Bangladesh Defense Pulse

Bangladesh Defense Pulse Stay updated with the latest news, analysis, and insights on Bangladesh's defense.

30/07/2025

নকদন্তহীন বাহিনী দিয়ে না দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, না আলোচনার টেবিলে সম্মান আদায় করা সম্ভব।
আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিই ভাষা, আর শক্তির উৎস হলো আধুনিক ও প্রস্তুত সশস্ত্র বাহিনী।👇
https://www.facebook.com/share/p/1BCaRMoGYG/

🇧🇩 বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তি চাই, শক্তির জন্য চাই সঠিক মিত্র।বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা কেবল নীতিকথা বা আবেগ...
30/07/2025

🇧🇩 বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তি চাই, শক্তির জন্য চাই সঠিক মিত্র।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা কেবল নীতিকথা বা আবেগ দিয়ে নয়, বরং বাস্তবভিত্তিক শক্তি ও কৌশলগত অবস্থানের ওপর নির্ভর করে। চীন থেকে হেভি মিলিটারি ইকুইপমেন্ট সংগ্রহ, কৌশলগত চুক্তি, বিমান ও নৌবাহিনীর আধুনিকায়ন—এসব কোনো বিলাসিতা নয়, বরং সময়োপযোগী প্রয়োজন।

নকদন্তহীন বাহিনী দিয়ে না দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, না আলোচনার টেবিলে সম্মান আদায় করা সম্ভব।
আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিই ভাষা, আর শক্তির উৎস হলো আধুনিক ও প্রস্তুত সশস্ত্র বাহিনী।

🇨🇳 চীন: কৌশলগত ভারসাম্যের স্তম্ভ

চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও সর্ববৃহৎ প্রতিরক্ষা উৎপাদক দেশগুলোর একটি। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের একক আধিপত্য ঠেকাতে চীন স্বাভাবিকভাবেই একটি ভারসাম্য তৈরির শক্তি।

- বাংলাদেশে চীনের বড় পরিসরের বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, এবং অস্ত্র ও সামরিক প্রযুক্তি সরবরাহ—সব মিলিয়ে চীন আমাদের জন্য একটি বিশ্বস্ত কৌশলগত অংশীদার।

🇵🇰 পাকিস্তান: ধর্মীয়, কৌশলগত ও অভিজ্ঞতার মিত্র

পাকিস্তান আমাদের জন্য শুধু একটি মুসলিম দেশ নয়, বরং একটি দীর্ঘ সামরিক অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্র, যারা ভা/র/তীয় আধিপত্যের বিরুদ্ধে বাস্তব অভিজ্ঞতা ও প্রতিরোধের কৌশল জানে।

- পাকিস্তান ইতোমধ্যেই চীনের সঙ্গে যৌথ সামরিক প্রকল্পে যুক্ত, যেমন JF-17 যুদ্ধবিমান উৎপাদন।
- আফগানিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথেও পাকিস্তানের কূটনৈতিক জোট রয়েছে—যাতে আমরা অংশগ্রহণ করলে মুসলিম বিশ্বে আমাদের অবস্থান আরও সুসংহত হবে।

কেন চীন-পাকিস্তান আমাদের ন্যাচারাল অ্যালাই?

1. ভা\র\তীয় হেজেমনির জবাব দিতে সক্ষম একমাত্র শক্তি
2. মুসলিম-বিরোধী জিওপলিটিকসের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধ জোট।
3. প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতায় প্রস্তুত।
4. বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি সম্মানশীল।
5. একইসাথে কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের উপযোগী শক্তি।

বাংলাদেশকে একবিংশ শতাব্দীর ভূরাজনীতিতে টিকে থাকতে হলে শুধু কূটনৈতিক সৌজন্যে নয়—প্রতিরক্ষা প্রস্তুতি ও কৌশলগত মিত্রতার মাধ্যমে বাস্তব ভিত্তির ওপর দাঁড়াতে হবে।

২০০৬ সালের মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় জাতিগত নিপিড়নমূলক এবং রাষ্ট্রীয় মদদে গ্রেফতার হওয়া ১২ জন মুসলিম সম্প্রতি মুক্তি...
30/07/2025

