
05/08/2025
🧾 গার্মেন্টস সুপারভাইজারের দায়িত্বসমূহ (ডিপার্টমেন্ট অনুযায়ী সামান্য ভিন্ন হতে পারে):
1. প্রোডাকশন ম্যানেজমেন্ট:
প্রতিদিনের প্রোডাকশন প্ল্যান অনুযায়ী কাজ পরিচালনা করা
সময়মতো টার্গেট পূরণে মনিটরিং ও গাইড করা
লাইনের কর্মীদের কার্যক্ষমতা পর্যবেক্ষণ করা
উৎপাদন বাধাগুলো চিহ্নিত করে সমাধান করা
2. ওয়ার্কার পরিচালনা:
ওয়ার্কারদের কাজ বুঝিয়ে দেওয়া এবং প্রশিক্ষণ দেওয়া
কর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা
প্রয়োজনে সমস্যার সমাধানে ম্যানেজমেন্টকে অবহিত করা
অনুপস্থিতি ও হাজিরা মনিটরিং করা।
3. কোয়ালিটি কন্ট্রোল (QC):
উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করা
QC টিমের সঙ্গে সমন্বয় করে ফিডব্যাক গ্রহণ ও তা বাস্তবায়ন
ডিফেক্ট চিহ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া
4. লাইনের গতি ও উৎপাদন পর্যবেক্ষণ:
লাইনে কাজের গতি ঠিক রাখা
বটলনেক বা স্লো প্রসেস স্পট করে সমাধান নেওয়া।
প্রয়োজনমতো নতুন লোক যুক্ত করা বা শিফট করা
5. রিপোর্টিং:
প্রতিদিনের কাজের অগ্রগতি রিপোর্ট তৈরি করা
ওয়ার্কারদের পারফর্মেন্স রিপোর্ট সংরক্ষণ করা
প্রোডাকশন, রিজেকশন, রিওয়ার্ক ইত্যাদির হিসাব রাখা 6. সেফটি ও কমপ্লায়েন্স:
কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখা।