Munshiganj.LIVE

Munshiganj.LIVE We create,
-Digital Contents✅
-Informational Resources✅
---------------------------------------------

নিয়োগ বিজ্ঞপ্তি!প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ এ নিম্নোক্ত শূন্...
14/07/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!
প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ এ নিম্নোক্ত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
সূত্র: দৈনিক সমকাল ও দৈনিক মুন্সীগঞ্জ এর কাগজ।
তারিখ: ১৪/০৭/২০২৫
আবেদনের শেষ তারিখ:১৪/০৮/২০২৫

https://epaper.samakal.com/nogor-edition/2025-07-14/2/3233/detail

পারিবারিক অশান্তি সন্তানের ভবিষ্যৎ কোথায় নিয়ে যায়! বাবা-মার দাম্পত্য কলহ শিশুর কোমল হৃদয়ে কতটা দাগ কাটে তা ভাবুন একব...
24/06/2025

পারিবারিক অশান্তি সন্তানের ভবিষ্যৎ কোথায় নিয়ে যায়! বাবা-মার দাম্পত্য কলহ শিশুর কোমল হৃদয়ে কতটা দাগ কাটে তা ভাবুন একবার। পরিবার একটা শিশুর প্রথম স্কুল। শিশুকে ভালো আচরণ শিখাতে তার সামনে অন্যের সাথে ভালো ব্যবহার করুন।

বি.দ্র. পোস্টে একটি শিশুর ছবি সংযুক্ত করা হয়েছে। শিশুটি বাবা-মায়ের সাথে অভিমান করে গতকাল কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। কেউ তার সন্ধান জানলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা গেল।

শিশুটির নামঃ ইরাম শেখ
পিতার নামঃ বসির উদ্দিন শেখ
মাতার নামঃ কনিকা আক্তার
গ্রামঃ সোনাইরকান্দি
থানাঃ গজারিয়া
বয়সঃ ১৩ বছর
মোবাইল: 01628679492

শেয়ার করুন....

#নিখোঁজ, #গজারিয়া, #মুন্সীগঞ্জ, #শিশুকে

09/06/2025

Munshiganj Runners

আয়োজিত ৭.৫ কিলোমিটার রানের সর্বশেষ আপডেট ২০২৫

09/06/2025

সর্বশেষ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমাষপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার।

Munshiganj.LIVE

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন,তাঁর সঙ্গে রয়েছেন ছেলে ও শ্যালকজীবনের স...
09/06/2025

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন,তাঁর সঙ্গে রয়েছেন ছেলে ও শ্যালক

জীবনের সংকট-ময় মুহূর্তে তিনি সাহসিকতার সঙ্গে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন,মৃ-ত্যুপথযাত্রী অবস্থায়ও তিনি নিশ্চিত করেছেন,শে-ষ দিনগুলো যেন দেশের মাটিতে কাটে,জে-লে যেতে প্রস্তুত,শুধু যেন নিজের ক-ব-র হয় বাংলার মাটিতে

এই সাহস, দেশপ্রেম ও আত্মমর্যাদা আজকের দিনে সত্যিই বিরল

হ্যাটস অফ, মহামান্য 🙂

[সংসদ সদস্য (এমপি) ১৯৭০–২০১৩ (বিভিন্নবার প্রায় ৩০ বছর+)
স্পিকার ও ডেপুটি ২০০১–২০১৩ (প্রায় ১২ বছর)
রাষ্ট্রপতি ২০১৩–২০২৩ (১০ বছর)]

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মুন্সিগন্জের সন্তান অনুমানিক বয়স ৭৫ বছর হবে। বাংলাদেশের ইতিহাসে স্বরাষ্ট্র মন্...
08/06/2025

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মুন্সিগন্জের সন্তান অনুমানিক বয়স ৭৫ বছর হবে।

বাংলাদেশের ইতিহাসে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে আপনার নাম আগামী ১ শতাব্দী তিন প্রজন্ম মনে রাখবে। আপনার সহজ সরল জীবন যাপন এবং হাসিমুখে সবসময় আমি ইতি পূর্বে আর কোন স্বরাষ্ট্র মন্ত্রীর মাঝে দেখিনি।

দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে আমাদের জন্য, ১৮ কোটি মানুষের জন্য দীর্ঘ হায়াত দান করেন আমিন🖤🇧🇩

03/06/2025

সরকারি অফিসগুলো পরিস্কার পরিচ্ছন্ন নয় কেন?
আপনার কী মনে হয়?

