24/09/2025
ভোলায় রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটি গঠন
মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার)
জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে চেয়ারম্যান (পদাধিকার বলে) ও ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসিফ আলতাফকে সেক্রেটারি করে ভোলায় রেডক্রিসেন্টের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে ।
গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম (এনডিসি) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
১১ সদস্যের এই কমিটিতে ড. জামিল আহম্মেদকে ভাইস চেয়ারম্যান করা করা হয়েছে । এছাড়া কমিটির বাদবাকি সদস্যরা হচ্ছেন, খালেদা খানম, হুমায়ুন কবির সোপান, জাহানজেব আলম, মো. এনামুল হক, আমিরুল ইসলাম বাছেত, আবুল হাসনাত তসলিম, মীর মোশারেফ অমি এবং নাকিবুল ইসলাম চৌধুরী।
এডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ সমাপ্তির পূর্বেই (১৬ ডিসেম্বর ২০২৫ এর পূর্বে) সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।