
03/02/2025
🔴 সাইফ আলী খান হামলা: বাংলাদেশিকে ফাঁসানোর চেষ্টা? 🧐
বলিউড তারকা সাইফ আলী খান-এর ওপর হামলায় বাংলাদেশি শরিফুল ইসলাম শেহজাদকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে! 🚨
🔹 ফিঙ্গারপ্রিন্ট মেলেনি!
সাইফ-কারিনার বাড়ি থেকে পাওয়া ১৯টি আঙুলের ছাপের সঙ্গে শেহজাদের কোনো মিল নেই বলে জানিয়েছে মহারাষ্ট্র সিআইডি।
🔹 সিসিটিভি ফুটেজ ও পরিচয় নিয়ে প্রশ্ন
শেহজাদের বাবা দাবি করছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার ছেলে, কিন্তু সিসিটিভিতে দেখা ব্যক্তি অন্য কেউ!
🔹 পুলিশের দাবি ও আইনি বিতর্ক
মুম্বাই পুলিশ বলছে, শেহজাদই হামলাকারী! তবে তার আইনজীবী পুলিশের অভিযোগকে ভিত্তিহীন ও আইন লঙ্ঘন বলে দাবি করছেন।
👉 পুরো ঘটনাটি ঘিরে নানা অসঙ্গতি ও বিতর্ক তৈরি হয়েছে! আপনার মতামত কী? কমেন্টে জানান!