Taja Somoy

Taja Somoy Taja Somoy is a modern and trusted news platform where you will get all important news first.

🔴 সাইফ আলী খান হামলা: বাংলাদেশিকে ফাঁসানোর চেষ্টা? 🧐বলিউড তারকা সাইফ আলী খান-এর ওপর হামলায় বাংলাদেশি শরিফুল ইসলাম শেহজাদ...
03/02/2025

🔴 সাইফ আলী খান হামলা: বাংলাদেশিকে ফাঁসানোর চেষ্টা? 🧐

বলিউড তারকা সাইফ আলী খান-এর ওপর হামলায় বাংলাদেশি শরিফুল ইসলাম শেহজাদকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে! 🚨

🔹 ফিঙ্গারপ্রিন্ট মেলেনি!
সাইফ-কারিনার বাড়ি থেকে পাওয়া ১৯টি আঙুলের ছাপের সঙ্গে শেহজাদের কোনো মিল নেই বলে জানিয়েছে মহারাষ্ট্র সিআইডি।

🔹 সিসিটিভি ফুটেজ ও পরিচয় নিয়ে প্রশ্ন
শেহজাদের বাবা দাবি করছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার ছেলে, কিন্তু সিসিটিভিতে দেখা ব্যক্তি অন্য কেউ!

🔹 পুলিশের দাবি ও আইনি বিতর্ক
মুম্বাই পুলিশ বলছে, শেহজাদই হামলাকারী! তবে তার আইনজীবী পুলিশের অভিযোগকে ভিত্তিহীন ও আইন লঙ্ঘন বলে দাবি করছেন।

👉 পুরো ঘটনাটি ঘিরে নানা অসঙ্গতি ও বিতর্ক তৈরি হয়েছে! আপনার মতামত কী? কমেন্টে জানান!

📢 আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 🕌তাবলিগ জামাতের শুরায়ী নেজাম আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে...
03/02/2025

📢 আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 🕌

তাবলিগ জামাতের শুরায়ী নেজাম আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে আজ রবিবার, আখেরি মোনাজাতের মাধ্যমে। সকাল ৯:১২ মিনিটে শুরু হয়ে ৯:৩৭ মিনিটে শেষ হওয়া এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের।

দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়ে মোনাজাতে অংশ নেন। এতে মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাতের জন্য দোয়া করা হয়। এছাড়াও, পাপ থেকে মুক্তি ও আল্লাহর ক্ষমা প্রার্থনার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩,২০০ বিদেশি মেহমান এবারের ইজতেমায় অংশ নিয়েছেন। মোনাজাতের আগে হেদায়েতের বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরীফ, যার তরজমা করেন মাওলানা নুরুর রহমান।

ইজতেমার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গাজীপুর মহানগর পুলিশ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যানজট এড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন! 🤲

#বিশ্বইজতেমা #আখেরিমোনাজাত #তাবলিগ_জামাত #ইসলাম #দোয়া

 #এইমাত্র  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদে...
03/02/2025

#এইমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ৩১ জানুয়ারি লেখা এই চিঠিতে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

রবিবার বিকেলে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছায় চিঠিটি। শাহবাজ শরিফ লেখেন, “আপনার স্বাস্থ্যগত সমস্যার কথা জেনে আমি উদ্বিগ্ন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। মানুষের কল্যাণে আপনার অবিচল প্রতিশ্রুতি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে পৌঁছান এবং চিকিৎসা শেষে বর্তমানে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। তিনি ডায়াবেটিস, হৃদ্‌রোগ, লিভার ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।
#খালেদা_জিয়া #পাকিস্তান #শাহবাজ_শরিফ #রাজনীতি #বাংলাদেশ #লন্ডন #সুস্থতা_কামনা

৫ আগস্টের পর থেকে সাকিব আল হাসান যেন একের পর এক নতুন চ্যালেঞ্জের মুখে। মাঠের বাইরের নানা ঘটনায় শিরোনামে থাকা এই তারকা এব...
26/01/2025

৫ আগস্টের পর থেকে সাকিব আল হাসান যেন একের পর এক নতুন চ্যালেঞ্জের মুখে। মাঠের বাইরের নানা ঘটনায় শিরোনামে থাকা এই তারকা এবার আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে দুটি চেক ইস্যু করেছিল, যা পর্যাপ্ত টাকা না থাকায় ডিসঅনার হয়।

সাকিবসহ আরও তিনজনের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মাঠে ফেরা ও অবসর নিয়ে পরিকল্পনার মাঝেও সাকিবের সামনে এখন আরও কঠিন পথ।

জনপ্রিয় এই ক্রিকেটারের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কী?

