Kishor Das

Kishor Das ❤️❤️Addicted to Leo Messi ❤️❤️
❤️❤️Love You so very much❤️❤️
AFA - Selección Argentina
🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

লিগস কাপ শুরুতেই ইন্টার মিয়ামির নাটকীয় জয়! 🏆✅ রড্রিগো ডি পলের অভিষেক ম্যাচে এবং লিওনেল মেসির দুটি দুর্দান্ত অ্যাসিস্টে অ...
31/07/2025

লিগস কাপ শুরুতেই ইন্টার মিয়ামির নাটকীয় জয়! 🏆

✅ রড্রিগো ডি পলের অভিষেক ম্যাচে এবং লিওনেল মেসির দুটি দুর্দান্ত অ্যাসিস্টে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি

🇦🇷 দুজনেই বিশ্বকাপজয়ী এবং আজকের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

🔜 হাভিয়ের মাসচেরানোর দল আবার মাঠে নামবে আগস্ট ২ তারিখ 😀

ইন্টার মায়ামি বনাম অ্যাটলাসের বিপক্ষে — ফুল ম্যাচে মেসি ও ডি পলের পারফরম্যান্স ছিলো মাস্টারক্লাস

🔹 লিওনেল মেসি⭐ ২টি দুর্দান্ত অ্যাসিস্ট দিয়ে দলের জয়ে মূল ভূমিকা রাখেন।⚽ প্রথম অ্যাসিস্টটি আসে ম্যাচের শুরুতেই, নিখুঁত থ্রু পাসে।🧠 পুরো ম্যাচজুড়েই মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ রক্ষা করেন।📊 কি-পাস, ড্রিবল এবং কন্ট্রোল — পুরোটাতেই ছিলেন ক্লাসে ভরপুর।🔥 ম্যাচে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন তিনিই।

🔹 রড্রিগো ডি পল🦾 ইন্টার মায়ামির জার্সিতে এটি ছিল তার প্রথম ম্যাচ, কিন্তু মনে হয়নি নতুন!🛡️ রক্ষণে দুর্দান্ত প্রেস ও বল কাড়ার দক্ষতা দেখিয়েছেন।🔁 আক্রমণে উঠতেও বারবার পাস এক্সচেঞ্জ করেছেন মেসির সঙ্গে।💪 ট্যাকল, ইন্টারসেপশন, ও দৌড়ে ছিলেন tireless soldier-এর মতোই।👀 অনেক সময় মাঝমাঠে লিডারশিপও দিয়েছেন।

মেসি ছিলেন ক্রিয়েটিভ জেনিয়াস, আর ডি পল ছিলেন মাঝমাঠের ইঞ্জিন। দুজনই প্রমাণ করেছেন কেন তারা বিশ্বজয়ী। তাদের এই পারফরম্যান্স ইন্টার মায়ামিকে লিগস কাপে একটি ভয়ংকর প্রতিপক্ষ করে তুলছে।

ব্রেকিং নিউজ..! কোন দল জিততে পারে।২০২৬ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে ফাইনাল খেলা হবে। ✅💝 স...
19/07/2025

ব্রেকিং নিউজ..! কোন দল জিততে পারে।

২০২৬ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে ফাইনাল খেলা হবে। ✅💝

সম্ভাব্য ভেন্যু? 🏟️

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 লন্ডন।
🇸🇦 সৌদি আরব।
🇶🇦 কাতার।

2026..............Loadi.............
18/07/2025

2026..............
Loadi.............

26/03/2025

ব্রাজিল -৪- আর্জেন্টিনা -১
১. রাফিনহা-২
২. ভিনি-১
৩. রুদ্রিগো-১
রাফিনহা কথা রেখেছে, সে বলেছিলো,আমিই গোল দিবো এবং জিতবো।

অভিনন্দন টিম ব্রাজিল।
সোর্স : চালাইয়া তাই লাগাও।

26/03/2025

প্রথমার্ধে ৩ টা গোল।
ব্রাজিল -৩
আর্জেন্টিনা -১
সোর্স : চালাইদাও

৷ ৷    গুরু শিষ্য খেলা  ৷৷  ❤️অবশেষে চূড়ান্ত হলো❤️আর্জেন্টিনা 🇦🇷 বনাম 🇪🇸 স্পেন ফিনালিসিমা চ্যাম্পিয়ন কাপ ২০২৫🏆⚽ ২৬শে জ...
21/03/2025

৷ ৷ গুরু শিষ্য খেলা ৷৷
❤️অবশেষে চূড়ান্ত হলো❤️
আর্জেন্টিনা 🇦🇷 বনাম 🇪🇸 স্পেন ফিনালিসিমা চ্যাম্পিয়ন কাপ ২০২৫🏆⚽

২৬শে জুন বাংলাদেশ সময় ভোর ৫ টায়
কে কাকে সাপোর্ট দিচ্ছেন 🇦🇷️ vs 🇪🇦

19/03/2025

ফেসবুক মনিটাইজেশন করতে হলে TIN (Taxpayer Identification Number) প্রয়োজন হয়, তবে এটি তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার।

অনেকেই হুটহাট TIN খুলে ফেলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়(যখন করমুক্ত আয়সীমার বেশি হয়), এবং সঠিকভাবে কর পরিশোধ না করলে ভবিষ্যতে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।

কেন বুঝে নেওয়া দরকার?

