Save The Culture - সেইভ দ্যা কালচার

Save The Culture - সেইভ দ্যা কালচার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Save The Culture - সেইভ দ্যা কালচার, Music production studio, Dhaka.

Ishaq Khan ❤️ ভাই-কে ধন্যবাদ!
06/08/2025

Ishaq Khan ❤️ ভাই-কে ধন্যবাদ!

Manjurul Haque -কে ধন্যবাদ ❤️
04/08/2025

Manjurul Haque -কে ধন্যবাদ ❤️

WhatsApp এ মেসেজ দিন:  01601332914
03/08/2025

WhatsApp এ মেসেজ দিন: 01601332914

সীরাত প্রতিযোগিতার ফাইনাল ধাপে অংশ নিন!ফাইনাল ধাপের বিস্তারিত নিয়ম-কানুন জেনে নিন এই ভিডিও থেকে:https://youtu.be/3cPyu70...
02/08/2025

সীরাত প্রতিযোগিতার ফাইনাল ধাপে অংশ নিন!

ফাইনাল ধাপের বিস্তারিত নিয়ম-কানুন জেনে নিন এই ভিডিও থেকে:
https://youtu.be/3cPyu70j_M4?si=08JFaBViqKnPC2lb

ফাইনাল ধাপে অংশগ্রহণ করতে পেছনের ভিডিও দেখুন এই লিংক থেকে-https://youtube.com/playlist?list=PL4QzAysW1__-docC8Zxu2pd6eTHfNJDgO&si=_tEsfbkcsDGYKaiP

Al Huda Academy আয়োজিত 'Save The Culture - সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতা ২০২৫' এ স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছেন বৈচ...
31/07/2025

Al Huda Academy আয়োজিত 'Save The Culture - সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতা ২০২৫' এ স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছেন বৈচিত্র্য প্রকাশ এর মালিক সম্মানিত মুহাম্মাদ মুর্শিদুল আলম। একাডেমির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই।

WhatsApp : 01601332914

লেখক Nakib Mahmud এর নাম অনেকেই শুনেছেন। অনেকে তার বই পড়েছেন। কিশোর ও তরুণদের মাঝে তিনি খুব জনপ্রিয় একজন লেখক। সীরাত প্র...
30/07/2025

লেখক Nakib Mahmud এর নাম অনেকেই শুনেছেন। অনেকে তার বই পড়েছেন। কিশোর ও তরুণদের মাঝে তিনি খুব জনপ্রিয় একজন লেখক। সীরাত প্রতিযোগিতার পুরস্কার হিসেবে তার কয়েকটি বই স্পন্সর করা হয়েছে, আলহামদু লিল্লাহ।

Al Huda Academy'র পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই।

সুন্দর মনের মানুষ ও ইসলামি লেখক প্রিয় Abdullah Ashraf ভাই। তার রচিত কয়েকটি বিখ্যাত বই স্পন্সর করে তিনি আমাদের প্রতিযোগিত...
29/07/2025

সুন্দর মনের মানুষ ও ইসলামি লেখক প্রিয় Abdullah Ashraf ভাই। তার রচিত কয়েকটি বিখ্যাত বই স্পন্সর করে তিনি আমাদের প্রতিযোগিতায় সহযোগী হয়েছেন। Al Huda Academy'র পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই।

আলহামদু লিল্লাহ!'সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতা ২০২৫' এর ১ম ধাপের ৩০দিন আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আরো বাকি আ...
28/07/2025

আলহামদু লিল্লাহ!
'সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতা ২০২৫' এর ১ম ধাপের ৩০দিন আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আরো বাকি আছে ২০দিন। এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রতিদিন একজন পাচ্ছেন একটি করে ইসলামি বই।

কিছুদিন আগে ১০জন, অতঃপর আরো ১০জনের পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ আরো ১০জনের পুরস্কার প্রস্তুত করা হচ্ছে। এভাবে এ পর্যন্ত আমরা মোট ৩০জনকে পুরস্কৃত করতে পেরেছি।

আগামী দিনগুলোতে যেন আপনি একজন বিজয়ী হতে পারেন, এই কামনা করি।

সকল পোস্টার একত্রে দেওয়া হলো।
27/07/2025

সকল পোস্টার একত্রে দেওয়া হলো।

প্রিয় লেখক Amin Ashraf এর 'পীর কেবলা' বইটি পুরস্কার দেওয়া হচ্ছে। যারা Save The Culture - সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগ...
26/07/2025

প্রিয় লেখক Amin Ashraf এর 'পীর কেবলা' বইটি পুরস্কার দেওয়া হচ্ছে। যারা Save The Culture - সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হবেন তাদের মধ্যে ১০জন এই বইটি পুরস্কার হিসেবে পাবেন।

Al Huda Academy'র সঙ্গেই থাকুন।

—যোগাযোগ—
WhatsApp : 01601332914

১ম ধাপ এবং ২য় ধাপের নিয়ম-কানুন!১ম ধাপ এবং ২য় ধাপের  সংশোধিত নিয়ম-কানুন নিচের পোস্টারে দেওয়া হলো। যারা 'সেইভ দ্যা কালচার ...
25/07/2025

১ম ধাপ এবং ২য় ধাপের নিয়ম-কানুন!

১ম ধাপ এবং ২য় ধাপের সংশোধিত নিয়ম-কানুন নিচের পোস্টারে দেওয়া হলো। যারা 'সেইভ দ্যা কালচার সীরাত প্রতিযোগিতা ২০২৫' এ অংশগ্রহণ করতে চান, তারা নিচের পোস্টার থেকে আপডেট নিয়ম-কানুন জেনে নিন।

২য় পর্বের প্রস্তুতি নিন!দেখতে দেখতে আমাদের প্রতিযোগিতার ১ম ধাপের ২৫ দিন চলে গেল। বাকি আছে আরো ২৫ দিন। তারপর শুরু হবে ২য় ...
24/07/2025

২য় পর্বের প্রস্তুতি নিন!

দেখতে দেখতে আমাদের প্রতিযোগিতার ১ম ধাপের ২৫ দিন চলে গেল। বাকি আছে আরো ২৫ দিন। তারপর শুরু হবে ২য় ধাপ। ২য় ধাপে থাকছে নগদ টাকা, বই ও সম্মাননা সার্টিফিকেটসহ আরো আকর্ষণীয় পুরস্কার।

২য় ধাপে অংশগ্রহণ করতে 'সেইভ দ্যা কালচার' এর ফেসবুক পেইজে লাইক-ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।

ফেসবুক পেইজ লাইক-ফলো দিন:https://www.facebook.com/share/1JeWJ3jME5/

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন:https://youtube.com/?si=TFe2mlQnZDE6qpoC

---------------------------------
যারা নতুন যুক্ত হয়েছেন, তারা ধীরে ধীরে বিগত পর্বগুলো দেখে প্রতিটি ভিডিও'র কমেন্টে সঠিক উত্তর লিখে আসুন। বিগত পর্ব দেখুন এই লিংকে:https://youtube.com/playlist?list=PL4QzAysW1__-docC8Zxu2pd6eTHfNJDgO&si=CUncqoVJUnIgUQfd

মনে রাখবেন, সকল পর্ব দেখা শেষ হলেই কেবল আপনি ২য় পর্বে অংশগ্রহণ করতে পারবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Save The Culture - সেইভ দ্যা কালচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share