Nasur Rannaghor

Nasur Rannaghor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nasur Rannaghor, Digital creator, Road #2, Shyamoli, Dhaka.
(6)

রান্না কিন্তু শুধুই একটা শিল্প নয়।এটা কিন্তু সেই মানুষটার অস্তিত্ব,তার গল্প এবং পরিচয়।চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমার সেই রঙিন দুনিয়া থেকে।
আমার আরো পছন্দ পরিবেশ ও প্রকৃতি এবং দৈনন্দিন জীবন।এর অপার সৌন্দর্য সবার মাঝে বিলিয়ে দিয়ে জীবনকে ধন্য করা।

শুভরাত্রি বন্ধুরা 🍀❤️💜🙏মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়।... পাশের ঝোপের ফুটন্ত বন-অপরাজিতা ফু...
09/09/2025

শুভরাত্রি বন্ধুরা 🍀❤️💜🙏
মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়।... পাশের ঝোপের ফুটন্ত বন-অপরাজিতা ফুলের রং-এর সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়... ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে-ওপার থেকে হু-হু করে হাওয়া বয়...সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পুব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত!...
(বিভূতিভূষণ)

শুভ সকাল বন্ধুরা 🌹🍀🌾শ্রাবণ মাসের শেষে,,আমি এইটুকু বুঝি যে, যে কোন গণ্ডীর মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আমার চোখের অস্বচ্ছ দৃষ্ট...
07/09/2025

শুভ সকাল বন্ধুরা 🌹🍀🌾
শ্রাবণ মাসের শেষে,,
আমি এইটুকু বুঝি যে, যে কোন গণ্ডীর মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আমার চোখের অস্বচ্ছ দৃষ্টির সামনে তার প্রবুদ্ধমান রূপ ক্ষীণ হয়ে আসবে-আমার কাছে সেই সন্ধানই সত্য--আর সব মিথ্যে, সব ছায়া।
[বিভূতিভূষণ]
📸 নাসরিন সুলতানা।

06/09/2025

ছন্দপতন।🌹🪴
প্রতিটি মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা অথবা দুটো একই সাথে থাকবেই। আলহামদুলিল্লাহ আমার জীবনে কোন অপ্রাপ্তি নেই। অর্থাৎ আমি কখনো কোন কিছুতে হা হুতাশ করিনা। যা কিছু প্রাপ্তি বা অপ্রাপ্তি তাতেই আমি সর্বদা সন্তুষ্ট চিত্তে সুখানুভব করি। আমার মনো মন্দিরে প্রতিটি মানুষের জন্য রয়েছে সমান্তরাল শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা। ন্যাকামি,ভন্ডামি,শঠতা এবং প্রতারণা আমার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে নিতান্তই বেমানান। খুব ছোটবেলা থেকে আমি ডাক টিকেট সংগ্রহ করতাম। বই পড়া এবং নিত্যনতুন রান্নার প্রতি বিশেষ আগ্রহ থাকায় এগুলোকে আমার প্রিয় শখ বলতে পারেন।
স্রেফ বিনোদনের জন্য ফেসবুকে একটা পেজ খুলে আমার শখ গুলোকে উপস্থাপনা করে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে কাঙ্খিত কনটেন্ট মনিটাইজেশনও পেয়ে গেলাম।😆
সেই থেকে আমার জীবনের স্বাভাবিক পথ চলায় ছন্দপতন শুরু হয়ে গেল। অদেখা চোরাবালির মধ্যে গভীর ভাবে আটকা পড়ে গেলাম। প্রচন্ড মানসিক যন্ত্রণা আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল। আমার জীবনের স্বাভাবিক গতিধারার অকালপ্রয়াণ সুস্পষ্টভাবে লক্ষ্য করে আতঙ্কিত হয়ে উঠলাম। Facebook বা Page আধুনিক ভার্চুয়াল আয়না ঘর বা গোলামীর জিঞ্জির। অবশেষে সেই জিঞ্জির থেকে নিজেকে মুক্ত করে মুক্ত বিহঙ্গের ন্যায় ডানা মেলে শ্বেত শুভ্র নীলাকাশে উড়তে থাকলাম এবং সেই পূর্বের ন্যায় অনাবিল পার্থিব সুখানুভব করতে শুরু করলাম। কেন যেন আমার কানে ভেসে আসছে সেই গানটির দু'লাইন,,, সুখ পাখিরে, পিঞ্জিরা তোর খুলে দিলেম আজ, বুঝলাম আমি,,,,, 🍀💜
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার রবের অশেষ অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা।
আমার চাওয়া পাওয়ার অবশিষ্ট আর কিছু নেই। যদি সন্তান প্রতিপালন বা পার্থিব সুখ শান্তি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হয়ে থাকে তবে তাতে আমি সফল আলহামদুলিল্লাহ। জীবনের বাকি দিনগুলো আমার পরিবার-পরিজনদের সাথে এবং অপার্থিব সুখের আশায় আমার রবের অশেষ নেয়ামত কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে কাটিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। 💜❤️
আমার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য আপনাদের কাছে দোয়াপ্রার্থী।
বিশেষ দ্রষ্টব্য: ভার্চুয়াল জগতের এই প্লাটফর্মে নানা রকম মানুষের অবাধ বিচরণ সুস্পষ্ট। দেশে এবং বিদেশের অসাধারণ কিছু মানুষকে আমি পেয়েছি যারা সত্যই আমাকে ভালবাসেন। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই প্লাটফর্মে আপনাদের সকলের মনোবাসনা অর্থাৎ আপনি যা চান তার চেয়েও অধিক প্রাপ্তির বাহুল্য আপনার জীবনকে সুষমা মন্ডিত করুক এটাই আমার প্রার্থনা। আমার অক্ষমতা গুলোকে আপনার অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমার প্রত্যাশা। নিশ্চয় মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে -
নাসরিন সুলতানা।
নাসুর রান্নাঘর 💜💚🙏

