Hasib Rahman

Hasib Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasib Rahman, Digital creator, uttara, Dhaka.

- وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ -
- ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু -
অর্থ: আপনার উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক
welcome to my page

ডায়রিয়া প্রতিরোধে রোটাভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়। এটি একটি বেসরকারি ভ্যাকসিন । নিজে কিনে দিতে পারবেন। শিশুর জন্মের ৬ সপ...
30/08/2025

ডায়রিয়া প্রতিরোধে রোটাভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়। এটি একটি বেসরকারি ভ্যাকসিন । নিজে কিনে দিতে পারবেন। শিশুর জন্মের ৬ সপ্তাহ পর থেকে দেয়া যায়। ৬/৮ মাসের মধ্যে ডোজ কমপ্লিট করতে হবে। কম্পানি ভেদে ২/৩ টা ডোজ। দুইটা ডোজের মধ্যে ৩০ দিন গ্যাপ দিতে হবে। যেমনঃ প্রথমটা যদি চার মাস বয়সে দেন তাহলে পরের ডোজ ৩০ দিন পর ৫ মাস বয়সে দিতে হবে।
কীভাবে খাওয়াবেন?
এটা মুখে খাওয়ার ভ্যাকসিন। খুলে একটু একটু করে পুশ করে মুখের ভিতর দিবেন। সরকারি টিকার সাথেও দেয়া যায়।
কীভাবে খাওয়াবেন?
কোথায় পাবেন?
বড় ভাল ফার্মাসিতে পাবেন। যেমনঃ লাজ ফার্মা।
নাম:
১) রোটারিস্ক (Rotarix)। ইন্ডিয়ান GSK কোম্পানিরটার দাম ২৫০০ টাকা । বেলজিয়াম GSK কম্পানিরটার দাম ১৫০০ টাকা।
২ টা ডোজ। প্রথম ডোজ জন্মের ৬ সপ্তাহ পর। দ্বিতীয়টা প্রথম ডোজ দেয়ার ৪ সপ্তাহ পর।
অথবা
২) রোটাসিল (Rotasil) - Company (Janata Traders)। দাম ৯৯০ টাকা। or রোটাটেক (Rotateq) - company ( Healthcare)। দাম - ৩০০০ টাকা।
৩ টা ডোজ। প্রথমটা জন্মের ৬ সপ্তাহ পর । তারপরের গুলো ৪ সপ্তাহ গ্যাপ দিয়ে।
কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ:
১) ডেইট দেখে কাছাকাছি ফার্মেসী থেকে কিনবেন যাতে তাড়াতাড়ি এসে নরমাল ফ্রিজে রাখা যায়।
২) টিকা দিলেই যে আপনার শিশু ডায়রিয়া মুক্ত থাকবে– এ কথা বলা যায় না। কিন্তু এই টিকা আপনার শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও সুদৃঢ় করে। ফলে আপনার শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হলে তার ডায়রিয়ার পরিমাণ ও স্থায়ত্বি কম হবে, শিশুর দুর্বলতা তুলনামূলকভাবে কম হবে।
৩)বমি, জ্বর, ঠান্ডা-কাশি থাকলে দিবেন না।
collected

দেশে প্রতি চারজনের একজন এখন গরিবদেশে বিগত তিন বছরে দারিদ্র্য বেড়েছে। প্রতি চারজনের একজন এখন গরিব। আরও অনেক মানুষ এমন আর্...
26/08/2025

দেশে প্রতি চারজনের একজন এখন গরিব

দেশে বিগত তিন বছরে দারিদ্র্য বেড়েছে। প্রতি চারজনের একজন এখন গরিব। আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তাঁরা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।

25/08/2025

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) or PG University is the premier Postgraduate Medical Institution of the Republic of Bangladesh.

বিএমইউ হাসপাতালের বহির্বিভাগে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট,উল্লেখ্য যে,অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে

#পরবর্তী তিন কর্মদিবসের জন্যে (বহির্বিভাগ খোলা থাকা সাপেক্ষে) অনলাইন এ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং অনলাইনের জন্য বরাদ্দকৃত সংখ্যা শেষ হওয়া পর্যন্ত এ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে

#অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারী রোগীগন নির্ধারিত দিনে এসএমএস এ উল্লেখকৃত সময়ের অন্ততঃ ৩০ মিনিট পূর্বে অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তদের জন্যে নির্ধারিত কাউন্টারে আলাদা লাইনে দাঁড়িয়ে এ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন।

#এ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্যে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নম্বর (+৮৮০১৫৫২১৪৬২০২) থেকে প্রেরিত এসএমএস প্রদর্শনপূর্বক ফি পরিশোধ করে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করুন।

https://appointment.bmu.ac.bd/ticketing/f/opd_appointment

Ticketing, e-Ticketing, BMU, Bangladesh Medical University, Medical, Best Medical in Bangladesh, Low Costing, Surgery Center, Eye Hospital, Opticals, medicine, clinics, doctors

