03/09/2025
সাম্প্রতিক সময়ে নতুন লেখকদের মাঝে মানসম্মত বই নিয়ে হাজির হয়েছেন এমন লেখকের কথা বললে তাসিন আহমেদের নাম গুরুত্বপূর্ণ হিসেবেই চলে আসে। জিয়ৎ বইটায় চমৎকার দক্ষত্যা দেখিয়ে নিজের জায়গা করে নিয়েছেন থ্রিলার সাহিত্যে।
সাথে ঋদ্ধ প্রকাশের চিরায়ত দুর্দান্ত প্রোডাকশন তো আছেই। কম দামে মানসম্মত বই নিতে চাইলে জিয়ৎ অন্যতম সেরা অপশন। সাথে নতুন ভালো লেখককে সাপোর্ট দিয়ে বুক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতেও অবদান রাখা হয়।
কাহিনি সংক্ষেপ:
মহাস্থানগড়ের অদূরে শান্তশিষ্ট নিস্তরঙ্গ মফস্বল শব্দলদীঘি। সে নির্জনতায় চির ধরিয়ে হয়ে গেল একটি খুন। সাধারণ ভ্যানচালক কিসলুর খুনের সেতদন্তে নেমে পড়লেন শখের গোয়েন্দা বৃদ্ধ মশিউর রহমান, সাথে তার সহকারী হাসান।
হঠাৎ পাওয়া গেল রহস্যময় নিখোঁজ সংবাদ, খুঁজে পাওয়া যাচ্ছে না এক স্কুলছাত্রকে। রহস্য ঘনীভূত হতে থাকে। শব্দলে নেমে এসেছে ঘোর অমানিশা। সে অমানিশার মাঝ থেকেই ভেসে ওঠে আরেকটি লাশ।
ভয়ানক ব্যাপারটা হচ্ছে বিকৃত এই লাশের দৈর্ঘ্য রীতিমতো বারো ফিট!
ওদিকে একটা চিরকুট আসে শ্যাডো সিক্রেট সার্ভিস চিফের কক্ষে। চিরকুটের পেছনে একটি চিহ্ন। চোখ কুঁচকে যায় চিফের। বিশ বছর আগের এক কাল্ট-নাইট অব দ্য ফলেন স্টার। তবে কি আবার ফিরে এসেছে ওরা?
বীভৎস অস্বাভাবিক লাশ, কাল্ট এবং সবার অগোচরে থাকা এক এক্সপেরিমেন্ট-সবকিছু মিশে যায় এক বিন্দুতে। ইতিহাস! বাংলার হাজার বছরের পুরোনো ইতিহাস। গল্পটা আমাদেরকে ঠিক কোথায় নিয়ে যাবে? ভয়ানক কোনো কানাগলিতে কি লুকিয়ে আছে দৈব কোনো শক্তি?
পাঠক, তাসিন আহমেদের "জিয়ৎ” আপনাদেরকে ঘুরিয়ে আনবে জমজমাট এক রহস্যের গলিঘুপচি থেকে। রুদ্ধশ্বাস এ উপন্যাসে সব রহস্য লুকিয়ে আছে বইটির পাতায় পাতায়।
প্রোমো বানিয়েছেন বহিপীর-Bohipeer
মিউজিক যুক্ত করেছেন Auyon Islam.