Liton & Panna

Liton & Panna আসসালামুয়ালাইকুম। আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন।

মাধুরী দীক্ষিত অভিনীত প্রথম সিনেমা ছিল "অবোধ"।১৯৮৪ সালের ১০ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। বিপরীতে তাপস পাল।তবে প্রথম সিনেমা...
31/07/2025

মাধুরী দীক্ষিত অভিনীত প্রথম সিনেমা ছিল "অবোধ"।
১৯৮৪ সালের ১০ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। বিপরীতে তাপস পাল।
তবে প্রথম সিনেমা তেই সাফল্য ধরা দেয়নি মাধুরীর।
ফ্লপ করে গিয়েছিল। এরপর বেশকিছু সিনেমায় মাধুরীকে কম গুরুত্বপূর্ণ রোলে দেখা যেত।
একসময় সুভাষ ঘাই বিভিন্ন ম্যাগাজিনে মাধুরীর ব্যাপারে ভাল ভাল কথা বলতে শুরু করলেন। মাধুরী কে সুভাষ তার নিজের প্রোডাকশন এর তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ করলেন। মাধুরীর ক্যারিয়ারের ২য় অধ্যায় শুরু হল।
অন্যদিকে স্ট্রাগলের দিনগুলোতে মাধুরী অপেক্ষায় থাকতেন, কখন ভক্তরা তার অটোগ্রাফ নিতে ছুটে আসবে।
"উত্তর দক্ষিণ " সিনেমার সময় জ্যাকিশ্রফ অনেক বড় স্টার। জ্যাকির চারপাশে শ্যুটিং এর সময় ভক্তদের ভীড় দেখে মাধুরী র আফসোস হত।

এমন সময় মুক্তি পেল এন চন্দ্রা পরিচালিত "তেজাব"।
দর্শক পেল এক নতুন মাধুরীকে।
এতদিন কোথায় ছিল এই মেয়ে!
পরের বছর "রাম লক্ষণ, ইলাকা,
খতড়ো কি খিলাড়ি,
তারপর "দিল, সাজন, থানেদার, বেটা, খলনায়ক, হাম আপকে হ্যায় কোন,
রাজা, দিল তো পাগল হ্যায়, মৃত্যুদন্ড, আঞ্জাম, কয়লা"।
মাধুরী হয়ে উঠলেন বলিউডের আইকন, শ্রীদেবীর প্রতিদ্বন্দ্বী।
কিন্তু না, বরাবরই বিনয়ী মাধুরী বলেন,
তিনি শ্রীদেবীর সাথে তুলনা পছন্দ করেন না।
আসলেই, এত বছর এসেও বলতে হয়,
মাধুরীর তুলনা মাধুরী,
যার হাসির জন্য যুদ্ধ করা যায়।

এই চারজনের মধ্যে বাংলা সিনেমার সেরা ভিলেন কে ?১:-মিশা সওদাগর  :- ❤️২:-রাজিব              :- 😍৩:-ডিপজল           :- 👍৪:-আ...
31/07/2025

এই চারজনের মধ্যে বাংলা সিনেমার সেরা ভিলেন কে ?

১:-মিশা সওদাগর :- ❤️
২:-রাজিব :- 😍
৩:-ডিপজল :- 👍
৪:-আহমেদ শরীফ :- 😢

একবার শাবানাকে চড় মেরেছিল রীনা খানছবিতে এ দৃশ্যটি করতে আপত্তি ছিল রীনারপরে,শাবানা বলে রাজি করিয়েছিল।এমন চড় দিয়েছিল,শাবান...
30/07/2025

