02/09/2025
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
নারী শিক্ষার্থীদের প্রতি হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে জোরালো অবস্থান
বড়লেখা, সেপ্টেম্বর ২, ২০২৫:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিটকারী এক নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষ/ণের হুম/কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেন/স্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে শিবির কর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার এবং সিনিয়র ছাত্রনেতা হাসান মোঃ শাহীন, মোঃ সালাউদ্দিন শুভ, শামিমুল ইসলাম, ফয়ছল আহমদ, আব্দুস সামাদ তারেক, মারওয়ান বিন রহমান ও মারওয়ান আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফয়জুর রহমান, তোফায়েল আহমেদ তুহিন, ফরহাদ হোসেন; কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম; সিনিয়র ছাত্রনেতা তানভীর আহমদ, তৌফিকুর রহমান ফাহিম, সাহিব আহমদ, হিমেল আহমেদ, তারেকুর রহমান, কামিল আহমদ, আবু সালেহ মুছা মোঃ রায়হান, সালমান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি যেকোনো হুমকি, হেনস্তা বা সাইবার আক্রম/ণের বিরুদ্ধে ছাত্রদল কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তা/র ও দৃষ্টান্তমূলক শা/স্তির দাবি জানান।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতারা আরও জানান, নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদলের প্রতিটি কর্মী সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং সন্ত্রা/সী শক্তির বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।