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর টিকাদান শু...
24/08/2025

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর টিকাদান শুরু হওয়ার কথা ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী টিকাদান শুরু হবে ১২ অক্টোবর।

টাইফয়েডের টিকাদান কর্মসূচি মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। স্কুলে টিকা না নেওয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে টিকা পাবে।

💰💵**গরীব মনোভাব vs ধনী মানসিকতা: ২০টি পার্থক্য যা জীবন বদলে দেবে!**  "আপনার চিন্তাভাবনাই নির্ধারণ করে আপনি কোটি টাকার মা...
09/08/2025

💰💵**গরীব মনোভাব vs ধনী মানসিকতা: ২০টি পার্থক্য যা জীবন বদলে দেবে!**
"আপনার চিন্তাভাবনাই নির্ধারণ করে আপনি কোটি টাকার মালিক হবেন, নাকি ঋণের দাস হয়ে থাকবেন!"

💢 ধনী vs দরিদ্র মানসিকতার ২০টি মৌলিক পার্থক্য**


1. দৃষ্টিভঙ্গির সময়সীমা
- ধনী: দীর্ঘমেয়াদী লক্ষ্য (১০+ বছর)
- দরিদ্র: তাৎক্ষণিক তৃপ্তি (আজকের সুখ)

2. আয়ের প্রাথমিক ব্যবহার
- ধনী: বিনিয়োগ → ব্যয় → সঞ্চয়
- দরিদ্র: ব্যয় → সুখ → সঞ্চয় (যদি থাকে)

3. সময়ের বিনিয়োগ
- ধনী: দক্ষতা বৃদ্ধি (কোর্স, বুক ক্লাব)
- দরিদ্র: বিনোদন (রিয়েলিটি শো, গসিপ)

4. আর্থিক স্বাধীনতার সংজ্ঞা
- ধনী: "কাজ না করেও আয়"
- দরিদ্র: "কাজ থেকে মুক্তি"

5. সম্পদ প্রদর্শন
- ধনী: নিভৃতে সম্পদ বৃদ্ধি
- দরিদ্র: লোক দেখানো (ঋণে গাড়ি, ফেইক গুচি)

6. ধারণার প্রতি মনোভাব
- ধনী: "এটি কীভাবে কাজে লাগাব?"
- দরিদ্র: "এটা কি বিশ্বাসযোগ্য?"

7. গর্বের বিষয়
- ধনী: টেকসই ব্যবসা
- দরিদ্র: নতুন ফোনের শো-অফ

8. সন্তানের জন্য চিন্তা
- ধনী: উত্তরাধিকারের সম্পদ
- দরিদ্র: "আমি তো পাইনি, ও পাক"

9. ঝুঁকি মোকাবেলা
- ধনী: ঝুঁকি = ক্যালকুলেটেড সুযোগ
- দরিদ্র: ঝুঁকি = আতঙ্ক

10.ক্যারিয়ার দর্শন
- ধনী: "আমার প্রতিষ্ঠান গড়ব"
- দরিদ্র: "চাকরি = নিরাপত্তা"

11.সম্পদ ভোগের সময়
- ধনী: ভবিষ্যতের জন্য স্থগিত
- দরিদ্র: এখনই চাই {EMI(কিস্তিতে)-তে ভ্রমণ}

12. শিক্ষা vs বিনোদন
- ধনী: মাসে ২+ বই
- দরিদ্র: দিনে ৪+ ঘণ্টা সোশ্যাল মিডিয়া

13.সম্পদ বনাম দায়বদ্ধতা
- ধনী: "গাড়ি = দায়" (নগদ প্রবাহ কমায়)
- দরিদ্র: "গাড়ি = স্ট্যাটাস"

14.নেটওয়ার্ক গঠন
- ধনী: গুণগত সম্পর্ক (৫ জন বিশ্বস্ত)
- দরিদ্র: পরিমাণ (৫০০+ ফেসবুক ফ্রেন্ড)

15.খরচের পদ্ধতি
- ধনী: "প্রয়োজন? ROI কত?"
- দরিদ্র: "আজ অফার, কিনে ফেলি!"

16.টিভি দেখা
- ধনী: শুধু শিক্ষামূলক কন্টেন্ট
- দরিদ্র: সিরিয়াল, গসিপ শো

17.ফুর্তির সংজ্ঞা
- ধনী: ব্যবসা আইডিয়া ব্রেইনস্টর্ম
- দরিদ্র: শপিং মল ঘোরাঘুরি

18. অফার কেনার মানসিকতা
- ধনী: শেয়ার মন্দায় স্টক কেনে
- দরিদ্র: "৩০% ছাড়ে অপ্রয়োজনীয় জিনিস!"

19.প্রমাণের চেষ্টা
- ধনী: "আমার ব্যালেন্স শিট বলবে"
- দরিদ্র: "আমার ফেসবুক পোস্ট দেখো!"

