Path of Islam

Path of Islam জীবন সাজিয়ে তুলি প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ এর আলোকে যা নিয়ে যাবে চিরস্থায়ী জান্নাত এর পথে l

We are too busy to read Quran with translation in our daily life( Astagfirullah). So I am trying to help ourselves here through this page to know the Quran & Hadiths and make our life worthy for Jannah and guide us to the right path in life. This page will also guide and teach us to be smart, wise, happy, intelligent and successful in Islamic way. Ultimately it will satisfy your soul and thirst for knowledge if we want to die as a Mumin / Real Muslim.

প্রকৃত মুমিন কখনো হতাশ হয়না। বরং - ষড়যন্ত্র,  মিথ্যাচার ও কঠিন বিপদ এ আরো শক্ত অবস্থানে ও দৃঢ়চিত্তে এগিয়ে চলে গন্তব্যে।
26/07/2025

প্রকৃত মুমিন কখনো হতাশ হয়না।
বরং - ষড়যন্ত্র, মিথ্যাচার ও কঠিন বিপদ এ আরো শক্ত অবস্থানে ও দৃঢ়চিত্তে এগিয়ে চলে গন্তব্যে।

24/07/2025

হাশরের দিনে জিজ্ঞাসিত ৫টি প্রশ্ন “কিয়ামতের দিন আদম সন্তানের পা সরবে না, যতক্ষণ না তাকে ৫টি বিষয়ে জিজ্ঞাসা করা হয়।” — হাদীস | তিরমিযি ২৪১৬

রাসুল (সা.) বলেন: “কিয়ামতের দিন আদম সন্তানের দুটি পা তার রবের সামনে থেকে সরবে না, যতক্ষণ না তাকে ৫টি বিষয়ে জিজ্ঞাসা কর...
24/07/2025

রাসুল (সা.) বলেন: “কিয়ামতের দিন আদম সন্তানের দুটি পা তার রবের সামনে থেকে সরবে না, যতক্ষণ না তাকে ৫টি বিষয়ে জিজ্ঞাসা করা হয়…” — হাদিস | জামে তিরমিজি ২৪১৬

🕰️ জীবন কীভাবে অতিবাহিত করেছ?
🧒 যৌবন কিভাবে কাটিয়েছো?
💰 সম্পদ কীভাবে উপার্জন করেছ?
📤 সম্পদ কীভাবে ব্যয় করেছ?
📚 জ্ঞান দিয়ে কী করেছো?

আত্মরক্ষার অধিকার কি শুধু ক্ষমতাধরদের জন্য?যেকোনো স্বাধীন দেশ—হোক সে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বা নিরপেক্ষ—তার আত্মরক্ষার...
20/06/2025

আত্মরক্ষার অধিকার কি শুধু ক্ষমতাধরদের জন্য?

যেকোনো স্বাধীন দেশ—হোক সে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বা নিরপেক্ষ—তার আত্মরক্ষার অধিকার থাকা উচিত। যদি কখনো যুদ্ধ বা আগ্রাসনের শিকার হয়, তাহলে অস্ত্র রাখা বা প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়া তো ন্যায্য, তাই না?

কিন্তু বাস্তবতা হলো: বিশ্বের কিছু শক্তিধর রাষ্ট্র নিজেদের পারমাণবিক arsenal নিয়ে 'নিরাপত্তা'র কথা বলে, অথচ অন্য কোনো দেশ সেই পথে এগোতে গেলে সন্ত্রাসবাদ, নিষেধাজ্ঞা বা হামলার মুখে পড়ে।
কে ঠিক করেছে, কারা এই অস্ত্র রাখতে পারবে আর কারা পারবে না? জাতিসংঘ? না কি সেই পাঁচটি দেশ যারা নিজেরাই ভেটো ক্ষমতায় বিশ্বকে চালায়?

আমরা দেখেছি কিভাবে সাদ্দাম, গাদ্দাফি, লাদেন বা সিরিয়ার আসাদকে সরাতে 'সন্ত্রাস', 'WMD(Weapon of Mass Destruction), 'মানবাধিকার লঙ্ঘন' এসব শব্দ ব্যবহার করে যুদ্ধ শুরু করা হয়েছে—কিন্তু পরে সত্য বেরিয়ে এসেছে অন্যভাবে।

এটা কি ন্যায়বিচার, না আধুনিক উপনিবেশবাদের নতুন চেহারা?

দীর্ঘবছর এর এইসব পশ্চীমা আগ্রাসন এর পর্যালোচনায় দেখা যায়—যেখানে মুসলিম দেশগুলোর শাসকদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন, মানবাধিকার বা সন্ত্রাসবাদের অভিযোগ এনে হস্তক্ষেপ করা হয়েছে। কেউ কেউ এটিকে “regime change doctrine” বা “neo-imperialism” বলেও অভিহিত করেন।

ভাবুন। প্রশ্ন করুন। নীরব থাকলেই সত্য চাপা পড়ে যায়। এটা প্রত্যেক মুসলমান দের জন্য দায়িত্য ইসলাম এর পক্ষে কথা বলা।

আল্লাহ, এতটাই দুর্বল ঈমাণ আমাদের। ক্ষমা কর। জালিমদের বিরুদ্ধে যেখানে সারা পৃথীবি এক প্রকার নিরব। গাজাবাসীদের জন্য শেষ দু...
06/04/2025

