পাতাদের সংসার

পাতাদের সংসার বিশেষ আয়োজনভিত্তিক পত্রিকা

বইমেলা থেকে প্রয়োজনীয় সংখ্যাটি সংগ্রহ করুন। পাতাদের সংসার স্টল নং : ৬২লিটলম্যাগ চত্বর।
07/02/2025

বইমেলা থেকে প্রয়োজনীয় সংখ্যাটি সংগ্রহ করুন।

পাতাদের সংসার
স্টল নং : ৬২
লিটলম্যাগ চত্বর।

09/03/2024
'নাসরীন জাহান সংখ্যা' খোঁজ করুন নিকটস্থ বইয়ের দোকানে। লেটেস্ট ইস্যু।পৃ. ৩২০মূল্য : ১৫০ টাকা।সরাসরি যোগাযোগ ৬১, কনকর্ড এম...
07/03/2024

'নাসরীন জাহান সংখ্যা' খোঁজ করুন নিকটস্থ বইয়ের দোকানে। লেটেস্ট ইস্যু।

পৃ. ৩২০
মূল্য : ১৫০ টাকা।

সরাসরি যোগাযোগ
৬১, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স
কাঁটাবন, ঢাকা।
০১৩০০৬৭২৬৯৩

২৭ ডিসেম্বর ‘তিস্তা’ উপন্যাস প্রকাশিত হয়। এ হিসাবে আজ জন্মদিন।২০১৭ থেকে ২০২৩, ৬ বছর পূর্ণ হয়েছে এ উপন্যাসের। ‘তিস্তা’-কে...
27/12/2023

২৭ ডিসেম্বর ‘তিস্তা’ উপন্যাস প্রকাশিত হয়। এ হিসাবে আজ জন্মদিন।

২০১৭ থেকে ২০২৩, ৬ বছর পূর্ণ হয়েছে এ উপন্যাসের। ‘তিস্তা’-কে অভিনন্দিত করা যায়?

নতুন সংখ্যার সংবাদ।মাসউদুল হক কথাসাহিত্যিক। তিনি আড়ালে থেকে মনোযোগী হয়ে লিখে যেতে চান বিধায় জোরালো হয়ে উঠেছেন লেখালেখিতে...
20/07/2023

নতুন সংখ্যার সংবাদ।

মাসউদুল হক কথাসাহিত্যিক।
তিনি আড়ালে থেকে মনোযোগী হয়ে লিখে যেতে চান বিধায় জোরালো হয়ে উঠেছেন লেখালেখিতে। নীরবে-নিভৃতে তিনি সাহিত্যে বসিয়ে চলেছেন সামর্থ্যের চিহ্ন।

মাসউদুল হক সাহিত্য বা নিজেকে জনপ্রিয় করে তোলার চলমান ধারার বিপরীত স্রোতে অবস্থান করেন। পাঠকের কাছে নিজের উপস্থিতিকে তিনি লেখালেখির মাধ্যমেই তুলে ধরতে চান। নিঃসঙ্গতা, নিভৃতচারিতা এবং বিচ্ছিন্নতার মধ্য দিয়ে তিনি সাধনায় অভ্যস্ত। এর ফলে সাহিত্যাঙ্গনে তাঁর শারীরিক উপস্থিতি দুর্লভ।

তাঁর গল্প আর উপন্যাসের পটভূমির স্থান এক জায়গায় সীমাবদ্ধ নয়- নানা স্থান আর সময় ধারণ করে আছে। মাসউদুল হকের সাহিত্য সীমাবদ্ধ নয় নির্দিষ্ট কোনো শ্রেণি, পেশা, ধর্ম বা গোত্রের মানুষের মধ্যে। নানা পেশা, নানা ধর্ম, বিষয় নির্বাচন, প্রেক্ষাপট বর্ণনা- সব কিছুতেই তিনি বৈচিত্র্য সন্ধানী।

সামষ্টিক জীবন, দেশ ও সমাজ, রাজনীতি, গ্রাম, প্রকৃতি, জীবন, জগত আর মানুষের ভেতর বাস্তবতার প্রতিফলন আছে তাঁর সাহিত্যে। প্রাচীন বা অতীত, বর্তমান আর ভবিষ্যত ইতিহাসের সম্মিলন ঘটেছে মাসউদুল হকের কথাসাহিত্যে। তিনি দূরদৃষ্টি নিক্ষেপ করে ভবিষ্যত পৃথিবীতে আলো ফেলে তুলে এনেছেন আগামী দুনিয়ার ফসিল।

