ঋদ্ধ প্রকাশ Wriddho Prokash

ঋদ্ধ প্রকাশ Wriddho Prokash বইয়ের আলোয় হোন ঋদ্ধ...

10/09/2025

জীবন্ত প্রচ্ছদ!

২০২৫ বইমেলায় নবীন লেখকদের মাঝে খুব সম্ভবত তাসিন হাসানের নাম সবচেয়ে জনপ্রিয় ছিল। প্রথম বই জিয়ৎ দিয়ে মুগ্ধ করেছিলেন পাঠকদেরকে। ইতিহাস, মিথ, কাল্ট, সিক্রেট এজেন্সি আর ধুন্ধুমার রোমাঞ্চের সমন্বয়ে চমৎকার এক আখ্যান জিয়ৎ।

বইগুলো পেয়ে যাবেন ঋদ্ধ প্রকাশ-এ।

বইগুলো পড়ার লিংক এবং জীবন্ত প্রচ্ছদের ড্রাইভ লিংক কমেন্টে।

10/09/2025

জীবন্ত প্রচ্ছদ!

মহাজাগতক নভেলা সমগ্র সম্ভবত আমাদের স্পেকুলেটিভ সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম। এখানে এক বইয়েই সায়েন্স ফিকশন জনরায় জনপ্রিয়তা পাওয়া চারজন সেরা লেখকের লেখা একসাথে প্রকাশ পেয়েছে। অনেকটা যেন এক বইয়ে চার বই।

লিখেছেন--
তানজীম রহমান
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
মোহাম্মদ সাইফূল ইসলাম
প্রান্ত ঘোষ দস্তিদার

বইটি পেয়ে যাবেন ঋদ্ধ প্রকাশ-এ।

বইগুলো পড়ার লিংক এবং জীবন্ত প্রচ্ছদের ড্রাইভ লিংক কমেন্টে।

08/09/2025

জীবন্ত প্রচ্ছদ!

ইরেবাস লেখক আরমান কবিরের স্টেপিং স্টোন। সূক্ষ্ম চরিত্রায়ন, গা শিরশিরে ভয় মাখানো লিখনশৈলীতে লেখক তার জাদু দেখানোর মঞ্চ তৈরি করেছেন এই বইটিতে।

যাচাই করে নিতে পারেন কমেন্টে দেয়া লিংক থেকে।

এছাড়া জীবন্ত প্রচ্ছদগুলোর ড্রাইভ লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।

08/09/2025

জীবন্ত প্রচ্ছদ!

সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা আরবান ফ্যান্টাসি অনুবাদ। সেইসাথে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অনুবাদ। মিথ, ভ্যাম্পায়ার, ওয়ারউলফ, প্রাচীন ভারতীয় ডাইনি আর সেইসাথে কেল্টিক মিথলজির মজার জগতের সাথে আমাদের আধুনিক পৃথিবীর অসামান্য সম্মিলনে হাউন্ডেড বইটি পাঠকদের কাছে এতটা জনপ্রিয় হয়েছে।

এই সময়ের অন্যতম সেরা অনুবাদটি করেছেন অয়ন ইসলাম।

বইটি পড়ার লিংক কমেন্টে।

এছাড়া জীবন্ত প্রচ্ছদগুলোর ড্রাইভ লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।

08/09/2025

Tazkib's Territory এর চমৎকার একটা ক্রিয়েশন৷ জিনিসটা কিন্তু বেশ মজার৷

মাসকারেড হোটেল নিয়ে পডকাস্ট৷

07/09/2025

আবার জীবন্ত প্রচ্ছদ!

রাফাত শামসের অপবিবর্তন সম্ভবত সাম্প্রতিক সময়ের থ্রিলারে এক অনন্য সংযোজন। প্রথম কয়েক পেজ পড়লেই জিনিসটা আঁচ করা যায়। কারণ একবার শুরু করলে আর হাত থেকে রাখার জো থাকে না। থ্রিলার তো এমনই হওয়া উচিত!

কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই পড়ে যাচাই করুন।

জীবন্ত প্রচ্ছদগুলো কেমন হচ্ছে জানাতে ভুলবেন না। ইতোমধ্যে সফরনামা, কৃষ্ণকায়া, স্বর্ণবাজের জীবন্ত প্রচ্ছদ পোস্ট করেছিলাম আগে। ড্রাইভ লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি একটু পর। আপনারাও ব্যবহার করতে পারেন এগুলো।

07/09/2025

আবার জীবন্ত প্রচ্ছদ!

স্বর্ণবাজ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। বর্তমান সময়ে হিস্ট্রিক্যাল থ্রিলারে সেরাদের অন্যতম সেরা সিদ্দিক আহমেদ। তার স্বর্ণবাজও বাংলা সাহিত্যের অন্যতম সেরা হিস্ট্রিক্যাল ফিকশন।

কমেন্টে দেয়া লিংক থেকে পড়ে নিতে পারবেন বইখানা।

জীবন্ত প্রচ্ছদগুলো কেমন হচ্ছে জানাতে ভুলবেন না। ইতোমধ্যে সফরনামা, কৃষ্ণকায়ার জীবন্ত প্রচ্ছদ পোস্ট করেছিলাম আমরা আগে। ড্রাইভ লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারাও ব্যবহার করতে পারেন এগুলো।

05/09/2025

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ের সেরা থ্রিলার সফরনামা৷

সফরনামার লাইভ ওয়ালপেপারটা সাউন্ড অন করে দেখতে পারেন৷ একে একে ঋদ্ধ প্রকাশ এর অন্যান্য বইগুলোর লাইভ ওয়ালপেপার আসবে৷