২০০৬ সালের মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় জাতিগত নিপিড়নমূলক এবং রাষ্ট্রীয় মদদে গ্রেফতার হওয়া ১২ জন মুসলিম সম্প্রতি মুক্তি পেয়েছেন। প্রায় ১৯ বছর কারাভোগের পর, আদালত তাদের সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে।

আদালতের রায়ে বলা হয়, এই মামলা ছিল দুর্বল ও অমূলক প্রমাণের ভিত্তিতে গড়া, যা ভারতের বিচার ব্যবস্থার গভীর ত্রুটি ও পক্ষপাতদুষ্টতাকে সামনে নিয়ে এসেছে।

এই ঘটনা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়—এটি রাষ্ট্রীয় অন্যায়ের ভয়াবহ উদাহরণ।




বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি কি জানেন?আমরা প্রায়শই ভা/র/তকে কেবল একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখি। কিন্তু বাস্তবতায়...
28/07/2025

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি কি জানেন?

আমরা প্রায়শই ভা/র/তকে কেবল একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখি। কিন্তু বাস্তবতায়, জাতীয় নিরাপত্তা, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, এমনকি আমাদের দ্বীনের জন্যও এটি একটি গুরুতর হুমকি।

Geopolitics:
ভা/র/ত - মেরিকার নেচারাল এলাই: যদিও ব্রিকসের সদস্য, ভা-র-ত দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার। চীনকে ঠেকানো এবং উপমহাদেশের বিপুল মুসলিম জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন কখনোই ভা*র*তের আগ্রাসী প্রকল্পগুলোকে থামাবে না। বরং কৌশলগত নীরবতা বা সফট সমর্থন দেবে।
যা||য়ো-ভা/র\ত অক্ষ: এই দুই রাষ্ট্রের মধ্যে মুসলিমবিরোধী ভূরাজনৈতিক জোট রয়েছে, যা সামরিক ও কূটনৈতিকভাবে একে অপরকে শক্তিশালী করে। এই জোটের সম্প্রসারণবাদী এজেন্ডা আমাদের জন্য স্পষ্ট বিপদ।

তাহলে আমাদের পথ কী?
- 🇨🇳চীনের সাথে একটি ভারসাম্যপূর্ণ ও কৌশলগত সম্পর্ক স্থাপন।
- 🇵🇰পাকিস্তান, 🇹🇷তুরস্ক ও 🇦🇫আফগানিস্তানের মতো দেশগুলোর সাথে কূটনৈতিক ঐক্য ও নেটওয়ার্ক জোরদার করা।

কিন্তু দুঃখজনক, আমাদের দেশের তথাকথিত 'ম্যাচিউর' বা 'বাস্তববাদী' শক্তিগুলোও মেরিকার বলয়ের বাইরে চিন্তা করতে নারাজ।

যে নিজেকে দাসত্বে বিলীন করতে রাজি, তাকে স্বাধীনতার স্বাদ বোঝানো বৃথা। কারণ, সে শৃঙ্খলেই স্বস্তি খোঁজে। কিন্তু যে মন থেকে...
28/07/2025

যে নিজেকে দাসত্বে বিলীন করতে রাজি, তাকে স্বাধীনতার স্বাদ বোঝানো বৃথা। কারণ, সে শৃঙ্খলেই স্বস্তি খোঁজে। কিন্তু যে মন থেকে স্বাধীনচেতা, তার আত্মমর্যাদা এত গভীরে প্রোথিত যে, দুনিয়ার কোনো শক্তিই তাকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করতে পারে না।

Chief Adviser GOB Muhammad Yunus  জাতীয় নিরাপত্তার স্বার্থে নতুন সমস্যার জন্ম না দিয়ে মূল সমস্যা হাত দেন।
27/07/2025

Chief Adviser GOB Muhammad Yunus জাতীয় নিরাপত্তার স্বার্থে নতুন সমস্যার জন্ম না দিয়ে মূল সমস্যা হাত দেন।

মাত্র ১১ মাসের ইন্টেরিম সরকারের মেয়াদেই বিএসএফের গুলিতে অন্তত ৩৪ জন বাংলাদেশি নাগরিক সীমান্তে প্রাণ হারিয়েছেন।২০২৩ সালে ...
26/07/2025

