
31/07/2025
মাধুরী দীক্ষিত অভিনীত প্রথম সিনেমা ছিল "অবোধ"।
১৯৮৪ সালের ১০ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। বিপরীতে তাপস পাল।
তবে প্রথম সিনেমা তেই সাফল্য ধরা দেয়নি মাধুরীর।
ফ্লপ করে গিয়েছিল। এরপর বেশকিছু সিনেমায় মাধুরীকে কম গুরুত্বপূর্ণ রোলে দেখা যেত।
একসময় সুভাষ ঘাই বিভিন্ন ম্যাগাজিনে মাধুরীর ব্যাপারে ভাল ভাল কথা বলতে শুরু করলেন। মাধুরী কে সুভাষ তার নিজের প্রোডাকশন এর তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ করলেন। মাধুরীর ক্যারিয়ারের ২য় অধ্যায় শুরু হল।
অন্যদিকে স্ট্রাগলের দিনগুলোতে মাধুরী অপেক্ষায় থাকতেন, কখন ভক্তরা তার অটোগ্রাফ নিতে ছুটে আসবে।
"উত্তর দক্ষিণ " সিনেমার সময় জ্যাকিশ্রফ অনেক বড় স্টার। জ্যাকির চারপাশে শ্যুটিং এর সময় ভক্তদের ভীড় দেখে মাধুরী র আফসোস হত।
এমন সময় মুক্তি পেল এন চন্দ্রা পরিচালিত "তেজাব"।
দর্শক পেল এক নতুন মাধুরীকে।
এতদিন কোথায় ছিল এই মেয়ে!
পরের বছর "রাম লক্ষণ, ইলাকা,
খতড়ো কি খিলাড়ি,
তারপর "দিল, সাজন, থানেদার, বেটা, খলনায়ক, হাম আপকে হ্যায় কোন,
রাজা, দিল তো পাগল হ্যায়, মৃত্যুদন্ড, আঞ্জাম, কয়লা"।
মাধুরী হয়ে উঠলেন বলিউডের আইকন, শ্রীদেবীর প্রতিদ্বন্দ্বী।
কিন্তু না, বরাবরই বিনয়ী মাধুরী বলেন,
তিনি শ্রীদেবীর সাথে তুলনা পছন্দ করেন না।
আসলেই, এত বছর এসেও বলতে হয়,
মাধুরীর তুলনা মাধুরী,
যার হাসির জন্য যুদ্ধ করা যায়।