Asma's life story

Asma's life story সব সময় নিজেকে বেছে নিন,আপনি আপনার, নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন সকল পরিস্থিতি সামলে নেয়ার🥰
(6)

17/10/2025

নিজের টাই সেরা😄

16/10/2025

কে কে আমার মতো দেন,

14/10/2025

বাড়িতে আসছি মা, এর জন্য নিজের হাতে আলাদা রান্না।

❤️❤️
13/10/2025

❤️❤️

12/10/2025

সময়কে সুযোগ দেন আপনাকে সঠিক সময় সঠিক টা দেয়ার জন্য ❤️

12/10/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহর দেয়া আরেকটি দিন শুরু হল ❤️

11/10/2025

ভালো থাকা আপনার উপর নির্ভর করে আপনি ঠিক নিজেকে কিভাবে নিচ্ছেন।

11/10/2025

আসসালামু আলাইকুম সবার কি অবস্থা, কেমন আছেন সবাই❤️

যে পুরুষ নারীর গায়ে একবার হাত তুলতে পারে, সেই পুরুষ বারবারই হাত তুলবে ,এবং তা এদিন নিশ্চিত  মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পা...
10/10/2025

যে পুরুষ নারীর গায়ে একবার হাত তুলতে পারে, সেই পুরুষ বারবারই হাত তুলবে ,এবং তা এদিন নিশ্চিত মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে, এটা এখনকার সময় কিছু পুরুষদের কাছে ট্রেন্ড চলতেছে, 😄
যাই হোক যে পুরুষেরা স্ত্রীর গায়ে হাত তুলে নিজেকে পুরুষ বলে দাবি করে, ফ্যামিলি উস্কানীমূলক কথা শুনে স্ত্রীর গায়ে হাত তুলে, স্ত্রী ভুল করলে তাকে বোঝানোর থেকেও গায়ে হাত তুলে শাসন করে, নিজের ফ্যামিলির কাছে নিজেকে পুরুষ পুরুষ প্রমাণ করে, প্রকৃত অর্থে তাদের থেকে কাপুরুষ এই পৃথিবীতে একটাও নেই, আর রইল পড়ে ফ্যামিলি, কিছু ফ্যামিলি জগতে এমন ও আছে, তারা নিজেরা পারলেও মাদার কাটা দিয়ে ঘরের বউকে পেটাতে আসে, 🤭
তবে জগতের সব স্বামী বা সব স্বামী বাড়ির লোক এমন টা নয়। তাহলে তো পৃথিবীতে কোন সংসারী থাকতো না তাই না, কিছু কিছু মায়েরা আছে এখনো যারা মা ডাকটাকে সম্মান করে, ছেলের বউকে পরের বাড়ির মেয়ে না নিজের মেয়েই মনে করে, ওই সব শাশুড়িরা কখনো শাশুড়ি না, তারা মা ই হয়❤️
বউয়ের ঘুন, রূপ, দায়িত্ববোদ, সম্মান দেয়া, এগুলো যতই থাকুক না কেন,এগুলো কোন মাইনে রাখবে না, তবে শুধুমাত্র ওই ফ্যামিলির ননদের পছন্দ করে আনা বউ নয়তো শাশুড়ির পছন্দ করে আনা বউ,হতে হবে ব্যাস সেই বউ বেগুনে ভরপুর হলেও তারা নিজে করে তার নামে ট্যাগ লাগিয়ে গুণে গুণবতী উপস্থাপন করবে🤭
সর্বোপরি কারোর উপরে ওভার কনফিডেন্সে রাখতে নেই, কখনোই রাখবেন না, সেটা এমনভাবে ভেঙে যাবে, যে আপনি জোড়া দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন। তখন আপনার ধৈর্য শক্তি কোনটাই এর কাজ করবে না, শুধুই ওই উপরওয়ালা, উনি আপনাকে বাঁচিয়ে রাখবেন, এবং সব জায়গা থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসবে, যেসব জায়গায় আপনার ক্ষতিটা আপনার আড়ালে করা হয় যেটা আপনি দেখেন না কিন্তু উপরওয়ালা ঠিকই দেখেন, এবং সর্বশেষ তিনি আপনাকে একটি সুন্দর জীবন দিবেন, ইনশাআল্লাহ 🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Asma's life story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category