01/03/2025
নিজের পছন্দে বিয়ে করার পরে একটা মেয়ে বুঝতে পারে জীবন কি জিনিস, পরিবারের অমতো বিয়া করলে বুঝাযায় মাস বছর কতদিনে আসে যায়, নিজের পছন্দে বিয়া করলে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলে হয় সারাদিন কি খাব কিভাবে চলবো৷ সারাদিন কোন মতে চলে গেলে রাতে ঘুমানোর আগে আবার চিন্তা করতে হয়, অনেক সময় তো চিন্তায় চিন্তাই ঘুম এই হয় না। আর পরিবারের পছন্দে বিয়ে করলে টিক তার উল্টোটা হয়, সকালে চিন্তা করতে হয় না রাতেও শান্তির ঘুম হয়। পরিবারের পছন্দে বিয়ে করলে কিভাবে কোন রান্না করলে ভালো লাগবে সবাই খেয়ে পছন্দ করবে কিনা এই টেনশন থাকে। আর নিজের পছন্দে বিয়ে করলে, কি রান্না করবো এই চিন্তাই অর্ধেক দিন পার হয়ে যাই। বাবা মার পছন্দে বিয়ে করলে স্বামীর সাথে ঝগড়া হলে নালিশ করার মতো অনেক লোক খুজে পাই আর নিজের পছন্দে বিয়ে করলে ভেতরে ভেতরে দুমরে - মুচড়ে শেষ হয়ে যাওয়া ছাড়া কোন উপূয় থাকে না। ভিতরে ভিতরে অনেক কষ্ট চোখ ভর্তি পানি নিয়ে হাসি খাশি থেকে মানুষকে বোঝাতে হয় আমি অনেক সুখে আছি,
একটা বিঝয় কি জানেন কাউকে কষ্ট দিয়ে অপমানিত করে কেউ কখনো সুখে থাকতে পারে না, ঠিক তেমনি পরিবারের অমতে বিয়ে করে সুখি খুব কম মানুষি হয়।। 😭😭!!
তাই বলছি নিজের পছন্দে পালিয়ে গিয়ে বিয়ে করে কখনো নিজের ফ্যামিলির মানুষকে সমাজের কাছে ছোট করবেন না!!!!