আল্লাহ, এতটাই দুর্বল ঈমাণ আমাদের। ক্ষমা কর। জালিমদের বিরুদ্ধে যেখানে সারা পৃথীবি এক প্রকার নিরব।
গাজাবাসীদের জন্য শেষ দুয়া আল্লাহ যেনো তাদের বেহেশত নসিব করেন।
Gaza

ঈদ মোবারক ! ঈদ মোবারক ! ঈদ মোবারক !ঈদের দিন কিছু করণীয়
30/03/2025

ঈদ মোবারক ! ঈদ মোবারক ! ঈদ মোবারক !
ঈদের দিন কিছু করণীয়

27/03/2025
ফিলিস্তিনদের উপর ইসরাইলি সংঘাতের  বিরুদ্ধে এখন পর্জন্ত দেশভিত্তিক অবস্থান :১)  #ইরান:  আর্থিক ও সামরিক সহায়তার সাথে সাথ...
23/03/2025

ফিলিস্তিনদের উপর ইসরাইলি সংঘাতের বিরুদ্ধে এখন পর্জন্ত দেশভিত্তিক অবস্থান :
১) #ইরান: আর্থিক ও সামরিক সহায়তার সাথে সাথে হামাস এবং ইসলামিক জিহাদের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সমর্থন করছে।
২) #ইয়েমেন - চলমান সরাসরি প্রতিরোধী অবস্থান।
৩) #ইরাক - ঐতাহাসিকভাবে প্রতিরোধী অবস্থান।
৪) #সিরিয়া - ফিলিস্তিন কে জোর সমর্থন।
৫) আফগানিস্তান - ফিলিস্তিন কে জোর সমর্থন।
৬) #কাতার: গাজাকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করে ফিলিস্তিনি গোষ্ঠীগুলিকে কূটনৈতিকভাবে সমর্থন করছে।
৭) #ইন্দোনেশিয়া : ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং ইসরায়েলি নীতির নিন্দা করে।
৮) #মালয়েশিয়া: ফিলিস্তিনকে সমর্থন করে এবং ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা করে।
৯) #পাকিস্তান: ফিলিস্তিনকে জোরালোভাবে সমর্থন করে এবং ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করে
উপরের ৯ দেশের ইসরায়েলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

১০) #তুরস্ক: ফিলিস্তিনকে জোরালোভাবে সমর্থন, ইসরায়েলি পদক্ষেপের নিন্দা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে।
১১) #জর্ডান: ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করে এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলি পরিচালনা করে, একই সাথে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বজায় রাখে।
১২) #মিশর: শান্তি আলোচনার মাধ্যমে মধ্যস্থতা এবং ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদান।
একই সাথে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।
১৩) #সৌদি_আরব: আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করে কিন্তু নিজেদের আঞ্চলিক নিরাপত্তার উপর জোর দিয়ে ইসরায়েলের সাথে সতর্ক কূটনীতিতে জড়িত।
১৪) #সংযুক্ত_আরব_আমিরাত / #দুবাই : ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ (আব্রাহাম চুক্তি) এবং ফিলিস্তিনি অধিকারের প্রতি সমর্থন এর মাধ্যমে ভারসাম্য বজায় রাখতে চায়।

উৎস: এই অবস্থানগুলি দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক এবং আঞ্চলিক স্বার্থ এর উপর নির্ভরশীল হয়ে প্রদত্ত বক্তব্য,প্রকাশিত সংবাদ এর উপর ভিত্তি করে সংগৃহিত।

এত গুলো মুসলিম রাষ্ট্র থেকেও ছোট একটা জালিম দেশ এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ না নেয়ার চেয়ে হৃদয়বিদারক আর কিছু নেই ।
আল্লাহ যেনো মজলুম দের রক্ষা করে আর।জালিমদের ধ্বংশ করে।
আমিন
শেয়ার করে সবাইকে জানতে সহযোগিতা করি



সূরা কাহাফএর প্রথম ১০ আয়াত এর লিংক কমেন্ট এ দেয়া হলো।
14/03/2025

সূরা কাহাফ
এর প্রথম ১০ আয়াত এর লিংক কমেন্ট এ দেয়া হলো।

09/03/2025

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, তাকে এটা/সিরাত(পুলসিরাত) পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধঃমুখে জাহান্নামে নিক্ষেপ করব।’ (সূরা মারিয়াম : ৭১-৭২)।

উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জাহান্নামের ওপর একটি পুল আছে, যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর ওপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর ওপর দিয়েই গমন করবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু! সহি-সালামতে অতিক্রম করাও, হে আল্লাহ! নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপুড় হয়ে পড়ে যাবে আর কেউ অধঃমুখী হয়ে #জাহান্নাম এ পড়ে যাবে। (মুসনাদে ইমাম আহমদ: ২৪৮৪৭)।
পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি #পুলসিরাত’ শব্দটি ব্যবহৃত হয়নি। বরং বিভিন্ন জায়গায় শুধু #সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে।

পারিবারিক বা কর্মজীবন এ কোন বার্তা যাচাই-বাছাই না করে ধারনা পোষন বা সিদ্ধান্তে - কঠিন হুঁশিয়ারি
07/03/2025

পারিবারিক বা কর্মজীবন এ কোন বার্তা যাচাই-বাছাই না করে ধারনা পোষন বা সিদ্ধান্তে - কঠিন হুঁশিয়ারি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Path of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share