06/09/2025
ছন্দপতন।🌹🪴
প্রতিটি মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা অথবা দুটো একই সাথে থাকবেই। আলহামদুলিল্লাহ আমার জীবনে কোন অপ্রাপ্তি নেই। অর্থাৎ আমি কখনো কোন কিছুতে হা হুতাশ করিনা। যা কিছু প্রাপ্তি বা অপ্রাপ্তি তাতেই আমি সর্বদা সন্তুষ্ট চিত্তে সুখানুভব করি। আমার মনো মন্দিরে প্রতিটি মানুষের জন্য রয়েছে সমান্তরাল শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা। ন্যাকামি,ভন্ডামি,শঠতা এবং প্রতারণা আমার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে নিতান্তই বেমানান। খুব ছোটবেলা থেকে আমি ডাক টিকেট সংগ্রহ করতাম। বই পড়া এবং নিত্যনতুন রান্নার প্রতি বিশেষ আগ্রহ থাকায় এগুলোকে আমার প্রিয় শখ বলতে পারেন।
স্রেফ বিনোদনের জন্য ফেসবুকে একটা পেজ খুলে আমার শখ গুলোকে উপস্থাপনা করে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে কাঙ্খিত কনটেন্ট মনিটাইজেশনও পেয়ে গেলাম।😆
সেই থেকে আমার জীবনের স্বাভাবিক পথ চলায় ছন্দপতন শুরু হয়ে গেল। অদেখা চোরাবালির মধ্যে গভীর ভাবে আটকা পড়ে গেলাম। প্রচন্ড মানসিক যন্ত্রণা আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল। আমার জীবনের স্বাভাবিক গতিধারার অকালপ্রয়াণ সুস্পষ্টভাবে লক্ষ্য করে আতঙ্কিত হয়ে উঠলাম। Facebook বা Page আধুনিক ভার্চুয়াল আয়না ঘর বা গোলামীর জিঞ্জির। অবশেষে সেই জিঞ্জির থেকে নিজেকে মুক্ত করে মুক্ত বিহঙ্গের ন্যায় ডানা মেলে শ্বেত শুভ্র নীলাকাশে উড়তে থাকলাম এবং সেই পূর্বের ন্যায় অনাবিল পার্থিব সুখানুভব করতে শুরু করলাম। কেন যেন আমার কানে ভেসে আসছে সেই গানটির দু'লাইন,,, সুখ পাখিরে, পিঞ্জিরা তোর খুলে দিলেম আজ, বুঝলাম আমি,,,,, 🍀💜
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার রবের অশেষ অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা।
আমার চাওয়া পাওয়ার অবশিষ্ট আর কিছু নেই। যদি সন্তান প্রতিপালন বা পার্থিব সুখ শান্তি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হয়ে থাকে তবে তাতে আমি সফল আলহামদুলিল্লাহ। জীবনের বাকি দিনগুলো আমার পরিবার-পরিজনদের সাথে এবং অপার্থিব সুখের আশায় আমার রবের অশেষ নেয়ামত কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে কাটিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। 💜❤️
আমার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য আপনাদের কাছে দোয়াপ্রার্থী।
বিশেষ দ্রষ্টব্য: ভার্চুয়াল জগতের এই প্লাটফর্মে নানা রকম মানুষের অবাধ বিচরণ সুস্পষ্ট। দেশে এবং বিদেশের অসাধারণ কিছু মানুষকে আমি পেয়েছি যারা সত্যই আমাকে ভালবাসেন। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই প্লাটফর্মে আপনাদের সকলের মনোবাসনা অর্থাৎ আপনি যা চান তার চেয়েও অধিক প্রাপ্তির বাহুল্য আপনার জীবনকে সুষমা মন্ডিত করুক এটাই আমার প্রার্থনা। আমার অক্ষমতা গুলোকে আপনার অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমার প্রত্যাশা। নিশ্চয় মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে -
নাসরিন সুলতানা।
নাসুর রান্নাঘর 💜💚🙏