BiplobBarta- বিপ্লব বার্তা

BiplobBarta- বিপ্লব বার্তা **.সঠিক এবং সত্য খবর পেতে আমাদের পাশেই থাকুন.**

27/09/2025

একে বলে দাত ভাঙ্গা জবাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আক্রমণাত্মক কথা বলায় আওয়ামীলীগ নেতার দাঁত ভেঙ্গে দিয়েছে বিএনপি নেতা।

27/09/2025

ময়মনসিংহ গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন জামায়াত এর সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ একই উপজেলার ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ গোলাম মোহাম্মদের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কলেজ অধ্যক্ষকে লাঞ্চিত করে জামায়াত নেতারা।
BiplobBarta- বিপ্লব বার্তা

23/09/2025

এনসিপির বি'ক্ষোভ মিছিলে জয় বাংলা |
বলে সরি বলল এক নেতা |

23/09/2025

ডাকসুতে শিবির প্যানেলের ভোট কারচুপির প্রমাণ পেয়ে ঢাবি ভিসি কার্যালয়ে ডাকসুর সকল প্রার্থীরা উপস্থিত হয়ে সমাধান চাচ্ছে।

22/09/2025

রাকসুতে পূজার ছুটির মধ্যে নির্বাচন করতে চেয়ছিলো শিবির, যাতে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়। ছাত্রদল, বামপন্থী ও স্বতন্ত্র প্যানেলের শিক্ষার্থীদের প্রতিবাদে প্রশাসন সিদ্ধান্ত থেকে সরে এসে পূজার পরে নির্বাচন দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা স্লোগান তুলেছে

Jamat Shibir No more.

21/09/2025

রা'বিতে শিক্ষকদের দাঁড়ি টেনে মেরেছে শিবিরের ক্যাডাররা।
বিশ্লেষকদের মতে ক্ষমতার আশেপাশে গেলে শিবির আরো বেপরোয়া হয়ে যাবে।

21/09/2025

কে বেশি কিউট 😁
BiplobBarta- বিপ্লব বার্তা

20/09/2025

শিবির নেতার স্লোগানে জামায়াতও বিব্রত,বিশ্লেষকদের মতে স্লোগানরত শিবিরের এই নেতা নেশাগ্রস্ত থাকার সম্ভাবনা।

19/09/2025

জামায়াতের মিছিলের সামনেই ২ যুবকের স্লোগান "জামায়াত শিবির রাজাকার,এই মূহুর্তে বাংলা ছাড়"
বিশ্লেষকরা বলছে ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বসনের ফলে এমন ঘটনা।

জরিমানার নামে অভিনয় কায়দায় শিবিরের চাঁদাবাজি।ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন নৈরাজ্য করছে শিবির।প্...
15/09/2025

জরিমানার নামে অভিনয় কায়দায় শিবিরের চাঁদাবাজি।
ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন নৈরাজ্য করছে শিবির।
প্রশাসন জানিয়েছে একমাত্র প্রশাসন ছাড়া কারো জরিমানা করার এখতিয়ার নাই।

ক্ষমতার লোভে জামায়াত জঘন্য কাজে এগিয়েছে।
15/09/2025

ক্ষমতার লোভে জামায়াত জঘন্য কাজে এগিয়েছে।

13/09/2025

আ'লীগ নিষিদ্ধে জামায়াত লাহভান হচ্ছে এবং বিভিন্ন স্থানে আ'লীগ নেতাকর্মীদের নিয়ে জামায়াত ভোটের প্রচারণা করছে!
অপশন ২ টা, এর বাহিরে কোনো যুক্তি চলবেনা!
১. জামায়াত এই আওয়ামী গণহত্যাকারীদের সাথে রাখার জন্য ভুল স্বীকার করে আ'লীগের নেতাকর্মীদের দল থেকে বের করে দিতে হবে।
২. নাহয় আ'লীগ তার নিজ পরিচয়ে নির্বাচন করবে।
একদিকে আ'লীগকে গণহত্যারকারী বলে নিষিদ্ধ চাইবে আর অন্যদিকে আ'লীগ নেতাদের সঙ্গে নিয়ে প্রতিটি আ'লীগ নেতার বাড়িতে গিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে ভোট চাইবে, এমন মুনাফেকি চলবেনা!

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when BiplobBarta- বিপ্লব বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BiplobBarta- বিপ্লব বার্তা:

Share