17/05/2025

রেজিষ্ট্রেশন ফিঃ
৭.৫ কিলোমিটার ৭৯৯ টাকা
৫.৫ কিলোমিটার ৬৯৯ টাকা

যা যা থাকছেঃ
★ টি-শার্ট
★ চায়না মেডেল
★ ব্রেকফাস্ট
★ মেডিকেল
★ হাইড্রেশন
★ নিরাপত্তা

শুরু হবে মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে। শেষটা ৭.৫ কি.মি মেপে তারপর যেকোনো একটা স্পট সিলেক্ট করা হবে।

ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশনের আর মাত্র কয়েকদিন আছে।

রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeiycOSd4VWebzT9qnFSmQ6jVd_DB_x_O8UVvnDKHjCHv-9OQ/viewform?usp=send_form

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ০৪/০৪/২০২৫, শুক্রবার ৫ কিলোমিটার ফান রানের আয়োজন করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি: কোন ধরনের ...
01/04/2025

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ০৪/০৪/২০২৫, শুক্রবার ৫ কিলোমিটার ফান রানের আয়োজন করা হয়েছে।

রেজিস্ট্রেশন ফি: কোন ধরনের রেজিস্ট্রেশন ফি নেই।

রিপোর্টিং টাইম: সকাল ৫:৩০
ওয়ার্ম আপ: সকাল ৫:৪৫
রান শুরু: সকাল ৬:০০ টা
স্টার্টিং পয়েন্ট: সুপার মার্কেট, মুন্সীগঞ্জ।
ফিনিশিং পয়েন্ট: গজারিয়াঘাট

বি:দ্র: রান শেষে সকল ফিনিশারের জন্য মুন্সীগঞ্জ রানার্স এর পক্ষ থেকে ই-সার্টিফিকেট দেয়া হবে।

রেজিস্ট্রেশন লিংক:

Registration

30/03/2025

New Episode🎬
Guest : Mr. Salman Farchi
Host : Al-amin Sahriar
Sponsor By : রাহুল ল্যান্ড ডিজিটাল সার্ভে❤️

20/03/2025

মুক্তারপুর ব্রিজের সিএনজি স্টানের বর্তমান পরিস্থিতি...

মুন্সিগঞ্জের তরুণ অভিনেতা অভিনেত্রী এবং তরুণ নির্মাতা নিয়ে মিলিতভাবে তৈরি হলো রোমান্টিক ড্রামা শর্ট ফিল্ম রঙের দুনিয়া। ...
05/03/2025

মুন্সিগঞ্জের তরুণ অভিনেতা অভিনেত্রী এবং তরুণ নির্মাতা নিয়ে মিলিতভাবে তৈরি হলো রোমান্টিক ড্রামা শর্ট ফিল্ম রঙের দুনিয়া। যার স্ক্রিন টাইম ১৫ মিনিট ৪৪ সেকেন্ড। শর্টফিল্মটির নির্মাতারা জানিয়েছেন ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের এই ফিল্মে তারা সমাজের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন এবং দর্শকদের একবার হলেও ফিল্মটি দেখার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে শর্টফিল্মটি ইউটিউবে শাহরিয়ার ( SAHRIAR ) নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই শর্টফিল্মটি তৈরি করতে সহায়তা করেছেন Euro Cafe Shawarma House, Munshiganj এবং Softverse It Institute দর্শকদের ভালোবাসা পেলে সামনে এমন আরোও ভালো ফিল্ম নিয়ে উপস্থিত হবেন বলে জানিয়েছেন নির্মাতারা।

Address

Munshiganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munshiganj.LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share