22/01/2025
আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো।
পারিবারিক এবং মানসিক চাপের কারণে এতদিন আমি কোন ভিডিও ছাড়তে পারিনি। ভেবেছিলাম সবকিছু স্বাভাবিক হলে রেগুলার পেইজে ভিডিও আপলোড দেব। কিন্তু তা আর করা হলো না।সমস্যাটা বাড়তে বাড়তে এতই বেড়ে গেছে যে এখন মনে হচ্ছে আমি আর পেইজে অনলাইনে হতে পারব না।
তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য।
তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছ। এখন আমি চাই তোমরা শুধু আমার জন্য দোয়া কর।
আর দেখা হচ্ছে না উইস ফ্যামিলি। এটাই হয়তো আমার শেষ মেসেজ। এটাই হয়তো আমার তরফ থেকে পেজে আপলোড করা শেষ কোন কিছু।
❤️দিনশেষে দোয়া করি ভালো থাকে আমার ভালোবাসার মানুষগুলো ।