একবার শাবানাকে চড় মেরেছিল রীনা খান
ছবিতে এ দৃশ্যটি করতে আপত্তি ছিল রীনার
পরে,শাবানা বলে রাজি করিয়েছিল।
এমন চড় দিয়েছিল,
শাবানার পরচুল খুলে যায়।
সেই এক চড়েই জনপ্রিয় হয়ে যায় রীনা।
পরে,
শাবানা,ববিতা,শাবনূর,মৌসুমী,থেকে শুরু
করে তার সময়ের এমন কোনো জনপ্রিয় নায়িকা
বাদ যায়নি যাকে সে বিষ খাওয়িয়ে মা*রতে চাইনি।
অন্যদিকে,
দুলারিও কোনো অংশে কম ছিলনা।
সংসারে খালা বা ফুফু শাশুড়ি হয়ে বাড়ির বউয়ের
গলা কা*টা কিংবা বাড়ি থেকে বের করে
দেওয়ার জন্যই যেন তার জন্ম।
পর্দার বউদের সাথে তার ঝগড়া এত বিখ্যাত যে,
কোথাও যাবার পথে ট্রাফিক পুলিশ বলে
তার সাথে একটু ঝগড়া করতে।
রীনা খানের বধু হ*ত্যা এতটা জনপ্রিয় যে,
বাসা ভাড়া নিতে গেলে মহিলা ভয়ে কাপতে কাপতে
বলেন," তার বাসায় থাকবো না,সে ছেলের বউয়ের গলা কা*টে"
এমনকি,
রীনা খানের ছেলের প্রেমিকা যখন জানলো যে,
সে এতদিন যার সাথে সম্পর্ক করছে সে আসলে বাস্তবে খল নায়িকা,রীনা খানের ছেলে,
এটা জানার পর ৬ মাস রিলেশন ব্রেকআপ ছিল তাদের!
কিছু দিন পর ভুল বুঝাবুঝির অবসান হলে রীনা খানের ছেলেকে বিয়ে করতে রাজি হয় মেয়েটি।

নব্বই ও শূন্য দশকের সবচেয়ে জনপ্রিয়
খল অভিনেত্রী এ দুজনই।
তাদের পরে খল চরিত্রে নায়িকা নতুন আশার আলো জ্বালিয়ে ছিল তবে
তেমন কোনো গল্প ও দর্শক পায়নি।

বাস্তব জীবনে রীনা ও দুলারীর মাঝে খুব ভাল
সম্পর্ক।
আত্মার বান্ধবী তারা।
(বাস্তব জীবনে তাদের চরিত্র পর্দার থেকে উল্টা)

নায়িকা শাবনাজের আপন ছোট বোন তাহমিনা সুলতানা মৌ🌹❤️তাহমিনা সুলতানা মৌ বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল। ত...
30/07/2025

নায়িকা শাবনাজের আপন ছোট বোন তাহমিনা সুলতানা মৌ🌹

❤️তাহমিনা সুলতানা মৌ বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল। তিনি কিংবদন্তি নায়িকা শাবনাজের আপন ছোট বোন। পারিবারিকভাবে সংস্কৃতিমনা পরিবেশে বেড়ে ওঠা মৌ ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের প্রতি আগ্রহী ছিলেন।

🎭 ক্যারিয়ারের শুরু ও অগ্রযাত্রা:
--------------------------------------------------
মৌ অভিনয় জগতে পা রাখেন নব্বই দশকে। তার প্রথম দিককার কাজ ছিল নাটক ও বিজ্ঞাপনচিত্রে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে টেলিভিশন নাটকে প্রতিষ্ঠিত করে তোলেন। বিশেষ করে হাস্যরসাত্মক ও গ্রামীণ চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

🏡 পারিবারিক সম্পর্ক:
---------------------------------
মৌ নায়িকা শাবনাজের আপন ছোট বোন। তারা তিন বোন—শাবনাজ, সোনিয়া ও মৌ। তাদের মা আঞ্জুমান নাহার ছিলেন সাংস্কৃতিকমনা একজন নারী। ২০২৩ সালে মা’কে হারানোর পর দুই বোনেই ছিলেন গভীরভাবে শোকাবহ।

🇧🇩 ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা:
------------------------------------
মৌ একজন স্নিগ্ধ, মিষ্টভাষী ও বিনয়ী মানুষ। তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং একজন আত্মপ্রত্যয়ী নারী হিসেবে মিডিয়া অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।
তিনি মিডিয়া থেকে কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও বর্তমানে বাংলাদেশে ফিরে এসে অভিনয়ে পূর্ণ মনোযোগ দিয়েছেন।