কমেন্টে ডাউনলোড লিংক৷

05/09/2025

সাম্প্রতিক সময়ের থ্রিলারের অন্যতম গুরুত্বপূর্ণ বই অবিনশ্বর এবং কৃষ্ণকায়া৷

এবার কৃষ্ণকায়ার একটা লাইভ ওয়ালপেপার বানানো হলো৷ মানে ভিডিওটা ওয়ালপেপার হিসেবেও ব্যবহার করা যাবে আরকি৷

সাউন্ড অন করে দেখতে পারেন জিনিসটা৷ বেশ মজার৷ আরো বই নিয়ে ধীরে ধীরে জিনিসটা করার ইচ্ছা আছে৷

রাত নয়টায় আসবে সিদ্দিক আহমেদের সফরনামা বইটার প্রচ্ছদের ভিডিও৷ চোখ রাখুন ঋদ্ধ প্রকাশ এর পেজে৷

03/09/2025

সাম্প্রতিক সময়ে নতুন লেখকদের মাঝে মানসম্মত বই নিয়ে হাজির হয়েছেন এমন লেখকের কথা বললে তাসিন আহমেদের নাম গুরুত্বপূর্ণ হিসেবেই চলে আসে। জিয়ৎ বইটায় চমৎকার দক্ষত্যা দেখিয়ে নিজের জায়গা করে নিয়েছেন থ্রিলার সাহিত্যে।

সাথে ঋদ্ধ প্রকাশের চিরায়ত দুর্দান্ত প্রোডাকশন তো আছেই। কম দামে মানসম্মত বই নিতে চাইলে জিয়ৎ অন্যতম সেরা অপশন। সাথে নতুন ভালো লেখককে সাপোর্ট দিয়ে বুক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতেও অবদান রাখা হয়।

কাহিনি সংক্ষেপ:

মহাস্থানগড়ের অদূরে শান্তশিষ্ট নিস্তরঙ্গ মফস্বল শব্দলদীঘি। সে নির্জনতায় চির ধরিয়ে হয়ে গেল একটি খুন। সাধারণ ভ্যানচালক কিসলুর খুনের সেতদন্তে নেমে পড়লেন শখের গোয়েন্দা বৃদ্ধ মশিউর রহমান, সাথে তার সহকারী হাসান।

হঠাৎ পাওয়া গেল রহস্যময় নিখোঁজ সংবাদ, খুঁজে পাওয়া যাচ্ছে না এক স্কুলছাত্রকে। রহস্য ঘনীভূত হতে থাকে। শব্দলে নেমে এসেছে ঘোর অমানিশা। সে অমানিশার মাঝ থেকেই ভেসে ওঠে আরেকটি লাশ।
ভয়ানক ব্যাপারটা হচ্ছে বিকৃত এই লাশের দৈর্ঘ্য রীতিমতো বারো ফিট!
ওদিকে একটা চিরকুট আসে শ্যাডো সিক্রেট সার্ভিস চিফের কক্ষে। চিরকুটের পেছনে একটি চিহ্ন। চোখ কুঁচকে যায় চিফের। বিশ বছর আগের এক কাল্ট-নাইট অব দ্য ফলেন স্টার। তবে কি আবার ফিরে এসেছে ওরা?

বীভৎস অস্বাভাবিক লাশ, কাল্ট এবং সবার অগোচরে থাকা এক এক্সপেরিমেন্ট-সবকিছু মিশে যায় এক বিন্দুতে। ইতিহাস! বাংলার হাজার বছরের পুরোনো ইতিহাস। গল্পটা আমাদেরকে ঠিক কোথায় নিয়ে যাবে? ভয়ানক কোনো কানাগলিতে কি লুকিয়ে আছে দৈব কোনো শক্তি?

পাঠক, তাসিন আহমেদের "জিয়ৎ” আপনাদেরকে ঘুরিয়ে আনবে জমজমাট এক রহস্যের গলিঘুপচি থেকে। রুদ্ধশ্বাস এ উপন্যাসে সব রহস্য লুকিয়ে আছে বইটির পাতায় পাতায়।

প্রোমো বানিয়েছেন বহিপীর-Bohipeer
মিউজিক যুক্ত করেছেন Auyon Islam.

থ্রিলার পাঠকদের আসর গ্রুপে শুরু হয়েছে ঋদ্ধ প্রকাশের আয়োজনে বিশেষ এক প্রতিযোগিতা। আপনিও অংশ নিয়ে জিতে নিতে পারেন আপনার পছ...
31/08/2025

থ্রিলার পাঠকদের আসর গ্রুপে শুরু হয়েছে ঋদ্ধ প্রকাশের আয়োজনে বিশেষ এক প্রতিযোগিতা। আপনিও অংশ নিয়ে জিতে নিতে পারেন আপনার পছন্দমতো বই।

বিস্তারিত জানতে কমেন্টে দেয়া লিংকে যান।

পাঠ অভিযান উদ্যোগে পাঠ আলোচনা, বই উপহার এবং জরিপ নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে হাজির হয়েছিল Saidpur Readers Assoc...
29/08/2025

পাঠ অভিযান উদ্যোগে পাঠ আলোচনা, বই উপহার এবং জরিপ নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে হাজির হয়েছিল Saidpur Readers Association.

সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সাথে ছিল ঋদ্ধ প্রকাশ৷ আশা করি বইয়ের বার্তা সারা দেশে ছড়িয়ে পড়বে একে একে৷ সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশনের প্রতি শুভকামনা৷

Address

117 Gias Garden Complex, Banglabazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ঋদ্ধ প্রকাশ Wriddho Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category