Umme Humayra

Umme Humayra আইন জানুন,নিরাপদ থাকুন।

30/10/2024

মানুষের ১৮ টি মৌলিক অধিকার এর কথা বলা আছে সংবিধান এর অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ এ

29/10/2024

❌ মৌলিক অধিকার ৬ টি।
✅ বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেক বাংলাদেশীর মৌলিক অধিকার ১৮টি।

মন্ত্রী: মন্ত্রীসভার সদস্য; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক এবং তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী।প্রতিমন্ত্রী:একটি মন্ত্রণালয়ের কা...
19/10/2024

মন্ত্রী: মন্ত্রীসভার সদস্য; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক এবং তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী।

প্রতিমন্ত্রী:একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক মন্ত্রীর নিকট দায়বদ্ধ।প্প্রতিমন্ত্রী পূর্ণ মন্ত্রীর অধীনে থেকে কোন বিভাগের অংশবিশেষের দায়িত্ব পালন করেন।প্রতিমন্ত্রী কে নিম্নপদস্থ মন্ত্রী বলা হয়ে থাকে।

মন্ত্রী বা পূর্ণাঙ্গ মন্ত্রী: মন্ত্রীসভার সদস্য; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক।

তিন মন্ত্রীর ক্ষমতার:
১.মন্ত্রী
|
২.প্রতিমন্ত্রী
|
৩. উপমন্ত্রী

ফোর্বস এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আলোচিত ব্যক্তি শি জিন পিং। তিনি চীনের কমিউনিস্ট পার্টির মহাসচিব...
19/10/2024

ফোর্বস এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আলোচিত ব্যক্তি শি জিন পিং।
তিনি চীনের কমিউনিস্ট পার্টির মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি।

19/10/2024

শুভ সকাল
বাংলাদেশ সংবিধান এর কার্যকারীতা শুরু করে থাকে ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে (প্রথম বিজয় দিবস)।

দেশ পরিচালনা করা হয় ৩ টি অঙ্গের মাধ্যমে আইন বিভাগ শাসন বিভাগবিচার বিভাগ আইন তৈরি করা হয় আইন বিভাগ থেকে,সংসদ কে আইন বিভাগ...
16/10/2024

দেশ পরিচালনা করা হয় ৩ টি অঙ্গের মাধ্যমে
আইন বিভাগ
শাসন বিভাগ
বিচার বিভাগ
আইন তৈরি করা হয় আইন বিভাগ থেকে,সংসদ কে আইন বিভাগ বলায় হয় সব আইন সংসদ থেকে তৈরি হয়।

শাসন বিভাগ হচ্ছে দেশ পরিচালনার কাজ,দেশের সকল কাজ হয়ে থাকে শাসন বিভাগ এর মাধ্যমে।ক্যাবিনেট মেম্বার বা মন্ত্রী,প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নিয়ে এটি গঠিত।

বিচার বিভাগ হচ্ছে বিচার পরিচালনা করা হয় যার মাধ্যমে।সুপ্রিম কোর্ট বিচার বিভাগ এর প্রধান এর মাধ্যম সকল বিচারকার্য পরিচালনা করা হয়ে থাকে।

পরকীয়া কি শাস্তিযোগ্য অপরাধ আইন কি বলে?বাংলাদেশের আইনে পরকীয়া:বাংলাদেশে পরকীয়া সরাসরি কোনো অপরাধ হিসেবে সংজ্ঞায়িত নয...
14/10/2024

পরকীয়া কি শাস্তিযোগ্য অপরাধ আইন কি বলে?

বাংলাদেশের আইনে পরকীয়া:
বাংলাদেশে পরকীয়া সরাসরি কোনো অপরাধ হিসেবে সংজ্ঞায়িত নয়। অর্থাৎ, কেউ যদি পরকীয়া করে তাহলে তাকে জেলে যেতে হবে, এমন কোনো আইন নেই। তবে, পরকীয়া বিবাহবিচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

বিবাহবিচ্ছেদ: বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, পরকীয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িত থাকে, তাহলে অন্য সঙ্গী বিবাহবিচ্ছেদের জন্য আদালতে মামলা করতে পারেন। আদালত পরকীয়ার প্রমাণ সাপেক্ষে বিবাহ বিচ্ছেদের আদেশ দিতে পারে।

12/10/2024

আপনার কি মনে হয় এই সরকার সফল নাকি ব্যার্থ?

12/10/2024

শুভ সকাল

যা করা উচিত ছিলো (যেমন:কোনো জায়গায় কোনো বিষাক্ত গাছ থাকলে তা কেটে ফেলা,মানুষের ক্ষতি হবে এমন সব জিনিস রাস্তায় না রাখা)সেটা করাও এক ধরনের অপরাধ।

সুইডেন এ সুন্দর একটি আইন রয়েছে।আপনি যদি আপনার স্ত্রীকে কোনো উপহার না দেন, তাহলে তিনি তালাক দিতে পারবেন।বেশি বেশি উপহার দ...
11/10/2024

সুইডেন এ সুন্দর একটি আইন রয়েছে।
আপনি যদি আপনার স্ত্রীকে কোনো উপহার না দেন, তাহলে তিনি তালাক দিতে পারবেন।

বেশি বেশি উপহার দিন সুইডেন কিংবা বাংলাদেশ তালাকের হার অবশ্যই কমে যাবে।

11/10/2024

আমাদের দেশ পরিচালনার জন্য তিনটি অঙ্গ রয়েছে।এর মাধ্যমে দেশ পরিচালনা হয়ে থাকে।এগুলো হলো
১.আইন বিভাগ।
২.শাসন বিভাগ।
৩.বিচার বিভাগ।

11/10/2024

আমাদের সংবিধান এ ধর্ম সম্পর্কে কি বলা আছে?

সংবিধান এ অনুচ্ছেদ (২ক) বলা হয়েছে,প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন।

Address

Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Humayra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share