Beyond Stories

Beyond Stories শর্ট স্টোরিজ প্লাটফর্ম দ্বারা পরিচালিত নিউজ মিডিয়া...

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছ...
04/11/2025

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি (NFC) এখন লেনদেনের ধরন বদলে দিচ্ছে—আরও দ্রুত, সহজ ও সম্পূর্ণ কন্টাক্টলেসভাবে। এটি একটি...
04/11/2025

নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি (NFC) এখন লেনদেনের ধরন বদলে দিচ্ছে—আরও দ্রুত, সহজ ও সম্পূর্ণ কন্টাক্টলেসভাবে। এটি একটি আধুনিক ও নিরাপদ প্রযুক্তি, যা খুব অল্প দূরত্বে (প্রায় কয়েক সেন্টিমিটারের মধ্যে) দুটি ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এনএফসি ব্যবহারে আর কিউআর স্ক্যান বা নগদ অর্থের ঝামেলা নেই; শুধু স্মার্টফোনটি এনএফসি-সক্ষম POS মেশিনে ট্যাপ করলেই পেমেন্ট সম্পন্ন হয়। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় ছোট ও দ্রুত কেনাকাটাকে করে তুলছে একদম ঝামেলামুক্ত।

ডিজিটাল জীবনের এই নতুন ধাপ মানুষকে নগদবিহীন ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে। কফির কাপ, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিংবা ছোটখাটো কেনাকাটায় এনএফসি ব্যবহারে সময় বাঁচে, নিরাপত্তা বাড়ে এবং হাতের নাগালে আসে আধুনিকতার ছোঁয়া। আর এখন বিকাশও এনএফসি প্রযুক্তি যুক্ত করছে, যাতে ব্যবহারকারীরা আরও সহজে ‘ট্যাপ করে পে’ করতে পারেন।

Grameenphone introduced Bioscope+, the first platform in Bangladesh to aggregate 10 OTT services in one space. Users can...
04/11/2025

Grameenphone introduced Bioscope+, the first platform in Bangladesh to aggregate 10 OTT services in one space. Users can now enjoy Chorki, Hoichoi, and more with just a single access point.

Now you don't need 10 different subscriptions. Bioscope+ simplifies streaming for users, offering variety and convenience in a single platform.

03/11/2025

আপনি কি তার সাথে একমত?

“If she wore obscene clothes because of which the r**e took place, then she’s responsible. But if she wore normal clothes and yet the person r**es, then it is a test for the girl,” said Zakir Naik.

কিডনি চিকিৎসার কথা আসলেই একজন চিকিৎসকের নাম সামনে আসে, যিনি বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করেন। তিনি হচ্ছেন সেন্টার ফর কি...
03/11/2025

কিডনি চিকিৎসার কথা আসলেই একজন চিকিৎসকের নাম সামনে আসে, যিনি বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করেন। তিনি হচ্ছেন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলাম। তিনি বিনামূল্যে ১৮০০-র বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন।

তিনি বলেন, ‘দেশে কিডনি প্রতিস্থাপন প্রয়োজনের তুলনায় খুবই কম। এর কারণ অঙ্গ প্রতিস্থাপনে দক্ষ জনবল তৈরি করা যায়নি, ওষুধের খরচ অনেক বেশি, আইনি জটিলতা, সরকারের অর্থ বরাদ্দ নেই এবং ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের দিকে মানুষের আগ্রহ তৈরি করা যায়নি। এ ক্ষেত্রে ক্যাডাভেরিক অঙ্গদান ও প্রতিস্থাপন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ধর্মীয়, আইনি ও সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে কিডনি প্রতিস্থাপনে সফলতা অন্যান্য দেশের কাছাকাছি রয়েছে। কিন্তু সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা ও নিয়মিত ওষুধ না পেয়ে রোগীরা মারা যায়।’

03/11/2025

In Oliver Stone’s 2003 HBO documentary Persona Non Grata, Benjamin Netanyahu is seen explaining how individuals can commit acts of terror. He describes how persuading someone to kill innocent people or bomb a bus full of children requires convincing them that they are serving a higher cause — such as religion or racial ideology — leading them to disregard all forms of normal morality.