🌹তাহমিনা সুলতানা মৌ একজন প্রতিভাবান ও পরিশ্রমী শিল্পী। শাবনাজের বোন হিসেবে পরিচিত হলেও, মৌ নিজ গুণেই দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। তার সরল অভিনয়, প্রাণবন্ত হাসি এবং বাস্তবধর্মী চরিত্রে দক্ষতা তাকে করেছে আলাদা। তিনি যে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য পাবেন, তা বলাই বাহুল্য।

চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন আজ বুধবার (৩০ জুলাই)। তিনি বর্তমানে স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি সংবাদ মাধ্যমে...
30/07/2025

চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন আজ বুধবার (৩০ জুলাই)। তিনি বর্তমানে স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি সংবাদ মাধ্যমে বিনোদন জগতটাকে প্রতিনিধিত্ব করছেন অভিনেতা।জায়েদ খানের জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুভ্র সাদা পোশাকে দুজনের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

দুজনেই মাথায় একই প্যাটার্নের হ্যাট পরা। কালো সানগ্লাসে বেশ হাসিখুশিই দেখাচ্ছে তাদের।

একই ফ্রেমে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী ও তার কন্যা ফাইজা ও ছেলে ফারদীন এহসান স্বাধীন এর স্ত্রী আয়েশা। 🌹🌹👉কাকে বেশি সুন্দর...
30/07/2025

একই ফ্রেমে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী ও তার কন্যা ফাইজা ও ছেলে ফারদীন এহসান স্বাধীন এর স্ত্রী আয়েশা। 🌹🌹

👉কাকে বেশি সুন্দর লাগছে??

বিজেপির হয়ে হেরে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!আবারও রাজনীতির ময়দানে নামতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপ...
30/07/2025

বিজেপির হয়ে হেরে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!
আবারও রাজনীতির ময়দানে নামতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর বিজেপি নয়, শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকেই শুরু হয় গুঞ্জন—তৃণমূলেই কি এবার নাম লেখাতে চলেছেন অভিনেত্রী?

এই বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়।”

এদিন বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অভিনেত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম যায় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল তাকে।

সেই প্রসঙ্গ টেনে শ্রাবন্তী বলেন, “আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।”

তিনি আরও বলেন, “বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব।”

প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।

বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পুজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

🎉 আজ কিংবদন্তি অভিনেত্রী ববিতার ৭২তম জন্মদিন 🎂একটি রূপালী যুগের অপরূপা নায়িকার প্রতি শ্রদ্ধাঞ্জলি 🌸📅 ৩০ জুলাই ২০২৫ — আজক...
30/07/2025

🎉 আজ কিংবদন্তি অভিনেত্রী ববিতার ৭২তম জন্মদিন 🎂
একটি রূপালী যুগের অপরূপা নায়িকার প্রতি শ্রদ্ধাঞ্জলি 🌸

📅 ৩০ জুলাই ২০২৫ — আজকের এই দিনে বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বলতম নক্ষত্র, গুণী ও কিংবদন্তি অভিনেত্রী ফারিদা আখতার পপি ওরফে চিত্রনায়িকা ববিতা পা রাখছেন ৭২ বছরে।
১৯৫৩ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন বাগেরহাট জেলার এক সংস্কৃতিমনা পরিবারে। তিনি শুধু একজন অভিনেত্রী নন — তিনি ছিলেন একযুগের ‘ফিল্ম আইকন’, যিনি সৌন্দর্য, অভিনয়গুণ, ব্যক্তিত্ব ও স্টাইল দিয়ে জয় করেছেন প্রজন্মের পর প্রজন্মের মন।

🎬 অভিনয়যাত্রার সূচনা ও রূপান্তর

তার অভিনয়জীবনের সূচনা হয়েছিল বড়বোন সুচন্দার হাত ধরে। ১৯৬৮ সালে সুচন্দা অভিনীত জহির রায়হানের “সংসার” চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে প্রথম দাঁড়ান তিনি। সেসময় তার নাম ছিল সুবর্ণা।

