Mahin Sarker -

Mahin Sarker - সবার আগে মাতৃভূমি!🇧🇩

শেষটাও সুন্দর হয়!
26/08/2025

শেষটাও সুন্দর হয়!

🥂
25/08/2025

🥂

25/08/2025

Just prank!!🙏

26/07/2025
26/07/2025

Saiyaara!❤️

26/07/2025

ছক্কা হাঁকানোয় বিশ্বের সেরা দেশ এখন বাংলাদেশ

আমাদের ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা অনেকে হয়তো দেখেছ...
25/07/2025

আমাদের ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে আছে।

এই ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন। সূর্য কীভাবে বেঁচে গেলো সে কথা বলি। সূর্য রবিবারে ক্লাসে না যাওয়ায় হোমওয়ার্ক ছাড়াই পরের দিন ২১ জুলাই সোমবার ক্লাসে গিয়েছে। সেজন্য ডিটেনশন ক্লাসে ওর ক্লাস টিচার যেতে বলে। ডিটেনশন ক্লাস বলতে যারা হোমওয়ার্ক করে না বা ক্লাসে পড়া দিতে পারে না তাদেরকে ছুটির পরে এক্সট্রা টাইম স্কুলে রেখে পড়া আদায় করে বাসায় পাঠানো হয়।

সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার সূর্যসহ পাঁচজনকে বলে, তোমরা ওই কর্নারের ক্লাস রুমে যাও। আমি একটু পরে আসছি। সূর্যসহ পাঁচজন একেবারে ভবনের শে-ষ রুমের আগের রুমে যাচ্ছে। ঠিক সেই সময়ে বিকট আওয়াজ শুনে সূর্য পেছন দিকে তাকিয়ে দেখে ওরই ক্লাসরুমের সামনে দাউদাউ করে আ-গু-ন জ্ব-ল-ছে। একজন ক্লাস রুম থেকে বের হতে গিয়ে মূহুর্তের মধ্যে পু-ড়ে নি-শ্চি-হ্ন হয়ে গেলো। ওরা ঘাবড়ে গিয়ে দ্রুত কর্নারের ক্লাস রুমে ঢুকে গেলো।

ওদের ডিটেনশন রুম পর্যন্ত আ-গু-ন পৌঁছোতে পারেনি। রুমের ভেতর আ-গু-নে-র তাপ এসে তাপমাত্রা ৭০° সেন্টিগ্রেডের মতো ছিল (সূর্যের কথা অনুযায়ী)। সূর্যের মনে হচ্ছিল শরীর তাপে পু-ড়ে যাচ্ছে। ওরা পাঁচজন জানালার কাছে গিয়ে শ্বা-স নেবার চেষ্টা করছিল। কারণ তখন রুমের ভেতর কালো ধোঁয়ায় শ্বা-স নিতে পারছিলো না। শ্বা-স নিতে গেলে মনে হচ্ছিল ভেতরটা পু-ড়ে যাচ্ছে।

পরিস্থিতি একটু স্বাভাবিক হবার পর সূর্য ক্লাস রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই কয়েকজন ছাত্র ভীড়ের ভেতর থেকে হাত দিয়ে ইশারা করছে ডান দিকে যাবার জন্য। সূর্য ডান দিকে তাকাতেই দেখে ওখানে গ্রিল কেটে একটা বের হবার রাস্তা তৈরি করা হয়েছে। ও দেখে এগিয়ে গিয়ে বলে, আপনারা দাঁড়ান। আমি আমার বন্ধুদের নিয়ে আসছি। সূর্য তাড়াতাড়ি ওর বন্ধুদের ডেকে বাইরে নিয়ে আসলো। এরপর কার্নিশের ওপরে দাঁড়িয়ে থেকে আগে বন্ধুদের নামার সুযোগ করে দিলো।

আমাদের ছেলেকে আমরা যে শিক্ষা দিয়ে বড় করেছি তার যথাযথ ব্যবহার ও করে দেখালো জাতিকে। ছেলেকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি কখনো ওকে বলিনি, বাবা, তোমাকে এ প্লাস পেতে হবে। কখনো বলিনি তোমাকে ফার্স্ট হতে হবে। আমি সব সময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয় 🙂

- শারমিন

Motivated!
25/07/2025

Motivated!

তাসকিন-মিরাজদের কাছে অসহায় ভক্তের আকুতি...
24/07/2025

তাসকিন-মিরাজদের কাছে অসহায় ভক্তের আকুতি...

23/07/2025

ইন্নালিল্লাহ, এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আ*গু*ন লাগছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি৷

মা এভাবেই সন্তানের রেজাল্ট দেখতে যেত। আজ গেছে লা'শ সংখা জানতে!🤲
23/07/2025

মা এভাবেই সন্তানের রেজাল্ট দেখতে যেত। আজ গেছে লা'শ সংখা জানতে!🤲

23/07/2025

মেয়েকে ক*বর দিয়ে আসছে দুপুরে হাসপাতালে রাতে ছেলে মারা গেছে। মা-বাবার জন্য এরচেয়ে যন্ত্র*ণা আর নেই!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahin Sarker - posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share