20.ডেটা সম্পর্কে ধারণা
- ধনী: এক্সেল শীট = খেলা
- দরিদ্র: হিসাব = বিরক্তিকর

---

"কোন মেন্টালিটি আপনার? কমেন্টে জানান!

↓ পোস্টটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন ↓"

> নোট: ধনী হওয়া কোনো ভাগ্যের খেলা নয়, এটা একটি মানসিক দক্ষতা!"💥

02/08/2025

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক সুবিধা :
ধরুন ২০২৫ সালে কেউ অফিসার ক্যাশ/ অফিসার জেনারেলে জয়েন করলেন। বয়স ধরে নিলাম ২৮-৩০।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য আর্থিক সুবিধাসমূহ :
১). প্রতিদিন লাঞ্চ ভাতা ৪০০
২). ৩ বছর হলে কম্পিউটার লোন পাবেন। ( ৭৫ হাজার- ১ লাখ)
৩) . ৫ বছর হলে মটরসাইকেল লোন পাবেন। ( ৫ লাখ)
৪) ৫ বছর হলে হাউজ লোনের জন্য বিবেচিত হবেন৷ বর্তমান বেতন স্কেলে ৮৫ লাখ থেকে ১.২০ কোটি। নতুন পে স্কেলে সিলিং বাড়বে।
৫). প্রতি বছরে অন্তত ৩ টি ইনসেন্টিভ বোনাস পাবেন।
৬) আল্লাহ সুস্থ রাখলে ৩০ বছর চাকরি করলে মিনিমাম এজিএম হবেন। ( ৪ টা প্রমোশন) এজিএম হলে গাড়ি কেনাএ লোন পাবেন( বর্তমান ৩০ লাখ সিলিং), গাড়ি মেইনটেনেন্স ভাতা পাবেন মাসে ৪২ হাজার ( বর্তমান হিসেব, ফিউচারে বাড়বে)
৭) অবসরে এককালীন টাকা পাবেন। ১৮ মাসের বেসিক+ বেসিকের ৪৫%×২৩০ + জিপিএফ ফান্ড
৩০ বছর পরের হিসেব করলে আমার মতে সেটা ৪ কোটিরও বেশি আসবে। ।
৮). অবসরের প্রতি মাসে পেনশন পাবেন শেষ বেসিকের ৪৫%+ মেডিকেল ভাতা
ব্যাংকভেদে আর্থিক পরিমান কিছুটা কম বেশি হবে। যেমন, সোনালীর ইন্সেন্টিভ বেশি, রুপালীর অন্যান্য কিছু সুবিধা আছে। কৃষি ব্যাংকে এজিএম হলে গাড়ি কেনার লোন দেয়না। সারাজীবন গাধার খাটুনি খাটবেন এটা ঠিক, কিন্তু ব্যাংক আপনাকে যে পরিমাণ আর্থিক স্বচ্ছলতা দেবে সেটা বৈধভাবে অন্য কোন জবই পসিবল না। আই রিপিট, কোন জবেই বৈধ এতো আর্থিক সুবিধা নাই।
সংগৃহীত

গা'জার পশুরাও ক্ষু'ধার্ত - ক্ষু'ধা কাউকে রেহাই দেয় না। আল্লাহ ....
30/07/2025

গা'জার পশুরাও ক্ষু'ধার্ত - ক্ষু'ধা কাউকে রেহাই দেয় না। আল্লাহ ....

টঙ্গী হোসেন মার্কেট ইম্পেরিয়াল হসপিটালের সামনে ড্রেনে পড়া সেই মহিলাকে ৩৬ ঘন্টা পর গাজীপুরা কচুরিপানা বিলে পাওয়া গেছে।
29/07/2025

টঙ্গী হোসেন মার্কেট ইম্পেরিয়াল হসপিটালের সামনে ড্রেনে পড়া সেই মহিলাকে ৩৬ ঘন্টা পর গাজীপুরা কচুরিপানা বিলে পাওয়া গেছে।

28/07/2025

নির্দিষ্ট সময়ের আগে কিছুই হয় না,
অতএব অপেক্ষার কোনো বিকল্প নেই..!🖤

19/07/2025

জরুরি ঘোষণা: 📢 শিশুদের জন্য বিনামূল্যে সরকারি টাইফয়েড টিকা! 👇

🎯 আগামি ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম। খুব শীঘ্রই সরকারিভাবে বিনামূল্যে শিশুদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে।

🎯 কারা পাবে: ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু।

🎯 জরুরি প্রয়োজন: এই টিকা পেতে হলে একটি জিনিস কিন্তু লাগবেই – আর তা হলো শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ। যাদের ডিজিটাল জন্মনিবন্ধন নেই, দ্রুত করিয়ে নিন।

🎯 আপনার এলাকায় টিকার সময়সূচি ঘোষণা হওয়া মাত্রই আপনার বাচ্চাকে জন্মনিবন্ধন সনদসহ নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান।

আসুন, আমাদের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখি।

What's a idea
18/07/2025

What's a idea

25/09/2024

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share