পরে আব্দুল্লাহ আল মামুনের টিভি নাটক “কলম”-এ অংশ নেন তিনি। কিন্তু প্রকৃত "ববিতা" হয়ে ওঠেন তিনি জহির রায়হানের “জ্বলতে সুরুজ কি নিচে” চলচ্চিত্রে কাজ করার সময় — নামটি দিয়েছিলেন ক্যামেরাম্যান আফজাল চৌধুরী ও তার স্ত্রী। এ নামেই শুরু হয় এক কিংবদন্তির পথচলা।

🎞️ নায়িকা হয়ে প্রথম আত্মপ্রকাশ ও উত্থান

১৯৬৯ সালে “শেষ পর্যন্ত” চলচ্চিত্রে প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি মুক্তি পায় এক বিষাদময় দিনে — তার মা-র মৃত্যুদিনে, ১৪ আগস্ট।
এ ছবির পারিশ্রমিক ছিল ১২ হাজার টাকা, যা দিয়ে কিনেছিলেন একটি টয়োটা গাড়ি — ববিতার জীবন এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে রইল তা।

এরপর একের পর এক সিনেমা দিয়ে মাতিয়ে তুললেন পর্দা — “টাকা আনা পাই”, “স্বরলিপি” ইত্যাদি ছবিতে তার অভিনয় দক্ষতা যেন ছিল চরিত্রের সঙ্গে একীভূত।
গ্রামীণ প্রেক্ষাপট, শহুরে প্রেমকাহিনি কিংবা সামাজিক বাস্তবতা — প্রতিটি ঘরানায় ববিতা ছিলেন অনবদ্য। বিশেষত তরুণ সমাজের কাছে তিনি হয়ে ওঠেন অনুপ্রেরণা, স্টাইল আইকন।

🏡 একটি শিল্পভবন-সমৃদ্ধ পরিবার

ববিতা বেড়ে উঠেছেন এক গুণী শিল্পী পরিবারে। বড়বোন সুচন্দা ও ছোটবোন চম্পা — দুজনেই জাতীয় চলচ্চিত্রের গর্বিত মুখ।
স্বামী ইফতেখারুল আলমের অকা'লমৃ'ত্যুর পর একমাত্র ছেলে আনিক-কে ঘিরেই তিনি গড়ে তোলেন নিজের জীবন, ভালোবাসা ও সংগ্রামের নতুন অধ্যায়।

🏆 এক জীবনে একাধিক চূড়ান্ত স্বীকৃতি

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ববিতা শুধুই একজন অভিনেত্রী নন, তিনি একটি প্রতিষ্ঠান।
তার অভিনয়জীবন যেমন ছিল সমৃদ্ধ, তেমনি ব্যক্তিজীবন ছিল সাহসিকতায় পূর্ণ। ববিতা প্রমাণ করেছেন, মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে নারীরাও হতে পারে পর্দার কেন্দ্রীয় নায়িকা, গল্পের মুখ্য চরিত্র এবং এক মহাকাব্যিক কণ্ঠ।

আজ ববিতার ৭২তম জন্মদিনে আমরা স্মরণ করি সেই রূপালি দিনের চিরসবুজ অভিনেত্রীকে, যিনি আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, অনুপ্রাণিত করেছেন।
আজকের দিনে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও জন্মদিনের অশেষ শুভেচ্ছা।

শুভ জন্মদিন কিংবদন্তি ববিতা — আপনি ছিলেন, আছেন এবং থাকবেন বাংলা চলচ্চিত্রের চিরজাগরুক নক্ষত্র হয়ে। 🌺

নাতনি বিয়ে ছাড়া সন্তান নিলে আপত্তি নেই জয়া বচ্চনেরমা শ্বেতা নন্দা করে দিয়েছেন আয়োজন, তাতে নাতনি নভ্যা নাভেলি নন্দার প্রশ...
29/07/2025

