Save The Culture - সেইভ দ্যা কালচার

Save The Culture - সেইভ দ্যা কালচার احفظ احفظ ثقافة الإسلام

❤️—সেরা ১০ জন—❤️আলহামদুলিল্লাহ, যাচাই-বাছাই করার পর সেরা ১০জন নির্বাচন করা হয়েছে। গতকাল অনলাইন পরীক্ষার রেজাল্টে প্রথম ১...
06/09/2025

❤️—সেরা ১০ জন—❤️

আলহামদুলিল্লাহ, যাচাই-বাছাই করার পর সেরা ১০জন নির্বাচন করা হয়েছে। গতকাল অনলাইন পরীক্ষার রেজাল্টে প্রথম ১০ জনের মধ্যে যাদের নাম এসেছে, তারাই চূড়ান্ত বিজয়ী হিসেবে গণ্য হয়েছে।

এই ১০ জনকে নিয়ে একটি স্টুডিওতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে তাদের হাতে নগদ টাকা, বই ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সেই অনুষ্ঠানের ভিডিও Save The Culture এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে, ইন শা-আল্লাহ।

----------------------------------
সেরা ১০ জনকে নিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হওয়ার পর সেরা ১০০ জনকে সম্মাননা সার্টিফিকেট (PDF) দেওয়া হবে, ইন শা-আল্লাহ।
-------------------------------

যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে আনুমানিক ১ মাসের মতো সময় লাগতে পারে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে গ্রুপে ঘোষণা দেওয়া হবে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে।

মোট পরীক্ষার্থী ৪০০ জন।সবাই নিজ নিজ রেজাল্ট দেখে নিন।১—১০ এর মধ্যে যাদের নাম এসেছে, আমরা শীঘ্রই তাদের সাথে যোগাযোগ করবো।...
05/09/2025

মোট পরীক্ষার্থী ৪০০ জন।
সবাই নিজ নিজ রেজাল্ট দেখে নিন।

১—১০ এর মধ্যে যাদের নাম এসেছে, আমরা শীঘ্রই তাদের সাথে যোগাযোগ করবো। আপনাদের আইডি যাচাই-বাছাই করা হলে আমদের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।

অনুগ্রহ করে একান্ত প্রয়োজন ব্যতীত আমাদের ইনবক্সে মেসেজ না করার অনুরোধ রইল।

05/09/2025

পরীক্ষার সময় শেষ।

শীঘ্রই রেজাল্ট জানানো হবে। অনুগ্রহ করে সবাই ধৈর্যসহ অপেক্ষা করুন।

পরীক্ষা শুরু হয়েছে!শুরু : ৯টা PMশেষ: ১০টা PMরাত ১০টার মধ্যে ফরম জমা দিতে হবে।এই লিংকে প্রবেশ করে পরীক্ষা দিন:https://for...
05/09/2025

পরীক্ষা শুরু হয়েছে!

শুরু : ৯টা PM
শেষ: ১০টা PM
রাত ১০টার মধ্যে ফরম জমা দিতে হবে।

এই লিংকে প্রবেশ করে পরীক্ষা দিন:https://forms.gle/7Aop552DC5Q45yRXA

সকল প্রশ্নের উত্তর দেওয়া হলে 'Submit' বাটন চাপুন।

প্রথমে আপনার নাম ও আইডি নম্বর লিখুন। এরপর সতর্কতার সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিন।

পরীক্ষার জন্য Google ফরম তৈরি করার কাজ সম্পন্ন হয়েছে। ঠিক রাত ৯টার সময় এই ফরমের লিংক গ্রুপে দেওয়া হবে, ইন শা-আল্লাহ। MCQ...
05/09/2025

পরীক্ষার জন্য Google ফরম তৈরি করার কাজ সম্পন্ন হয়েছে। ঠিক রাত ৯টার সময় এই ফরমের লিংক গ্রুপে দেওয়া হবে, ইন শা-আল্লাহ।

MCQ আকারে প্রশ্ন করা হবে, ৫০টি প্রশ্ন থাকবে। প্রতিটি পশ্নের মান সমান। সকল প্রশ্নের উত্তর দেওয়া হলে Submit বাটনে চাপ দিবেন।

ফরমের একেবারে নিচের দিকে Submit বাটন দেখতে পাবেন। সেই Submit বাটনে চাপ দিলেই আপনার ফরম জমা হয়ে যাবে।

রাত ৯টাআজ রাত ৯টায় অনলাইন ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইন শা আল্লাহ। যারা অংশগ্রহণ করতে চান, তারা নিচের পোস্টার থ...
05/09/2025

রাত ৯টা
আজ রাত ৯টায় অনলাইন ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইন শা আল্লাহ। যারা অংশগ্রহণ করতে চান, তারা নিচের পোস্টার থেকে ভালোভাবে নিয়ম-কানুন জেনে নিন।

উল্লেখ্য, ৭ নং নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যা পূর্বে ঘোষণা দিয়ে জানানো হয়েছিল। অর্থাৎ, লটারি হচ্ছে না, বরং ফরম আগে জমা দেওয়ার ভিত্তিতে অগ্রগামী বিজয়ী ঘোষণা করা হবে।

