19/07/2025
🌙✨ আসুন, রাতে ঘুমানোর আগে কিছু পবিত্র আমল করি-
ঘুমানোর আগে কয়েকটি ছোট কিন্তু মূল্যবান আমল আমাদের মনকে শান্ত, ঘুমকে নিরাপদ আর পরকালের পথকে সহজ করে দেয়।
✅ ১️⃣ আয়াতুল কুরসি
আরবি:
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ ۚ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ۚ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ ۚ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ وَلَا يَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيمُ
উচ্চারণ:
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ূম। লা তাখুযুহু সিনাতুঁওয়ালা নাউম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানযাল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি। ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়া মা খলফাহুম। ওলা ইউহীতূনা বিশাই'ইম মিন ইলমিহি ইল্লা বিআমা শা'আ। ওয়াসি'আ কুরসিইউহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওলা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়া হুয়াল আলিয়্যুল আজিম।
অর্থ:
আল্লাহ — তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সমস্ত সৃষ্টি সংরক্ষক। তাঁকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও নয়। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। কে এমন আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পেছনে আছে। আর তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারবে না, যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া। তাঁর আরশ আকাশমণ্ডলী ও পৃথিবী পরিব্যাপ্ত করেছে, আর সেগুলো রক্ষায় তাঁকে কোনো কষ্ট হয় না। তিনি সর্বোচ্চ, মহান।
---
✅ ২️⃣ সূরা ইখলাস
আরবি:
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ ١
اَللّٰهُ الصَّمَدُۚ ٢
لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْۙ ٣
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ٤
উচ্চারণ:
কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওলাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।
অর্থ:
বলুন, তিনি আল্লাহ, এক।
আল্লাহ অমুখাপেক্ষী।
তিনি কাউকে জন্ম দেননি, আর তাকে জন্মও দেয়া হয়নি।
এবং তাঁর সমতুল্য কেউই নেই।
---
✅ ৩️⃣ সূরা ফালাক
আরবি:
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ ١
مِنْ شَرِّ مَا خَلَقَۙ ٢
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ ٣
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ ٤
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ٥
উচ্চারণ:
কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
অর্থ:
বলুন, আমি আশ্রয় চাই ফজরের রবের কাছে।
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে।
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায়।
গ্রন্থিতে ফুঁ দেয়া জাদুকরীদের অনিষ্ট থেকে।
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
---
✅ ৪️⃣ সূরা নাস
আরবি:
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ ١
مَلِكِ النَّاسِۙ ٢
اِلٰهِ النَّاسِۙ ٣
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِۙ ٤
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ ٥
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ ٦
উচ্চারণ:
কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস।
অর্থ:
বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে।
মানুষের অধিপতির কাছে।
মানুষের উপাস্যের কাছে।
কুমন্ত্রণাদাতা যে গোপনে কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট থেকে।
যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয়।
জিন ও মানুষের মধ্য থেকে।
---
✅ ঘুমানোর দোয়া
আরবি:
بِاسْمِكَ اللّٰهُمَّ اَحْيَا وَاَمُوْتُ
উচ্চারণ:
বিসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুতু।
অর্থ:
“হে আল্লাহ! আপনার নামে আমি বাঁচি ও মরি।”
---
🌙🤍 আসুন, এই বরকতময় আমলগুলো প্রতিদিন রাতে পড়ে নিই — ঘুম হোক নিরাপদ, মন হোক শান্ত, আর আল্লাহর রহমত হোক আমাদের সঙ্গী ইনশাআল্লাহ!
---
📖✨ শেয়ার করুন, অন্যকেও শিখিয়ে দিন!