নাতনি বিয়ে ছাড়া সন্তান নিলে আপত্তি নেই জয়া বচ্চনের

মা শ্বেতা নন্দা করে দিয়েছেন আয়োজন, তাতে নাতনি নভ্যা নাভেলি নন্দার প্রশ্নে বিয়ে ও যৌনতা নিয়ে খোলামেলা কথা বললেন নানি জয়া বচ্চন।

নভ্যা বিয়ে না করে সন্তান নিলেও তা স্বাভাবিকভাবেই নেওয়ার কথা বচ্চনপত্নীর মুখ থেকে শোনা গেল বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তারকা দম্পতি অমিতাভ-জয়ার এক ছেলে এক মেয়ের মধ্যে বড় শ্বেতার বিয়ে হয় রাজকাপুরের ভাগ্নে নিখিল নন্দার সঙ্গে। তাদের দুই ছেলে-মেয়ের মধ্যে বড় মেয়ে নভ্যা সিনেমায় এখনও না এলেও প্রচারের আলোয় থাকেন বরাবরই।

সম্প্রতি নভ্যার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’তে ‘মডার্ন লাভ : রোমান্স অ্যান্ড রেগ্রেটস’ নিয়ে আলোচনায় আসেন জয়া। শারী;রিক আকর্ষণ এবং বোঝাপড়ার গুরুত্ব নিয়ে নাতনি নভ্যাকে নানা পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, “অনেকেই আমার ভাবনাকে আপত্তিকর মনে করতে পারে কিন্তু যে কোনো সম্পর্কে শারী;রিক আকর্ষণ এবং বোঝাপড়া থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের সময়ে ততটা পরখ করে নিইনি আমরা, কিন্তু এখনকার প্রজন্ম করছে এবং কেন সেটা করবে না তারা?

“দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এটি বেশ জরুরি। যৌনতা ছাড়া বেশিদিন স্থায়ী হয় না সম্পর্ক। প্রেম, সতেজতা ও সামঞ্জস্য ধরে রাখতে শারী;রিক সম্পর্ক বেশ জরুরি।”

সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের অর্থ পাল্টে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বললেন, “দুঃখজনক হচ্ছে, আমরা ভিন্নভাবে ভাবতে পারি না। এখন সময় বদলেছে। নতুন প্রজন্ম সেকেলে ধারণা পোষণ করে নিজেদের অপরাধী ভাবলে সেটা ঠিক হবে না।”

নাতনি নভ্যাকে সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করার পরামর্শ দেন জয়।

সেই সঙ্গে বলেন, “আমি তোমাকে পছন্দ করি, তাই হয়ত চাইব, তোমার সন্তান হোক। তাই তুমি বিয়ে করতে পার, যা সমাজ চায়। তবে বিয়ে না করেও তুমি সন্তান নাও যদি, তাতে আমার কোনো আপত্তি নেই, সত্যিই কোনো আপত্তি নেই।”

শাকিবের ছবি দেখেন না তার বাবাঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার সিনেমা মুক্তি পেলেই উৎসব ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মাঝ...
29/07/2025

শাকিবের ছবি দেখেন না তার বাবা

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার সিনেমা মুক্তি পেলেই উৎসব ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মাঝে। পছন্দের নায়কের ছবি দেখতে ভক্তরা ভীর করেন সিনেমা হলে। এতে সাধারণত প্রশ্ন জাগে সবার মনে সন্তানের সিনেমা নিয়ে দেশবাসীর এই উন্মাদনা দেখে কেমন বোধ করেন তার মা-বাবা? তারা কি শাকিবের ছবি দেখেন? এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাব দিয়েছেন শাকিবের বাবা আবদুর রব। জানিয়েছেন, শাকিবের ছবি তিনি দেখেন না।

ওই ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শাকিবের বাবা। এমন সময় এক ইউটিউবারের পাল্লায় পড়েন তিনি। ইউটিউবার বেশকিছু প্রশ্ন করেন শাকিবের বাবাকে। আপনি কি শাকিবের সিনেমা দেখেন— জানতে চাইলে শাকিবের বাবা বলেন, ‘না আমি দেখি না। আগে দেখতাম। হজ করে আসার পর টিভিই দেখি না।’