মাত্র ১১ মাসের ইন্টেরিম সরকারের মেয়াদেই বিএসএফের গুলিতে অন্তত ৩৪ জন বাংলাদেশি নাগরিক সীমান্তে প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালে নিহত হন ৩১ জন, আর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩০ জন। পরিসংখ্যান বলছে, সীমান্তে বাংলাদেশিদের হত্যা কমছে তো নয়ই, বরং এক ভয়াবহ নিয়মিততায় রূপ নিচ্ছে।

এর পাশাপাশি চলতি বছরের ৭ই মে থেকে এ পর্যন্ত ভারত অবৈধভাবে দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে—যা আন্তর্জাতিক আইন এবং ন্যূনতম মানবিকতা দুটিরই সুস্পষ্ট লঙ্ঘন।

প্রশ্ন হচ্ছে—এই একতরফা আধিপত্যবাদী আচরণের জবাবে আমরা কবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? কবে অর্জিত হবে সেই কূটনৈতিক দক্ষতা ও প্রতিরক্ষা সক্ষমতা, যার মাধ্যমে বাংলাদেশ নিজের সীমান্ত, মর্যাদা আর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে দৃঢ়তার সঙ্গে?

থাইল্যান্ড–ক্যাম্বোডিয়া সীমান্তে কয়েক মাসের চাপা উত্তেজনা অবশেষে সীমিত যুদ্ধে রূপ নিয়েছে। একটি অমীমাংসিত এলাকায় ক্যাম্বো...
24/07/2025

থাইল্যান্ড–ক্যাম্বোডিয়া সীমান্তে কয়েক মাসের চাপা উত্তেজনা অবশেষে সীমিত যুদ্ধে রূপ নিয়েছে। একটি অমীমাংসিত এলাকায় ক্যাম্বোডিয়ার পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ১১ জন থাই নাগরিক ও ১ সেনা নিহত হলে দুই দেশের মধ্যে ভারী অস্ত্রের গোলাগুলি শুরু হয়। ক্যাম্বোডিয়া ইতোমধ্যেই সীমান্তে ১২২ মিমি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (MLRS) মোতায়েন করেছে এবং উভয় দেশই বেসামরিক জনগণকে সরিয়ে নিচ্ছে—যা ইঙ্গিত দেয় যে এই সংঘাত সহজে থামছে না। চীন দুই পক্ষকেই আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে, কারণ উভয় দেশই তাদের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র। এই ঘটনাটি বাংলাদেশের জন্যও একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে—আধুনিক যুদ্ধপরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা, সেনা প্রস্তুতি ও সামরিক সক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ। অথচ বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান এখনো পুরোনো, অনেকেরই সার্ভিস লাইফ শেষের পথে, অথচ প্রতিস্থাপনের কোনো কার্যকর পরিকল্পনা নেই। থাইল্যান্ড–ক্যাম্বোডিয়ার মতো হঠাৎ সৃষ্ট সংঘাত মোকাবিলায় প্রস্তুতি থাকতে হয়, যা আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। সুতরাং, এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের জন্য এক সুস্পষ্ট সতর্কবার্তা—এখনই সামরিক আধুনিকায়নের সময়।

🇹🇷 IDEF 2025-এ Aselsan এর নতুন চমক – উন্মোচিত হলো অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা "KORAL 200"আধুনিক যুদ্ধক্ষেত্রে ব...
23/07/2025

🇹🇷 IDEF 2025-এ Aselsan এর নতুন চমক – উন্মোচিত হলো অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা "KORAL 200"

আধুনিক যুদ্ধক্ষেত্রে বিজয়ের চাবিকাঠি এখন আর শুধু অস্ত্রশক্তি নয়, বরং ইলেকট্রনিক শ্রেষ্ঠত্ব। এই ক্ষেত্রেই এক নতুন মাত্রা যোগ করেছে ASELSAN, যারা IDEF 2025-এ উন্মোচন করেছে তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম—KORAL 200।

KORAL 200 এমন একটি সিস্টেম, যা যুদ্ধক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে তৈরি।
এটি একই সঙ্গে ইলেকট্রনিক সাপোর্ট (ES) ও ইলেকট্রনিক অ্যাটাক (EA) ক্ষমতা সমন্বিত করে, অত্যন্ত সক্ষম, মোবাইল ও মডুলার প্ল্যাটফর্মে।

