হৃদয়ের কথা ツ

হৃদয়ের কথা ツ আপনার মনের মধ্যে লুকায়িত কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন আমরা তা পোস্ট করবো 🤍🙂 A Creative Angry Bird

04/07/2025

যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, শুধু ফুরায় না কিছু মানুষের প্রতি মায়া❤️❤️

26/06/2025

জীবন চলছে তার গতিতে.....
ভোর সকালে সূর্যের নতুন আলোতে ঘর থেকে বের হওয়া আবার দিনের ক্লান্তি শেষে চাঁদের আলোতে ঘরে ফেরা।
এটাই হয়তো জীবন.... !😟

26/06/2025

🔰 বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

- সংগৃহীত।।

26/06/2025

যা ভেঙ্গে গেছে তা স্বপ্ন ছিলো
যারা ভেঙ্গে দিয়েছে তারা আপন ছিলো "! 😊❤️‍🩹

25/06/2025

মনেও পড়ে মনও পুড়ে,
তবে আগ্রহ হয় না আর.!😅💔

24/12/2024

তোমাকে নিয়ে শীত উপভোগ করা বাকি। তোমার শাল এর ভিতরে ঢুকা বাকি। তোমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলা বাকি! ভোরের কুয়াশা উপভোগ করা বাকি! খেজুরের রস খাওয়া বাকি! শীতের সন্ধ্যায় চা খাওয়া বাকি! তোমাকে পাওয়া বাকি! ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ের কথা ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category