তবে সিনেমা না দেখলেও শাকিবের জনপ্রিয়তা উপভোগ করেন তার বাবা। এ কথা স্পষ্ট হয় তার এক উত্তরে। আপনার ছেলেকে ঘিরে দর্শকের এই উন্মাদনা কেমন লাগে— জানতে চাইলে তিনি বলেন, ভালো লাগে।

এ সময় শাকিবের দুই সন্তানের কথা তুললে তার বাবার কথায় নাতিদের জন্য স্নেহ ঝড়ে পড়ে। আপনার সঙ্গে কি শাকিবের ছেলেদের দেখা হয়— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমার নাতি। তাদের সঙ্গে আমার দেখা হবে না! এ সময় শাকিবের দুই ছেলের নামও বলেন তিনি।

শাকিব খান এই মুহূর্তে তার অসমাপ্ত সিনেমাগুলো সমাপ্ত করার মিশনে নেমেছেন। কিছুদিন আগে তার অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামক সিনেমাটি শেষ করেছেন। তপু খান নির্মিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন শবনম বুবলী। এরপর হাত দিয়েছেন বদিউল আলম খোকন নির্মিতব্য ‘আগুন’ সিনেমায়। এতে তার বিপরীতে আছেন জাহারা মিতু। দুটি সিনেমাই নতুন বছরে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

আল্লাহর দুনিয়ায় অনেক কিছু আছে ভালো লাগার মতো। এইজে যমজ বিষয় টা  মাশাআল্লাহ। ছবিটা টাইমলাইনে পাওয়া।  যমজ ভাইয়ের সাথে যমজ ...
29/07/2025

আল্লাহর দুনিয়ায় অনেক কিছু আছে ভালো লাগার মতো। এইজে যমজ বিষয় টা মাশাআল্লাহ।
ছবিটা টাইমলাইনে পাওয়া।
যমজ ভাইয়ের সাথে যমজ বোনের বিবাহ!
ভায়েদের চেহেরা সেইম সেইম বাট ডিফরেন্ট! কিন্তু বোন দুইজন মাশাল্লাহ একেবারে সেইম সেইম বাট নট ডিফারেন্ট 🥱
চেনার কোন উপায় নাইক্কা🫢
ভাল্লাগছে সিরিয়াসলি ভাল্লাগছে 🤗

একটানা ১৬ বছর গর্ভবতী, এবার থামতে চান ১২ সন্তানের মা১২ সন্তানের মা আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল একটানা...
29/07/2025

একটানা ১৬ বছর গর্ভবতী, এবার থামতে চান ১২ সন্তানের মা

১২ সন্তানের মা আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল একটানা ১৬ বছর কোনও না কোনও সময় অন্তঃসত্ত্বা হয়েছেন।

একটানা ১৬ বছর কোনও না কোনও সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল, মা হয়েছেন ১১ বার। কিন্তু এ বার সত্যিই থামতে চান তিনি।

পেশায় নৃত্যপ্রশিক্ষক আইরিশের সঙ্গে ২০০৫ সালে আলাপ হয় আন্তর্জাতিক নৃত্যশিল্পী করডেলের সঙ্গে। প্রণয় বিবাহের দিকে গড়াতে সময় নেয়নি। বিবাহের কিছু দিন পরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

করডেলের আগে থেকেই এক পুত্রসন্তান ছিল।

তার পর একে একে ১১ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমকে আইরিশ জানিয়েছেন, তিনি করডেলের সন্তান গর্ভে ধারণ করতে ‘ভালবাসেন’।

সন্তানধারণ করা তাঁকে আধ্যাত্মিক উত্তরণের সুখ দেয় বলেও দাবি করেছেন আইরিশ।

Address

38 Purbo Bashabo
Dhaka
DHAKA-1214

Alerts

Be the first to know and let us send you an email when Liton & Panna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share