মনিটাইজেশন সবসময় সফল নাও হতে পারে – অনেক সময় পেজ বা একাউন্ট বা সোশ্যাল মিডিয়া গুলোতে মনিটাইজ হলেও পর্যাপ্ত ইনকাম নাও আসতে পারে।

✅TIN নিলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক – বছরে এক টাকাও আয় হোক বা না হোক, যদি আপনার TIN থাকে, তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। (মানে আপনার সম্পদ থাকুক না থাকুক অবশ্যই জিরো রির্টান দিতে হবে)

ভবিষ্যতে সমস্যা এড়ানোর জন্য – যদি আয়কর রিটার্ন না দেন, তাহলে TIN নিষ্ক্রিয় (Inactive) হয়ে যেতে পারে বা জরিমানার মুখে পড়তে হতে পারে।

তাহলে কী করবেন?

✅ আগে নিশ্চিত হোন আপনার ইনকাম আসবে কি না, তারপর TIN রেজিস্ট্রেশন করুন।
টিন থাকলে অবশ্যই আপনার জিরো রির্টান সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার সম্পদ থাকুক আর না থাকুক আর টিন বন্ধ ও করতে পারবেন টেক্সস কমিশনার বারবার আবেদন দিতে হবে টিন বন্ধ করার জন্য।
নোট: জিরো রির্টান দিতে পারবেন প্রতি বছর এক টাকা ও নিবে না।

সঠিক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না।
Collected

→ ১১ বছর পর নিজ মাতৃভূমিতে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী! ❤️🇧🇩
17/03/2025

→ ১১ বছর পর নিজ মাতৃভূমিতে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী! ❤️🇧🇩

ফুলটাইম.!ইন্টার মায়ামি ২-১ আটালান্টা ইউনাইটেড.!মায়ামি স্কোরার/লিওনেল মেসি ১গোল/ফাফা লাস্ট মুহূর্তে গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল...
17/03/2025

ফুলটাইম.!

ইন্টার মায়ামি ২-১ আটালান্টা ইউনাইটেড.!
মায়ামি স্কোরার/লিওনেল মেসি ১গোল/ফাফা লাস্ট মুহূর্তে গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো ইন্টার মায়ামি.!

‼️ মেসি ফিরছেন বার্সেলোনায়😵‍💫!!!      ফুটবল বিশ্ব আবারও সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক লড়াইয়ের, যেখানে মুখোমুখি হবে বর্তম...
18/02/2025

‼️ মেসি ফিরছেন বার্সেলোনায়😵‍💫!!!

ফুটবল বিশ্ব আবারও সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক লড়াইয়ের, যেখানে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। ফিনালিসিমা ২০২৫ আয়োজিত হতে যাচ্ছে বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে, যা লিওনেল মেসির জন্য আবেগ ও গৌরবের এক অনন্য মঞ্চ।

মেসির জন্য বিশেষ ম্যাচ✅
ক্যাম্প ন্যু—একটি স্টেডিয়াম নয়, বরং মেসির ফুটবলশৈলীর প্রতিচ্ছবি। এখানেই কেটেছে তার ১৭ বছরের সোনালি অধ্যায়, যেখানে তিনি বার্সেলোনার হয়ে ৭৭২ ম্যাচে ৬৭২ গোল করেছেন এবং ক্লাবকে এনে দিয়েছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা। এবার সেই চেনা গ্যালারির সামনে আর্জেন্টিনার জার্সিতে নামতে যাচ্ছেন তিনি, যা ফুটবলপ্রেমীদের জন্য এক আবেগঘন মুহূর্ত হবে।

কেন ক্যাম্প ন্যু?🤨🤯
ক্যাম্প ন্যুতে ফিনালিসিমা আয়োজনের অন্যতম কারণ হলো মেসির সংযোগ। বার্সেলোনার দর্শকদের ভালোবাসা এবং মেসির ঐতিহ্যকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি হবে বার্সেলোনার সংস্কারকৃত ক্যাম্প ন্যুর প্রথম আন্তর্জাতিক বড় ম্যাচ, যা মেসিকে তার দ্বিতীয় বাড়িতে ফেরার এক অনন্য উপলক্ষ এনে দেবে।

কবে হবে ম্যাচ?🤔🤔
যদিও উয়েফা ও কনমেবল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে, ফিফা ক্লাব বিশ্বকাপের আগে বা পরে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভালোবাসার আরেক নাম Leo Messi Love you ❤️❤️❤️
02/02/2025

ভালোবাসার আরেক নাম Leo Messi
Love you ❤️❤️❤️

আমারতো মনে হয়,,,,ওর ভিতরে অন্য বীজ বপন করা হয়েছে। হিন্দু সমাজ ধ্বংসের জন্য এমন ২, ১ জন থাকলেই এনাফ।তারা নাকি আবার ধর্ম গ...
06/12/2024

আমারতো মনে হয়,,,,ওর ভিতরে অন্য বীজ বপন করা হয়েছে। হিন্দু সমাজ ধ্বংসের জন্য এমন ২, ১ জন থাকলেই এনাফ।তারা নাকি আবার ধর্ম গরু। দেখেন হিন্দু সমাজ আপনারা যেটা ভালো মনে করেন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kishor Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share