#সাকিব_আল_হাসান #বাংলাদেশক্রিকেট #সংবাদ #আইন

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ গণহত্যার পলাতক আসামি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেওয়...
26/01/2025

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ গণহত্যার পলাতক আসামি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেওয়া সাক্ষাৎকার মিথ্যা ও ভুল তথ্যে পরিপূর্ণ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, কামালের সাক্ষাৎকারে দেওয়া তথ্য যাচাই না করেই ইন্ডিয়ান এক্সপ্রেস তা প্রচার করেছে।

কামাল তার সাক্ষাৎকারে দাবি করেছেন:

৩-৫ আগস্টের মধ্যে ৪৬০টি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয় এবং ৫,৮২৯টি অস্ত্র লুট করা হয়।
তবে পুলিশের তথ্য অনুযায়ী:

হামলার শিকার থানার সংখ্যা ১১৪।

এর মধ্যে ৫৮টি পুড়িয়ে দেওয়া হয় এবং ৫৬টি ভাঙচুর করা হয়।

লুট হওয়া ৫,৭৫০টি অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ৪,৩৫৮টি উদ্ধার করা হয়েছে।

কামালের আরও দাবি, ছাত্র-জনতার আন্দোলন ছিল ‘ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান’। এই বক্তব্যের মাধ্যমে তিনি এক হাজারেরও বেশি মানুষ হত্যার দায় এড়ানোর অপচেষ্টা করছেন।

এছাড়া, কামালের বাংলাদেশের আদালতে ভারতের হস্তক্ষেপ চাওয়ার দাবি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং ২০২৪ সালের ৮ আগস্টের পর থেকে কোনো সংবাদমাধ্যম বাধার সম্মুখীন হয়নি।

#বাংলাদেশ #গণহত্যা #স্বাধীনতা #ইন্ডিয়ান_এক্সপ্রেস #মিথ্যাচার #গণমাধ্যম #প্রেস_উইং

👉 ফাওজুল কবির খান বলেছেন:“ভারতীয় কোম্পানি আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়। আমার প্রতিদিন শুরু হয় জ্বালানি মূ...
26/01/2025

👉 ফাওজুল কবির খান বলেছেন:
“ভারতীয় কোম্পানি আদানি সবসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়। আমার প্রতিদিন শুরু হয় জ্বালানি মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে।”

শনিবার (২৫ জানুয়ারি) মতিঝিলে এফবিসিসিআইতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন:
🔸 “গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন।”
🔸 “৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় বিক্রি করে কতদিন সরকার টিকবে?”
🔸 “বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর প্রচণ্ড চাপ রয়েছে।”

#বিদ্যুৎ #জ্বালানি #আদানি #বাংলাদেশ #জ্বালানিনীতিমালা

"যারা বাংলাদেশপন্থী, তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ ক...
26/01/2025

"যারা বাংলাদেশপন্থী, তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।" – মাহফুজ আলম, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা।

শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। মাহফুজ আলম আরও বলেন, "আমাদের অগ্রাধিকার হলো গুম-খুন, ধর্ষণসহ সকল অপরাধের বিচার করা এবং বাংলাদেশপন্থী দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।"

তিনি সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, নারী, শ্রমিক ও আলেম-ওলামাদের একসঙ্গে বৈষম্যহীন ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

👉 আপনার মতামত জানাতে কমেন্ট করুন।

#নির্বাচন২০২৫ #বাংলাদেশপন্থী #রাজনীতি #গণতন্ত্র

"ভয় দেখিয়ে কিছু হবে না, জনগণ সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায়," বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ...
26/01/2025