আমরা প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল রাত ৯টায় ফাইনাল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে, ইন শা-আল্লাহ।আমাদের সঙ্গ...
04/09/2025

আমরা প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল রাত ৯টায় ফাইনাল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে, ইন শা-আল্লাহ।

আমাদের সঙ্গেই থাকুন: 01601332914

ইন শা-আল্লাহ!আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক রাত ৯টার সময় Google ফরম ...
03/09/2025

ইন শা-আল্লাহ!
আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঠিক রাত ৯টার সময় Google ফরম লিংক দেওয়া হবে। সেই লিংকে ক্লিক করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

—যোগাযোগ—
আল হুদা একাডেমি
৭/৪/১, দক্ষিণ রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪।
Mobile : +8801601332914
WhatsApp: https://wa.me/8801601332914
E-mail : [email protected]
Website : alhudabd.com

একটি সুসংবাদ—❤️আলহামদুলিল্লাহ! আল হুদা একাডেমির পরিচালনায় একটি মোবাইল অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই App এ দৈ...
01/09/2025

একটি সুসংবাদ—❤️

আলহামদুলিল্লাহ!
আল হুদা একাডেমির পরিচালনায় একটি মোবাইল অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই App এ দৈনন্দিন জীবনের বিভিন্ন আমল, দোয়া-দরুদ ও মাসয়ালা-মাসায়েল থাকবে। হাদিস, কুরআন, তাফসীর ও নবীজি সা. এর জীবনী থাকবে।

এই অ্যাপে পৃথিবীর যেকোনো জায়গা থেকে নামাজের সঠিক সময় দেখা যাবে। কুরআন তেলাওয়া করা যাবে। ইসলামি বিষয়ে প্রশ্ন-উত্তর করা যাবে। অর্থাৎ, একজন মুসলমানের জীবনে যা কিছু প্রয়োজন, তার সব কিছুই এই অ্যাপে থাকবে, ইন শা-আল্লাহ।

মুসলিম উম্মাহর জন্য এটি একটি যুগন্তকারী অ্যাপ হবে। বিশ্বের কোটি কোটি মুসলমান এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবে, ইন শা-আল্লাহ।

এই মহান কাজে আপনিও অংশীদার হতে পারেন। মুসলিম উম্মাহর কল্যাণে আপনার কিছু অর্থ ব্যয় করে আল হুদা একাডেমির সহযোগী হতে পারেন। এই অ্যাপ নির্মাণে সহযোগী হয়ে আপনি পরকালের জন্য সদকায়ে জারিয়ার দরজা খোলা রেখে যেতে পারেন।
----------------------------
সাদকা ও অনুদান দিতে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল:
মোবাইল: 01601332914
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: alhudabd.com

রাত ৯ টা জয়যুক্ত হয়েছে।সব গ্রুপের সদস্যদের কাছে অভিমত চাওয়া হয়েছে, অধিকাংশ লোক রাত ৯ টায় পরীক্ষা দিতে চেয়েছেন। তাই আপনাদ...
31/08/2025

রাত ৯ টা জয়যুক্ত হয়েছে।

সব গ্রুপের সদস্যদের কাছে অভিমত চাওয়া হয়েছে, অধিকাংশ লোক রাত ৯ টায় পরীক্ষা দিতে চেয়েছেন। তাই আপনাদের অভিমতের ভিত্তিতে আগামী শুক্রবার রাত ৯টায় ই পরীক্ষা নেওয়া হবে, ইন শা-আল্লাহ।

—নতুনভাবে প্রস্তুতি নিন—যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, তারা ২য় ধাপের জন্য প্রস্তুতি নিতে থাকুন। অনলাইন Google ফরমের...
29/08/2025

—নতুনভাবে প্রস্তুতি নিন—

যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, তারা ২য় ধাপের জন্য প্রস্তুতি নিতে থাকুন।

অনলাইন Google ফরমের মাধ্যমে ফাইনাল পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে, ইন শা-আল্লাহ।

যারা ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, তারা নিচের ভিডিওটি ভালোভাবে দেখে নিয়ম-কানুন জেনে নিন:

২য় ধাপে অংশগ্রহণের নিয়মাবলি।। সীরাত প্রতিযোগিতা ২০২৫--------------------------------------------আল হুদা একাডেমি পরিচিতি :`আল হুদা একাডেমি' প...

⚠️— সংশোধিত নোটিশ —⚠️'সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতা ২০২৫' এর ২য় ধাপের অনলাইন পরীক্ষার নিয়মাবলির দুটি ধারায় পরিবর্তন...
28/08/2025

⚠️— সংশোধিত নোটিশ —⚠️

'সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতা ২০২৫' এর ২য় ধাপের অনলাইন পরীক্ষার নিয়মাবলির দুটি ধারায় পরিবর্তন আনা হয়েছে।

১. পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।
২. সেরা ১০জন নির্বাচন করা হবে ফরম আগে জমা দেওয়ার ভিত্তিতে।

অর্থাৎ, নিচের পোস্টারের ১নং ধারা ও ৭নং ধারায় পরিবর্তন আনা হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য:
অন্যান্য নিয়ম-কানুন আগের মতোই বহাল রয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Save The Culture - সেইভ দ্যা কালচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share