25/08/2025
আমাদের একাডেমিক জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে না—তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত “প্র্যাক্টিকাল লেখা”।
অনেকে আপত্তি জানাবেন, বলবেন—প্র্যাক্টিকাল এক্সপেরিমেন্ট তো শেখার জন্য দরকার। কিন্তু সমস্যাটা হলো, বেশিরভাগ কলেজেই দরকারি যন্ত্রপাতি নেই। যেগুলো আছে সেগুলো ব্যবহারেও অনেক শিক্ষক স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শুধু নিয়ম মেনে চালানোর জন্য কোনোমতে করানো হয়।
আরেক দিক হলো, অনেক জায়গায় প্র্যাক্টিকালকে বানানো হয়েছে শিক্ষার্থীদের কোচিংয়ের সাথে বেঁধে রাখার হাতিয়ার। শিক্ষককে প্রাইভেটে না পড়লে পরীক্ষায় অযথাই নম্বর কেটে নেওয়া হয়।
সবচেয়ে মজার ব্যাপার—এখনকার AI যুগে, যেখানে একজনের প্র্যাক্টিকাল খাতা অন্যজন হুবহু কপি করে জমা দেয়, সেখানে নাকি দেশের উন্নতি হবে আলোর গতিতে!