তাঁর সাহিত্যে প্রকৃতি এসেছে নিজস্ব ধরন আর সৌন্দর্য মেনে। সেইসাথে প্রকৃতিকে সঙ্গী করে চরিত্রের বেঁচে থাকার সংগ্রামও এসেছে। সর্বদা মৌলিক কোনো কিছু সৃষ্টির চর্চা তাঁর সাহিত্য অধ্যবসায়ের মূল চালিকাশক্তি।
মাসউদুল হকের সাহিত্যে অলংকার ববহৃত হয় বাক্যের গুরুত্ব বোঝাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে।

মাসউদুল হকের গল্প ও উপন্যাসের পটভূমি চেনাজানা পরিবেশ থেকে আহরিত হলেও রয়েছে অর্থবোধকতা আর গভীরতর ব্যঞ্জনা। সাহিত্যে জীবনবাস্তবতার ভেতরের বাস্তবতা আর মূল সত্যটা এসেছে পুঙ্খানুপুঙ্খভাবে। লেখা পড়তে গিয়ে মনে হবে না যে, কোথাও কোনো গ্যাপ আছে। মাসউদুল হক তাঁর নিজস্ব টোন গল্পে ধারণ করেন আর নির্মাণ করেন আখ্যান। জগত-সংসার নিয়ে মাসউদুল হকের দুর্নিবার কৌতূহল প্রকাশ্য হয়ে ওঠে তাঁর বর্ণনার মধ্য দিয়ে।

‘মাসউদুল হক সংখ্যা’ পাঠের মধ্য দিয়ে তাঁর সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব হবে।

পৃ. ৩৬৮
মূল্য : ২০০

পাঠক সমাবেশ কেন্দ্রের শাহবাগ ও কাঁটাবন শাখা, বাতিঘরের চট্টগ্রাম ও সিলেট শাখা, টাঙ্গাইলে সাধারণ গ্রন্থাগারে আপাতত পাওয়া যাবে। পরে অন্য জেলা শহরেও পাঠানো হবে।

বিস্তারিত যোগাযোগ : ০১৯২৫২৫৫৭৯৬.

'পাতাদের সংসার'-এর নতুন সংখ্যা। এ এঙ্গেলে করা প্রথম কাজ। এরপর থেকে এ ধরনের সংখ্যাগুলো প্রকাশিত হবে 'তিস্তা প্রকাশ'-এর ব্...
21/06/2023

'পাতাদের সংসার'-এর নতুন সংখ্যা। এ এঙ্গেলে করা প্রথম কাজ। এরপর থেকে এ ধরনের সংখ্যাগুলো প্রকাশিত হবে 'তিস্তা প্রকাশ'-এর ব্যানারে।

গাজী মোঃ সাইফুজ্জামানের অবদান বিশ্লেষণ প্রথম ও পরীক্ষামূলক কাজ হলেও আমরা এখানে সফলতা লাভের লক্ষ্যে বিমূর্ত বিষয়কে সরেজমিন মাঠ-পর্যায়ে তথ্য-উপাত্ত ও মানুষের অভিব্যক্তি সংগ্রহের মধ্য দিয়ে মূর্ত করে তোলার প্রয়াস গ্রহণ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক হিসেবে একজন সরকারি কর্মকর্তা সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি পৌঁছাতে পারেন। মানুষের কল্যাণের জন্য সরাসরি কাজ করতে পারেন। এ সংখ্যায় আমরা এই দুই অবস্থাকে বেশি গুরুত্ব দিয়েছি।

গাজী মোঃ সাইফুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক থাকাকালীন দেশ, সমাজ ও মানুষের জন্য কী কী অবদান রেখেছেন তা মাঠ-পর্যায়ে কাজের মধ্য দিয়ে আমরা তুলে আনার চেষ্টা করেছি।

এছাড়াও বরিশাল কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠা, প্রধান নির্বাহী অফিসারের দায়িত্বপালন, বেজা ও আইএমইডিতে ভূমিকা, তাঁর সাহিত্যকর্ম ও সম্পাদনা, ব্যক্তিগত জীবন এবং অন্যান্য অবদানের নানাদিক এ সংখ্যার মধ্য দিয়ে পাঠক জানতে পারবেন। যা, জনসেবার মাধ্যমে দেশ ও জনগণের উন্নয়ন এবং কল্যাণকামী মানুষের অনুপ্রেরণার উৎস হতে পারে।

মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা জানতে পেরেছি, গাজী মোঃ সাইফুজ্জামান
একজন জনবান্ধব’ প্রশাসক। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দায়িত্বপালন করেছেন। আর জেলা প্রশাসক হিসেবে বরিশাল জেলায় দায়িত্বপালন করেছেন। দুই জায়গাতেই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে তাঁর নানামাত্রিক অবদানের কথা আমরা জেনেছি।

প্রশাসনের কাজ অনেকটা শাসনমূলক হলেও গাজী মোঃ সাইফুজ্জামান শাসনকে সেবায় রূপান্তর করে কাজ করেছেন। তিনি বিচারিক, তদন্ত ও উচ্ছেদ কার্যক্রম, পাবলিক পরীক্ষায় ম্যাজিস্ট্রেটের দায়িত্বপালনসহ যাবতীয় প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সততা, দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণতা, আইনের বিধান ও সময়ানুবর্তিতাকে প্রাধান্য দিয়েছেন।
কম্পিউটার সেন্টার প্রতিষ্ঠা, কম্পিউটার প্রশিক্ষণ আর অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে বেশ কিছু ইনোভেটিভ কাজ করেছেন।

বরিশালে জেলা প্রশাসকের দায়িত্বপালনকালে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছেন। একজন নেতা যে কাজগুলো করতে পারেন, গাজী মোঃ সাইফুজ্জামান বরিশালে সেই কাজগুলো সম্পন্ন করেছেন। বরিশাল জেলার মধ্যে থাকা উপজেলাগুলোতেও আর্থ-সামাজিক, সাংস্কৃতিক আর প্রশাসনিক উন্নয়নে নানা ধরনের কাজ করেছেন।

বরিশালে জেল খাল উদ্ধার, ফুল সরণি নির্মাণ, দুর্গাসাগর দীঘির সংস্কার, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাঙ্কার ও টর্চার সেল উদ্ধার, চরমেঘায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা, আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন, বরিশাল কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠাসহ আরও বেশ কিছু উন্নয়নমূলক ও মানুষের জন্য কল্যাণময় কাজ করেছেন। বরিশালে থাকাকালীন মাত্র চল্লিশ দিনে প্রতিষ্ঠা করেছেন ‘বরিশাল কালেক্টরেট স্কুল’।

তরুণদের জন্য তিনি উদ্দীপনামূলক ভালো ভালো কাজ করেছেন। তারা যাতে মাদকাসক্ত না হয় সেজন্য নানা ধরনের সভা-সেমিনার আর প্রচারণা করেছেন। তরুণদের খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও একসাথে মিলে সমাজ উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন। তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন।

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা বিকশিত করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি আয় বৃদ্ধিতে গাজী মোঃ সাইফুজ্জামান কাজ করেছেন সচিব হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) দায়িত্বপালনের সময়।

‘আইএমইডি পনি’ নামক একটি মোবাইল অ্যাপ উদ্ভাবন ও তৈরি করে জনগণরে দোরগোড়ায় তথ্য-সেবা পৌঁছে দিয়েছেন।

ডিজিটাল বাংলাদেশ গড়তে তিনি কর্মজীবনের প্রতিটি পর্যায়ে প্রযুক্তি ও
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করেছেন। মোবাইল ফোন, ফেসবুক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে গিয়েছেন। তিনি পেশাদারিত্বের সঙ্গে সরকারি বিভিন্ন মিশন ও ভিশন বাস্তবায়নে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছেন।

পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি সাহিত্যচর্চাতেও তিনি উৎসাহী ও মনোযোগী।‘বাংলাদেশের উপন্যাসে ভূমি ও মানুষ’ শিরোনামে গবেষণামূলক চমৎকার একটি বই তাঁর রয়েছে। গবেষণার পাশাপাশি কবিতাও লিখেছেন। এখন গল্প ও উপন্যাস লেখায় মগ্ন আছেন। গদ্য হলো তাঁর শ্রেয়তর সামর্থ্যের জায়গা।

এ সংখ্যা পাঠের মধ্য দিয়ে গাজী মোঃ সাইফুজ্জামানের জীবন ও কর্ম সম্পর্কে একটি কাঠামোগত ধারণা পাওয়া যাবে।

পৃষ্ঠা : ৬২৪
মুল্য : ২৫০ টাকা

পাঠক সমাবেশ, বাতিঘর ও অন্যান্য বুকশপে খোঁজ রাখুন।

ঘরে বসে পেতে যোগাযোগ নম্বর : ০১৯২৫২৫৫৭৯৬

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাতাদের সংসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাতাদের সংসার:

Share