22/07/2025
সশস্ত্র বাহিনীকে জনগণ থেকে আলাদা করার চেষ্টা — একটি গভীর ষড়যন্ত্র।
দীর্ঘ সময় ধরে পার্শ্ববর্তী একটি দেশ নানাভাবে চেষ্টা করেছে বাংলাদেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর মাঝে একটা বিভাজন তৈরি করতে। কখনো গুজব ছড়িয়ে, কখনো অপপ্রচার চালিয়ে, আবার কখনো অভ্যন্তরীণ ক্ষোভকে উসকে দিয়ে।
কিন্তু তারা সফল হতে পারেনি—কারণ, বাংলাদেশের মানুষ জানে, এই সামরিক বাহিনীই তাদের স্বাধীনতার প্রথম এবং শেষ প্রহরী।
যেদিন এই সম্পর্ক ভেঙে যাবে, সেদিন বাংলাদেশ নামের রাষ্ট্রটির অস্তিত্ব হুমকির মুখে পরবে।
কারণ কোনো আগ্রাসন, সন্ত্রাস কিংবা বৈদেশিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হলে সেনাবাহিনী ও জনগণ—দুজনকেই এক কাঁধে অস্ত্র ধরতে হবে।
হ্যাঁ, ভুল আছে। কিছু অফিসার বিলাসবহুল জীবন যাপন করেন, কেউ কেউ দুর্নীতিতে জড়িত।
তবে এই বাহিনীর ৯৯% সদস্যই নিঃস্বার্থ, সাহসী এবং দায়িত্বশীল।
তারা সীমান্তে, পাহাড়ে, দুর্যোগে, সংকটে নিজের জীবন বাজি রেখে দেশের নিরাপত্তা রক্ষা করে যাচ্ছে—প্রতিদিন,নিরবভাবে।
সমালোচনা হোক গঠনমূলক, প্রশ্ন উঠুক দায়িত্বের জায়গা থেকে।
এটা শুধু বাহিনীর জন্য নয়, দেশের অস্তিত্ব রক্ষার জন্যও জরুরি।
সেনাবাহিনী এবং জনগণ—একসাথেই বাংলাদেশ।
❝তুমি আমি মিলে—এই দেশ আমাদের❞