এই প্রযুক্তির মাধ্যমে আসেলসান আরও একবার দেখিয়ে দিল—তারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রেরও প্রস্তুতি নিচ্ছে।
KORAL 200 মানেই আধুনিক যুদ্ধক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকা।

মনে করিয়ে দিতে চাই—এই ইন্টারিম সরকারও ( Chief Adviser GOB Muhammad Yunus) Bangladesh Air Force এর আধুনিকায়নে কোনো বাজেট ...
23/07/2025

মনে করিয়ে দিতে চাই—এই ইন্টারিম সরকারও ( Chief Adviser GOB Muhammad Yunus) Bangladesh Air Force এর আধুনিকায়নে কোনো বাজেট দেয়নি।

যখন আঞ্চলিক নিরাপত্তা হুমকি দিন দিন বাড়ছে, যখন প্রতিবেশী রাষ্ট্রগুলো প্রতিনিয়ত বাংলাদেশের স্বার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলছে,যখন আমাদের অধিকাংশ যুদ্ধবিমানই বয়সে পুরোনো এবং প্রযুক্তিগতভাবে কয়েক জেনারেশন পিছিয়ে। ঠিক তখনও আধুনিক ফাইটার জেট কেনার উদ্যোগ নেই, নেই কোনো বাজেট, নেই কোনো পরিকল্পনা।

প্রশ্ন থেকে যায়—দায় কার? সিদ্ধান্তহীনতার পরিণতি কার ঘাড়ে যাবে?

জাতীয় নিরাপত্তা কোনো "অপশন" নয়—এটি অপরিহার্য।
আজ না বুঝলে, কাল আর উপলব্ধি করার সুযোগ নাও থাকতে পারে।

সশস্ত্র বাহিনীকে জনগণ থেকে আলাদা করার চেষ্টা — একটি গভীর ষড়যন্ত্র।দীর্ঘ সময় ধরে পার্শ্ববর্তী একটি দেশ নানাভাবে চেষ্টা কর...
22/07/2025

সশস্ত্র বাহিনীকে জনগণ থেকে আলাদা করার চেষ্টা — একটি গভীর ষড়যন্ত্র।

দীর্ঘ সময় ধরে পার্শ্ববর্তী একটি দেশ নানাভাবে চেষ্টা করেছে বাংলাদেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর মাঝে একটা বিভাজন তৈরি করতে। কখনো গুজব ছড়িয়ে, কখনো অপপ্রচার চালিয়ে, আবার কখনো অভ্যন্তরীণ ক্ষোভকে উসকে দিয়ে।
কিন্তু তারা সফল হতে পারেনি—কারণ, বাংলাদেশের মানুষ জানে, এই সামরিক বাহিনীই তাদের স্বাধীনতার প্রথম এবং শেষ প্রহরী।

যেদিন এই সম্পর্ক ভেঙে যাবে, সেদিন বাংলাদেশ নামের রাষ্ট্রটির অস্তিত্ব হুমকির মুখে পরবে।
কারণ কোনো আগ্রাসন, সন্ত্রাস কিংবা বৈদেশিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হলে সেনাবাহিনী ও জনগণ—দুজনকেই এক কাঁধে অস্ত্র ধরতে হবে।
হ্যাঁ, ভুল আছে। কিছু অফিসার বিলাসবহুল জীবন যাপন করেন, কেউ কেউ দুর্নীতিতে জড়িত।
তবে এই বাহিনীর ৯৯% সদস্যই নিঃস্বার্থ, সাহসী এবং দায়িত্বশীল।
তারা সীমান্তে, পাহাড়ে, দুর্যোগে, সংকটে নিজের জীবন বাজি রেখে দেশের নিরাপত্তা রক্ষা করে যাচ্ছে—প্রতিদিন,নিরবভাবে।

সমালোচনা হোক গঠনমূলক, প্রশ্ন উঠুক দায়িত্বের জায়গা থেকে।
এটা শুধু বাহিনীর জন্য নয়, দেশের অস্তিত্ব রক্ষার জন্যও জরুরি।

সেনাবাহিনী এবং জনগণ—একসাথেই বাংলাদেশ।
❝তুমি আমি মিলে—এই দেশ আমাদের❞


Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Defense Pulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share