11/05/2025
মা—ছোট্ট একটা শব্দ। অথচ ভেতর লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী। যে পৃথিবীতে শুধু মমতা, নিঃস্বার্থ ভালোবাসা আর অক্লান্ত আত্মত্যাগের গল্প লেখা থাকে।
প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম শব্দ—সবকিছুতেই যাঁর ছায়া, তিনি মা।
মা শুধু একজন মানুষ নন, তিনি একটা অনুভব, একটা আশ্রয়।
মা কখনো রাঁধুনি, কখনো চিকিৎসক, কখনো শিক্ষক। সবশেষে তিনি নির্ভরতার প্রতীক।
দিনশেষে যখন আর কিছু ভালো লাগে না, তখন মায়ের মুখটা মনে পড়লে সব হালকা হয়ে যায়। জীবনের প্রতিটি বাঁকে মা ছায়ার মতো পাশে থাকেন— নিরবে, নিঃশব্দে।
মায়ের কোলে মাথা রাখার মতো নিরাপদ জায়গা আর নেই। মা মানে শ্রদ্ধা, মা মানে ভালোবাসা, মা মানে জীবন।
পৃথিবীর সকল মা ভালো থাকুক, সুস্বাস্থ্য নিয়ে দীর্ঘজীবি হোক।
মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।