26/08/2025
শহীদ আবদুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ। ছিলেন একাধারে সংগঠক, ছাত্রনেতা ও লেখক। গুণগ্রাহী মহলে তাঁর সংগঠক ও ছাত্রনেতা পরিচয় যতটা মশহুর, লেখক পরিচয় ততটাই অপরিচিত এবং অনালোচিত।
অথচ তিনি লিখে গেছেন ধর্ম, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, রম্যরচনাসহ নানাবিধ বিষয় নিয়ে। এসব লেখা পরিমাণে অতি অল্প হলেও ওজনে অনেক বেশি, সারবত্তায় অনেক গভীর।
শহীদ আবদুল মালেক লিখে গেছেন নিজের আন্দোলনী জীবনের স্মৃতিকথা। তাঁর রচনাবলির তালিকায় আমরা আরও পেয়েছি—একগুচ্ছ পত্রও। এসব পত্র কেবল প্রিয়জনদের সাথে ভাবের আদান-প্রদান নয়, আদর্শের দাওয়াতও বটে।
শহীদ আব্দুল মালেকের লেখাগুলো নিয়ে আইসিএস পাবলিকেশন “শহীদ আব্দুল মালেক রচনাসমগ্র” প্রকাশ করেছে। আশা করছি বইটি সর্বাধিক পাঠকপ্রিয়তা অর্জন করবে।