ICS Publication

ICS Publication Official Page of ICS Publication

09/10/2025

জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পূর্ব গেট প্রাঙ্গণে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা।

চলে আসুন আইসিএস পাবলিকেশন এর স্টলে।

|| স্টল নং: ১৭৪-৭৫ ||

"নিজে বই কিনুন
প্রিয়জনকে বই উপহার দিন"

#আন্তর্জাতিকইসলামীবইমেলা
#আইসিএস_পাবলিকেশন #ইসলামিক_ফাউন্ডেশন #বইমেলা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান “আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫”এর আইসিএস পাবলিকেশনে পাঠকের মিলনমেলা। আজ স্টল পরিদর্শন...
03/10/2025

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান “আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫”এর আইসিএস পাবলিকেশনে পাঠকের মিলনমেলা।

আজ স্টল পরিদর্শনে এসেছিলেন আইসিএস পাবলিকেশন এর চেয়ারম্যান জাহিদুল ইসলাম।

#আইসিএস_পাবলিকেশন

03/10/2025

🔴Live

ইসলামিক ফাউন্ডেশন বইমেলা-২০২৫ থেকে সরাসরি।

📍বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, পূর্ব গেট প্রাঙ্গণ

#ইসলামীফাউন্ডেশনবইমেলা

আইসিএস পাবলিকেশন-এর চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম আজ সন্ধ্যা ৭টায় বইমেলা পরিদর্শনে আসবেন।১৭৩ ও ১৭৪ নম্বর স্টলে সকলের দাও...
03/10/2025

আইসিএস পাবলিকেশন-এর চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম আজ সন্ধ্যা ৭টায় বইমেলা পরিদর্শনে আসবেন।

১৭৩ ও ১৭৪ নম্বর স্টলে সকলের দাওয়াত।।

29/09/2025

আজ বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বইমেলা পরিদর্শনে আসবেন ICS Publication এর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম।

আইসিএস পাবলিকেশন-এর ১৭৩-৭৪ নং স্টলে আপনারা সকলে আমন্ত্রিত।

27/09/2025

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেট প্রাঙ্গণে চলছে ইসলামিক ফাউন্ডেশন বইমেলা-২০২৫।

চলে আসুন আইসিএস পাবলিকেশন-এর ১৭৩-৭৪ নং স্টলে।

#বইমেলা #আইসিএস_পাবলিকেশন

#ইসলামিক_ফাউন্ডেশন

বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে...স্টল—১৭৩-১৭৪
21/09/2025

বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে...

স্টল—১৭৩-১৭৪

বায়তুল মোকাররম বইমেলায় পাওয়া যাচ্ছে “বুদ্ধিবৃত্তিক যুদ্ধ”স্টল ১৭৩-৭৪।
19/09/2025

বায়তুল মোকাররম বইমেলায় পাওয়া যাচ্ছে “বুদ্ধিবৃত্তিক যুদ্ধ”

স্টল ১৭৩-৭৪।

মাসব্যাপী চলা এই বইমেলায় আইসিএস পাবলিকেশন থাকছে ১৭৩-১৭৪ নং স্টলে। আপনারা আমন্ত্রিত।
18/09/2025

মাসব্যাপী চলা এই বইমেলায় আইসিএস পাবলিকেশন থাকছে ১৭৩-১৭৪ নং স্টলে।

আপনারা আমন্ত্রিত।

রাসুলের আরাবি সা.-এর 'অমিয় সুধা' পেতে দারসুল হাদিসের এই বইটিকে আপনার নিত্যসঙ্গী বানিয়ে নিন।
07/09/2025

রাসুলের আরাবি সা.-এর 'অমিয় সুধা' পেতে দারসুল হাদিসের এই বইটিকে আপনার নিত্যসঙ্গী বানিয়ে নিন।

শহীদ আবদুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ। ছিলেন একাধারে সংগঠক, ছাত্রনেতা ও লেখক। গুণগ্রাহী মহলে তাঁর সংগঠক ও ...
26/08/2025

শহীদ আবদুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ। ছিলেন একাধারে সংগঠক, ছাত্রনেতা ও লেখক। গুণগ্রাহী মহলে তাঁর সংগঠক ও ছাত্রনেতা পরিচয় যতটা মশহুর, লেখক পরিচয় ততটাই অপরিচিত এবং অনালোচিত।

অথচ তিনি লিখে গেছেন ধর্ম, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, রম্যরচনাসহ নানাবিধ বিষয় নিয়ে। এসব লেখা পরিমাণে অতি অল্প হলেও ওজনে অনেক বেশি, সারবত্তায় অনেক গভীর।

শহীদ আবদুল মালেক লিখে গেছেন নিজের আন্দোলনী জীবনের স্মৃতিকথা। তাঁর রচনাবলির তালিকায় আমরা আরও পেয়েছি—একগুচ্ছ পত্রও। এসব পত্র কেবল প্রিয়জনদের সাথে ভাবের আদান-প্রদান নয়, আদর্শের দাওয়াতও বটে।

শহীদ আব্দুল মালেকের লেখাগুলো নিয়ে আইসিএস পাবলিকেশন “শহীদ আব্দুল মালেক রচনাসমগ্র” প্রকাশ করেছে। আশা করছি বইটি সর্বাধিক পাঠকপ্রিয়তা অর্জন করবে।

এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজের বায়োলজি বইয়ের  ১ ও ৩ সমগ্র বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
29/06/2025

এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজের বায়োলজি বইয়ের ১ ও ৩ সমগ্র বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

Address

48/1-A Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when ICS Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category