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপ...
03/11/2025

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-০১ আসনে।

Stella, Bangladesh's leading luxury sanitary ware brand, proudly announces acclaimed actress and style icon Bidya Sinha ...
03/11/2025

Stella, Bangladesh's leading luxury sanitary ware brand, proudly announces acclaimed actress and style icon Bidya Sinha Mim as its new Lifestyle Ambassador.

Known for her grace, sophistication, and modern charm, Mim perfectly reflects Stella's commitment to elegance and timeless design.

পডকাস্টে বলেন নওরোজ নাবিল
02/11/2025

পডকাস্টে বলেন নওরোজ নাবিল

হার্ভার্ডের গবেষণা অনুযায়ী বাজারমূল্য হারাতে বসেছে যে ১০ ডিগ্রি:1. Business Administration (including MBA)2. Computer S...
02/11/2025

হার্ভার্ডের গবেষণা অনুযায়ী বাজারমূল্য হারাতে বসেছে যে ১০ ডিগ্রি:

1. Business Administration (including MBA)
2. Computer Science
3. Mechanical Engineering
4. Accounting
5. Biochemistry
6. Psychology
7. English & Humanities
8. Sociology & Social Science
9. History
10. Philosophy

আপনি কি উপরের কোনো বিষয়ে পড়ছেন?

সম্প্রতি The Mall BD নামক একটি প্রতিষ্ঠান থেকে সামাজিক মাধ্যমে Pathao Courier-এর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং...
02/11/2025

সম্প্রতি The Mall BD নামক একটি প্রতিষ্ঠান থেকে সামাজিক মাধ্যমে Pathao Courier-এর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিদ্বেষমূলক অপপ্রচার চালানো হচ্ছে। আইনমান্যকারী, উদ্যোক্তা-বান্ধব এবং সহজতর গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে পাঠাও লিমিটেড দেশব্যাপী গ্রাহক ও মার্চেন্টদের যে বিশ্বাস ও আস্থা অর্জন করেছে, তা বিনষ্ট করার এই অপপ্রয়াসের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

গ্রাহক ও মার্চেন্টদের সুবিধার্থে এই বিষয়ে Pathao Courier-এর অবস্থান নিম্নে তুলে ধরা হল:

পাঠাও লিমিটেড গত ৮ই মে ২০১৯ থেকে The Mall BD (মার্চেন্ট) নামীয় প্রতিষ্ঠানকে কুরিয়ার ডেলিভারি সেবা প্রদান করে আসছে;

সেবাপ্রদানের সাধারণ নিয়ম হল: মার্চেন্ট কর্তৃক ডেলিভারি অর্ডার পাওয়ার পর পাঠাও উক্ত পার্সেল সংগ্রহ করে সর্টিং প্রক্রিয়া সম্পন্ন করার পর একজন ডেলিভারি এজেন্টকে নিয়োগ করা হয় উদ্দিষ্ট কাস্টমারের কাছে ডেলিভারি সম্পন্ন করার জন্য। পুরো ডেলিভারি প্রসেসটি অনলাইনে ট্র্যাক করা যায় এবং মার্চেন্ট ও কাস্টমার ‍উভয়ের কাছেই ডেলিভারি এজেন্টের কন্ট্যাক্ট নাম্বার থাকে। পার্সেল ডেলিভারি সম্পন্ন করার পর কাস্টমারের কাছে প্রেরিত ওটিপি শেয়ার করলে ডেলিভারি এজেন্ট পার্সেল হস্তান্তর করেন এবং ক্যাশ-অন-ডেলিভারি (সিওডি) বাবদ টাকা সংগ্রহ করেন। সিওডি বাবদ সংগৃহীত উক্ত টাকা পাঠাও ব্যাংকিং চ্যানেলে মার্চেন্টের সঙ্গে সেটেল করে;

বিগত ২৮ আগস্ট ২০২৫-এ The Mall BD কর্তৃপক্ষ থেকে Pathao Courier টিমকে জানানো হয় যে, তাদের প্রেরিত কিছু পার্সেলের বিপরীতে পাওনা টাকার সমন্বয় করার পরে অমিল পাওয়া যায়;

