Bholar Somoy Digital

Bholar Somoy Digital The Daily Bholar Somoy is popular online news media in Bhola district.

ভোলায় রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটি গঠন মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার)জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে চেয়ারম্যান (পদা...
24/09/2025

ভোলায় রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটি গঠন

মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার)
জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে চেয়ারম্যান (পদাধিকার বলে) ও ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসিফ আলতাফকে সেক্রেটারি করে ভোলায় রেডক্রিসেন্টের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে ।

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম (এনডিসি) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

১১ সদস্যের এই কমিটিতে ড. জামিল আহম্মেদকে ভাইস চেয়ারম্যান করা করা হয়েছে । এছাড়া কমিটির বাদবাকি সদস্যরা হচ্ছেন, খালেদা খানম, হুমায়ুন কবির সোপান, জাহানজেব আলম, মো. এনামুল হক, আমিরুল ইসলাম বাছেত, আবুল হাসনাত তসলিম, মীর মোশারেফ অমি এবং নাকিবুল ইসলাম চৌধুরী।

এডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ সমাপ্তির পূর্বেই (১৬ ডিসেম্বর ২০২৫ এর পূর্বে) সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

24/09/2025

ভোলায় নারী কে/লেঙ্কা/রি মামলায় পুলিশ কনস্টেবল পারভেজ গাজী কারাগারে !

ভোলায় এনসিপির বিক্ষোভ সমাবেশযুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে ভ...
24/09/2025

ভোলায় এনসিপির বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা ৷

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি জেলা ইউনিটের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সমানে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত ও মো. শরীফ হাওলাদার, সদস্য মো. মাকসুদুর রহমান, মীর মোশাররফ অমি, এনসিপি নেতা আতিকুর রহমান, আবদুল্লাহ মামুন, জাতীয় যুবশক্তির জেলা সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, মুখ্য সংগঠক সাইফুল্লাহ ছানি প্রমুখ।

এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।

হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ থেকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলে এনসিপি নেতারা বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশে ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে৷ তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি ৷

19/09/2025

ভোলার কালিবাড়ি বাইপাস সড়ক (ব্রাইট ন্যাশন স্কুল সংলগ্ন) এলাকায় একেরপর এক চুরি-ছিনতাই; দিন ও রাতের বেলায় বখাটেদের উৎপাত ।
নিরাপত্তাহীনতায় পথচারীরা।

19/09/2025

হার্ট অ্যাটাকে হয় মৃত্যু ; অথচ জুলাই শহীদদের তালিকায় ভোলার জামাল উদ্দিনের নাম।

ভোলায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, টাকাসহ গ্রেফতার -২ডেস্ক রিপোর্ট :ভোলায় সমন্বয়কের পরিচয়ে পুলিশ ম্যানেজ করে মামলা থেকে অব...
17/09/2025

ভোলায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, টাকাসহ গ্রেফতার -২

ডেস্ক রিপোর্ট :
ভোলায় সমন্বয়কের পরিচয়ে পুলিশ ম্যানেজ করে মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ । আটককৃত মো. রাকিব (৩০) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে । অপর আরেকজন একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে হাসান মোনতাছির রহমান (২০) । বুধবার বিকেলে সদর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন । পুলিশ জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নের আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে । এ ঘটনার পরদিন ভোলা সদর মডেল থানায় আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চুরির মামলা করেন। চুরির সঙ্গে একই এলাকার মো. জিতু জড়িত থাকার কথা বলে গ্রেফতার হওয়া ব্যক্তিরা তার কাছ থেকে চাঁদা দাবি করেন । পুলিশে ধরিয়ে দেয়ার ভয়ভীতিও দেখান।

গত ২৬ জুলাই শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মো. জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন । একাধিকবার ওই বাড়িতে গিয়ে দাবিকৃত টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ০৩ আগস্ট রাকিব ও মোনতাছিরকে দেড় লাখ টাকা দেন জিতুর নানা শেখ ফরিদ। দ্বিতীয় কিস্তিতে শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরও ১০ হাজার টাকা নেয় তারা। তৃতীয় দফায় পুলিশের কথা বলে আরও ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি তাদের সন্দেহ হয়। পরে ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে শেখ ফরিদ বাদী হয়ে থানায় চাঁদাবাজি মামলা করেন।তদন্তের মামলার অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত মো. রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজীর মোট এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানিয়েছেন । এদের দুইজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

17/09/2025

ভোলায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সদর মডেল থানায় মামলা, টাকাসহ গ্রেফতার ২

আসছে বিস্তারিত...

ভোলায় সাইফুল্লাহ আরিফ হ/ত্যা/র সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভোলা...
16/09/2025

ভোলায় সাইফুল্লাহ আরিফ হ/ত্যা/র সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয় । তার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উল্লাহ বলছেন, ছেলেকে পরিকল্পিত ভাবে হ/ত্যা করা হয়েছে।

15/09/2025
মাও. নোমানী হ'ত্যার আসামী তারই ছেলে রেদোয়ানকে 'কিশোর উন্নয়ন কেন্দ্র, যশোর পাঠানোর নির্দেশ দিয়েছে ভোলা শিশু আদালত |
14/09/2025

মাও. নোমানী হ'ত্যার আসামী তারই ছেলে রেদোয়ানকে 'কিশোর উন্নয়ন কেন্দ্র, যশোর পাঠানোর নির্দেশ দিয়েছে ভোলা শিশু আদালত |

14/09/2025

মাও. নোমানী হ'ত্যার আসামী তারই ছেলে রেদোয়ানকে 'কিশোর উন্নয়ন কেন্দ্র, যশোর পাঠানোর নির্দেশ দিয়েছে ভোলা শিশু আদালত।

Address

B, A, V, S Hospital Road, Bhola Sadar
Dhaka
8300

Alerts

Be the first to know and let us send you an email when Bholar Somoy Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bholar Somoy Digital:

Share