16/11/2024
নাম - ইউসুফ খান ইমাম। পিতা - আবদুল ওহাব খান। মাতা- কুলসুম বেগম। বাড়ি - বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে। ২০০৪ সালের ৮ জুন. জন্ম গ্রহণ করেন। তারা তিন ভাই একবোন বাবা সেনাবাহিনী ছিল বর্তমানে মৃত। মাতা গৃহিণী। ৩ ভাইই মাদ্রাসায় পড়া শুনা করে এখন সাবলম্বী হয়েছে।
ইউসুফ খান ইমাম বর্তমানে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়ন রত। ছোট বেলা থেকে কবি হওয়ার প্রচুর শখ। তার কিছু কবিতা বিভিন্ন বইয়ে প্রকাশ পেয়েছে। তার স্বপ্ন একজন ভালো এবং দক্ষ ইন্জিনিয়ার হওয়া - তার পাশা পাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া।