
30/08/2025
ডায়রিয়া প্রতিরোধে রোটাভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়। এটি একটি বেসরকারি ভ্যাকসিন । নিজে কিনে দিতে পারবেন। শিশুর জন্মের ৬ সপ্তাহ পর থেকে দেয়া যায়। ৬/৮ মাসের মধ্যে ডোজ কমপ্লিট করতে হবে। কম্পানি ভেদে ২/৩ টা ডোজ। দুইটা ডোজের মধ্যে ৩০ দিন গ্যাপ দিতে হবে। যেমনঃ প্রথমটা যদি চার মাস বয়সে দেন তাহলে পরের ডোজ ৩০ দিন পর ৫ মাস বয়সে দিতে হবে।
কীভাবে খাওয়াবেন?
এটা মুখে খাওয়ার ভ্যাকসিন। খুলে একটু একটু করে পুশ করে মুখের ভিতর দিবেন। সরকারি টিকার সাথেও দেয়া যায়।
কীভাবে খাওয়াবেন?
কোথায় পাবেন?
বড় ভাল ফার্মাসিতে পাবেন। যেমনঃ লাজ ফার্মা।
নাম:
১) রোটারিস্ক (Rotarix)। ইন্ডিয়ান GSK কোম্পানিরটার দাম ২৫০০ টাকা । বেলজিয়াম GSK কম্পানিরটার দাম ১৫০০ টাকা।
২ টা ডোজ। প্রথম ডোজ জন্মের ৬ সপ্তাহ পর। দ্বিতীয়টা প্রথম ডোজ দেয়ার ৪ সপ্তাহ পর।
অথবা
২) রোটাসিল (Rotasil) - Company (Janata Traders)। দাম ৯৯০ টাকা। or রোটাটেক (Rotateq) - company ( Healthcare)। দাম - ৩০০০ টাকা।
৩ টা ডোজ। প্রথমটা জন্মের ৬ সপ্তাহ পর । তারপরের গুলো ৪ সপ্তাহ গ্যাপ দিয়ে।
কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ:
১) ডেইট দেখে কাছাকাছি ফার্মেসী থেকে কিনবেন যাতে তাড়াতাড়ি এসে নরমাল ফ্রিজে রাখা যায়।
২) টিকা দিলেই যে আপনার শিশু ডায়রিয়া মুক্ত থাকবে– এ কথা বলা যায় না। কিন্তু এই টিকা আপনার শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও সুদৃঢ় করে। ফলে আপনার শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হলে তার ডায়রিয়ার পরিমাণ ও স্থায়ত্বি কম হবে, শিশুর দুর্বলতা তুলনামূলকভাবে কম হবে।
৩)বমি, জ্বর, ঠান্ডা-কাশি থাকলে দিবেন না।
collected