"ভয় দেখিয়ে কিছু হবে না, জনগণ সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায়," বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, "গণতন্ত্র রক্ষা করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার রক্তের ফসল দিয়ে গড়া অন্তর্বর্তী সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে মনোযোগী হতে হবে। কিন্তু অর্থনীতি আজ চরম সংকটে, কলকারখানা বন্ধ, আর সরকার জনকল্যাণের পরিবর্তে কূটকৌশলে ব্যস্ত।"

তিনি জানান, বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল এবং থাকবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নিরলসভাবে কাজ করছে।
#বিএনপি #গণতন্ত্র #স্বচ্ছ_নির্বাচন #রুহুল_কবির_রিজভী #জনগণের_অধিকার

সুইজারল্যান্ডে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২৫ জানুয়ারি) ...
26/01/2025

সুইজারল্যান্ডে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে দুবাই হয়ে তার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা ছাড়েন তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে জুরিখ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম।

সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রায় অর্ধশত বৈঠকে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস।

Tags:
#বাংলাদেশ #প্রধানউপদেষ্টা #মুহাম্মদইউনূস

🔴 গণ-সংবর্ধনায় মাহফুজ আলমের সাহসী বার্তা 🔴“বাংলাদেশে সেনা শাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার রক্ত দিয়ে আমরা হাসিনাকে উৎখ...
26/01/2025

🔴 গণ-সংবর্ধনায় মাহফুজ আলমের সাহসী বার্তা 🔴

“বাংলাদেশে সেনা শাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার রক্ত দিয়ে আমরা হাসিনাকে উৎখাত করেছি। কারও তাঁবেদারি আমাদের দরকার নেই। আমরা নিজের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি।”—মাহফুজ আলম

শনিবার (২৫ জানুয়ারি), লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি মাঠে এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, "নির্বাচনের আগে শেখ হাসিনার ফ্যাসিবাদী প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। খুনিদের বিচার করেই আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোব।"

তিনি আরও উল্লেখ করেন, "আওয়ামী লীগ যদি আবার দিল্লির সহযোগিতা নিয়ে আমাদের দমন করতে চায়, তবে শহীদদের পথ অনুসরণ করে আমরা নতুন করে লড়াইয়ে নামব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক কমিটির প্রতিনিধিরা।

👉 চলুন ঐক্যবদ্ধ হয়ে দেশের ফ্যাসিবাদবিরোধী সংস্কারে অংশ নিই। বাংলাদেশ জনগণের। আমরা মাথানত করব না।

#গণসংবর্ধনা #মাহফুজআলম #বাংলাদেশ #ফ্যাসিবাদবিরোধী #সংস্কার

🚨 পানামা খাল আবারও হুমকির মুখে: কী ঘটছে?২৫ বছর আগে পানামা খাল পানামার হাতে ফিরিয়ে দেওয়ার পর, সাবেক মার্কিন প্রেসিডেন্ট...
21/01/2025

🚨 পানামা খাল আবারও হুমকির মুখে: কী ঘটছে?

২৫ বছর আগে পানামা খাল পানামার হাতে ফিরিয়ে দেওয়ার পর, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খাল পুনরায় "দখল করার" হুমকি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। ট্রাম্প দাবি করেছেন, পানামা মার্কিন নৌবাহিনীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে এবং চীন গোপনে এই খাল নিয়ন্ত্রণ করছে। পানামার কর্মকর্তারা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তবে খালটি পানামার আয়ের ২৩.৬% সরবরাহ করে এবং ২০২৪ সালে প্রায় $৫ বিলিয়ন মুনাফা অর্জন করেছে, তাই এই মন্তব্যে উদ্বেগ ছড়িয়েছে। অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন অনেকেই। পানামার সার্বভৌমত্ব এবং এই ঐতিহাসিক স্থাপনার ভবিষ্যৎ কি হুমকির মুখে?
#পানামাখাল #জিওপলিটিক্স #ট্রাম্প #পানামা #ঐতিহাসিকস্থান #বৈশ্বিকবাণিজ্য #জাতীয়পরিচয়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taja Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share