সকল বন্ধুরা 💚💜বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়া...
06/09/2025

সকল বন্ধুরা 💚💜
বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নারাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে, অনেককাল আগেকার সেই লজ্জা-কুণ্ঠিতা ভীরু পল্লিবধূটির মতো!...
[বউ চন্ডীর মাঠ, বিভূতিভূষণ]

রাত্রি বন্ধুরা🌺🍀💜🙏
05/09/2025

রাত্রি বন্ধুরা🌺🍀💜🙏

শুভ সকাল বন্ধুরা 🌹🍀💜🙏'বউদিদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মত এমন মিষ্ট নির্মল যে এ শুধু লক্ষ্মীপূর্ণি...
05/09/2025

শুভ সকাল বন্ধুরা 🌹🍀💜🙏
'বউদিদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মত এমন মিষ্ট নির্মল যে এ শুধু লক্ষ্মীপূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়। [উপেক্ষিতা,বিভূতি]

শুভ রাত্রি বন্ধুরা 🌾💚🌹ভাদ্র মাস। সাত-আট দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র -খালের ধারে কাশফুল ফুটিয়াছে, জল-কাদা শুকাইয়া আসিতেছে...
04/09/2025

শুভ রাত্রি বন্ধুরা 🌾💚🌹
ভাদ্র মাস। সাত-আট দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র -খালের ধারে কাশফুল ফুটিয়াছে, জল-কাদা শুকাইয়া আসিতেছে। পূজার ছুটির আর বেশি দেরি নাই, প্রতুল বসিয়া বসিয়া সেই কথা ভাবিতেছিল- মিউনিসিপ্যাল অফিসে বারো দিন ছুটি।
[কুয়াশার রং, বিভূতিভূষণ]

শুভ সকাল বন্ধুরা❗🍀💜🙏আজ ভরা হয়ে গেছে বারি। আঙিনার দ্বারে চাহি পথপানে ঘর ছেড়ে যেতে নারি।দিনের আলোক ম্লান হয়ে আসে, বধূগণ ঘ...
04/09/2025

শুভ সকাল বন্ধুরা❗🍀💜🙏
আজ ভরা হয়ে গেছে বারি।
আঙিনার দ্বারে চাহি পথপানে
ঘর ছেড়ে যেতে নারি।
দিনের আলোক ম্লান হয়ে আসে,
বধূগণ ঘাটে যায় কলহাসে
কক্ষে লইয়া ঝারি-
মোর ভরা হয়ে গেছে বারি। [রবীন্দ্রনাথ]

শুভ রাত্রি বন্ধুরা 🌺🍀🙏ধূলিধূসরিত জনবিরল গ্রাম্যপথ। দুই পাশে মাঠ ধু ধু করিতেছে। যেন উদাসিনী বিরহিণী। দূরে ছায়ানিবিড়পল্লি ...
03/09/2025

শুভ রাত্রি বন্ধুরা 🌺🍀🙏
ধূলিধূসরিত জনবিরল গ্রাম্যপথ। দুই পাশে মাঠ ধু ধু করিতেছে। যেন উদাসিনী বিরহিণী। দূরে ছায়ানিবিড়পল্লি ঝিল্লির ঘুমপাড়ানিয়া গানে যেন মায়ের কোলে শিশুর মতো ঘুমাইতেছে। জাহাঙ্গীরের মন কেমন যেন উদাস হইয়া গেল। [নজরুল]

শুভ সকাল বন্ধুরা 🌺🌹🙏'পথ চলিতে চলিতে তাহার মনে হইল, সে যেন উদাস বাউল, না-জানার সন্ধানে এই পথে পথে গান গাহিয়া ফিরিতে আসিয়া...
03/09/2025

শুভ সকাল বন্ধুরা 🌺🌹🙏
'পথ চলিতে চলিতে তাহার মনে হইল, সে যেন উদাস বাউল, না-জানার সন্ধানে এই পথে পথে গান গাহিয়া ফিরিতে আসিয়াছে। যাহারা তাহার পথে আসিতেছে পরিচিতের রূপে তাহারা তাহার কেহ নয়। যে উদাসিনীর অভিসারে সে চলিয়াছে, সে এই পল্লিবাটের না-জানা উদাসিনী। তাহাকে অনুভব করা যায়, রূপের সীমায় সে অসীমা ধরা দেয় না...
[নজরুল]
📸 নাসরিন সুলতানা।

শুভ রাত্রি বন্ধুরা 💜🌹🌿
02/09/2025

শুভ রাত্রি বন্ধুরা 💜🌹🌿

শুভ সকাল বন্ধুরা🌹🌿💜🙏কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল,...
02/09/2025

শুভ সকাল বন্ধুরা🌹🌿💜🙏
কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল, বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়। তাই এই কাহিনীর অবতারণা। [আরণ্যক, বিভূতি]

Address

Road#2, Shyamoli
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasur Rannaghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share