেন Kevin Owens. এসেই Randy Orton কে স্টিল চেয়ার দিয়ে অ্যাটাক করেন৷ এই সুযোগে Cody কে নিজের সাবমিশন হোল্ডে চেপে ধরেন Gunther. তারপর WWE অফিসিয়াল রা রিং এ এসে দুই গ্রুপ কে আলাদা করেন এবং এভাবেই স্ম্যাকডাউনের ইতি ঘটে৷

আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট :♻️ DIY এর বিপক্ষে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্ডার ম্যাচ জেতার পর The ...
26/10/2024

আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট :

♻️ DIY এর বিপক্ষে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্ডার ম্যাচ জেতার পর The Bloodline এসে MCMG কে কনফ্রন্ট করেন। Solo Sikoa বলেন তাদের এখনই WWE Tag Team Championship এর ম্যাচ খেলতে হবে৷ Nick Aldis মানা করতে যান কিন্তু Alex Shelly তাকে বাধা দিয়ে বলেন তারা ম্যাচের জন্য প্রস্তুত৷

♻️ ম্যাচের এক পর্যায়ে Solo Sikoa রিং এ উঠে Tama Tonga - Tonga Loa কে নির্দেশনা দিতে থাকেন৷ তখনই পেছন থেকে Jimmy Uso এসে তাকে ও Jacob Fatu কে অ্যাটাক করেন৷ এরপর Solo - Jacob ফাইটব্যাক করলে The OTC Roman Reigns হাজির হন। Roman - Jimmy দুইজনে মিলে Solo - Jacob কে অ্যারেনার বাহিরে নিয়ে যান।

♻️ রেফারি নকডাউন হয়ে গেলে MCMG কে অ্যাটাক্বে জন্য Tonga Brothers রিং এ চেয়ার নিয়ে আসেন। সেসময় ছদ্মবেশে রিংসাইডে এসে Jey Uso তাদের অ্যাটাক করেন এবং MCMG এই সুযোগে তাদের পিন করে নতুন WWE Tag Team Champion হন৷

♻️ শেষে The Usos ব্রাদার্স নিজেদের মধ্যে হাগ করেন এবং এন্ট্রান্স র‍্যাম্পে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকেন Roman Reigns.

আজকের স্ম্যাকডাউনে Carmelo Hayes vs Andrade র মধ্যে Best of Seven এর শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের স্পেশাল রেফারি ছিলেন...
26/10/2024

আজকের স্ম্যাকডাউনে Carmelo Hayes vs Andrade র মধ্যে Best of Seven এর শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের স্পেশাল রেফারি ছিলেন US Champion LA Knight. কিন্তু ম্যাচ "No Contest" এ শেষ হয় কারণ LA Knight দুজনকেই অ্যাটাক করে বসেন।

পরে তিনি মাইক হাতে নিয়ে বলেন তিনি ই ম্যাচের আসল বিজয়ী এবং তারা দুজনেই US Title এর জন্য কোনো ম্যাচ ডিজার্ভ করেন না৷

পরে ব্যাকস্টেজে Nick Aldis জানান, তিনি Crown Jewel এ US Championship এর জন্য LA Knight vs Andrade vs Carmelo Hayes এর মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ বুক করেছেন৷

"The Nature Boy" Ric Flair has picked his Mount Rushmore of Wrestlers-Stone Cold Steve Austin Hulk HoganThe UndertakerSh...
25/10/2024

"The Nature Boy" Ric Flair has picked his Mount Rushmore of Wrestlers-

Stone Cold Steve Austin
Hulk Hogan
The Undertaker
Shawn Michaels

২০২৩ - ২৪ সালে মোট চার বার Jey Uso র টাইটেল ম্যাচে ইন্টারফেয়ারেন্স করে তাকে জিততে বাধা দিয়েছেন Jimmy Uso.
25/10/2024

২০২৩ - ২৪ সালে মোট চার বার Jey Uso র টাইটেল ম্যাচে ইন্টারফেয়ারেন্স করে তাকে জিততে বাধা দিয়েছেন Jimmy Uso.

25/10/2024
24/10/2024

Hello wrestling fans.This is official page of Wrestling for Life. We already have a group of 110K members.Now everyone is welcomed to our official page.Follow us for wrestling updates and memes.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wrestling with Lizz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share