উক্ত বিষয়ে তদন্ত করে Pathao Courier- এর পক্ষ থেকে The Mall BD-কে জানানো হয় যে, সংশ্লিষ্ট পার্সেলসমূহের ক্ষেত্রে The Mall BD-এর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার অফিসিয়াল পজিশন ও প্রদত্ত সিস্টেম অ্যাকসেস ব্যবহার করে মার্চেন্ট প্যানেলে গিয়ে অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে পণ্যের মূল্য পরিবর্তন করেন এবং সংশ্লিষ্ট ডেলিভারি এজেন্টকে ফোন করে বিভ্রান্ত করে এই অপকর্ম সম্পন্ন করেন। এতে করে পাঠাও লিমিটেড-ও ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, মার্চেন্ট কর্তৃক অনুমোদন এবং মার্চেন্টের নিবন্ধিত মোবাইল নাম্বারে প্রেরিত ওটিপি ভেরিফিকেশন ব্যতীত অন্য কারো পক্ষে অন্যকোনোভাবে সিওডি অ্যামাউন্ট পরিবর্তন করা সম্ভবপর নয় ;

পরবর্তীতে The Mall BD-এর পক্ষ থেকে জানানো হয় যে, তাদের নিজস্ব তদন্তে উপরোক্ত কর্মকর্তার প্রতারণামূলক কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে এবং তারা উপরোক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। পাঠাও লিমিটেড-এর পক্ষ থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্যপ্রদান-সহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয়া হয়;

যেহেতু, উপরোক্ত বিষয়ে ‍দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলমান রয়েছে এবং ‘The Mall BD’ নিয়মিতভাবে পাঠাও এর মাধ্যমে পার্সেল অর্ডার করেছে এবং পাঠাও তাদের পার্সেল ডেলিভারি সম্পন্ন করে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে এহেন তথ্য বিকৃতি ও অপপ্রচারমূলক পোস্ট প্রদান সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর এবং ফলে, সম্পূর্ণভাবে নিন্দনীয়;

এমতাবস্থায়, ফেসবুক পোস্টটি সস্তা প্রচার, হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে কিংবা স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পা দিয়ে দেশের একটি স্বনামধন্য ও আইনমান্যকারী প্রতিষ্ঠানকে হেয় করার অপচেষ্টা এবং সামগ্রিকভাবে কুরিয়ার খাত ও ই-কমার্স খাতে অস্থিতিশীল করার অপপ্রয়াস বৈ আর কিছু নয়।

সম্মানিত গ্রাহক-মার্চেন্টদের যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলার অনুরোধ জানাই।

Pathao Courier-এর সকল মার্চেন্টের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, এই ধরনের অযাচিত ঘটনা এড়াতে আপনাদের একাউন্টের পাসওয়ার্ড এবং রেজিস্টার্ড ফোন নাম্বার কারও সাথে শেয়ার করবেন না। প্রতিষ্ঠানের অন্য কেউ আপনার মার্চেন্ট প্যানেল ব্যবহার করলে লেনদেন নিয়ে সতর্ক থাকুন।

Shahnawaz Hossain Jay সম্প্রতি University of Birmingham এ freelance mentoring role এ যুক্ত হয়েছেন, যেখানে তিনি undergrad...
31/10/2025

Shahnawaz Hossain Jay সম্প্রতি University of Birmingham এ freelance mentoring role এ যুক্ত হয়েছেন, যেখানে তিনি undergraduate, postgraduate এবং early-career professionals দের গাইড করবেন academic writing, coursework, dissertation development ও career planning এর ক্ষেত্রে। তিনি এই সেশনগুলো remotely পরিচালনা করবেন।

তিনি সম্পন্ন করেছেন Master of Applied Linguistics ডিগ্রি University of Sussex থেকে। এর আগে University of Rajshahi থেকে করেছেন M.A. in E.L.T. (English Language Teaching) এবং Bachelor of Arts (BA) in English।

পূর্বে তিনি দীর্ঘসময় ধরে 10 Minute School এর সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন English tutor হিসেবে একাডেমিক দুনিয়ার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকেছেন। এই ভূমিকা তাঁর জন্য এক নতুন অধ্যায় হলেও, শিক্ষা ও একাডেমিয়ার সঙ্গে তাঁর যাত্রা ছিল সবসময়ই ধারাবাহিক।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Beyond Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share