22/07/2025
আমার মেয়ের শরীর ৬% পুড়ে যায় ঈদুল আযহার ৩দিন আগে সেই ক্ষত সেই দাগ এখনো মুছেনি দুই দিন আগেও ডা. দেখিয়েছি কি কষ্ট যে সে পাইছে তা তার বাবা আর আমি বুঝেছি। রাতে এক কাত হয়ে শুয়ে থাকতে না পেরে মধ্যরাতে উঠে বলছে আম্মু সকাল কখন হবে 😢 ভাবলেই কলিজা ছেঁড়া কষ্ট অনুভব করি। আর কালকের বাচ্চা গুলো পোড়া শরীর দেখে তাদের বাবা মা কিভাবে পারবে এই কষ্ট সহ্য করতে। সামান্য একটু গরম তেলের ছিটা পড়লেই কি পরিমান কষ্ট হয় আর যাঁরা হাসপাতালে তারা কিভাবে সহ্য করছে। 😭আল্লাহ তুমি সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সকলকে হেফাজত করুন 🤲