আমাদের ব্রহ্মপুত্র-By Seba Hot News

আমাদের ব্রহ্মপুত্র-By Seba Hot News Welcome to the Seba Hot News page. Get Hot & breaking news, must see our youtube channel videos also.

About Us

সেবা হট নিউজ।। সত্য প্রকাশে আপোষহীন
সেবা হট নিউজ ।। সত্য প্রকাশে আপোষহীন।। এই শিরোনাম ও শ্লোগান নিয়ে ২০১৫ সালের ৭ই জুন থেকে এই অনলাইন সংবাদ মাধ্যম, যা বিশ্বের সকলের মাঝে ইন্টারনেট বা অন্তর্জাল এর মাধ্যমে বাংলা ভাষায় দেশ-বিদেশের সকল প্রকার খবর পরিবেশন করে আসছে।

বর্তমানে সেবা হট নিউজ এর মাসিক পাঠক সংখ্যা দুই লক্ষাধিক। সারা বাংলাদেশে সেবা হট নিউজ এর ৩১ জন কর্মী রয়েছেন, যাদের কঠোর পরিশ্র

মের ফলে এখন পর্যন্ত সকল পাঠক ও শুভাকাঙ্খীদের সংবাদ সেবা করে যাচ্ছি।। ধন্যবাদ সকলকে।।


সংক্ষিপ্ত বিবরণ:
সেবা হট নিউজ ইন্টারনেট ভিত্তিক বাংলা এবং ইংরেজি অনলাইন সংবাদ সেবা প্রদানকারী। সেবা হট নিউজ জাতীয়, রাজনীতি, ক্রীড়া এবং অন্যান্য সমস্ত সংবাদ প্রকাশ করে।


শুভেচ্ছা:
সু‌প্রিয় ‌sebahotnews.org এর দেশ‌-বি‌দে‌শের পাঠক,শুভাকাঙ্খী আর শুভার্থী, আপনাদের অশেষ ভালোবাসায় সিক্ত হ‌য়ে সেবা হট নিউজ এর ফেসবুক প্যাজ তিন হাজার লাইক এর মাইলফলক এ অবতীর্ণ হ‌য়ে‌ছে।


এ অগ্রযাত্রা দুর্বার, দু‌র্ণিবার যার সম্পূর্ণ কৃ‌তিত্ব ‌সেবা হট নিউজের সন্মা‌নিত পাঠ‌ক, ফলোয়ারবৃন্দদের। তাদের মতামত, পরামর্শ এবং মুল্যবান চা‌হিদার প্র‌তি লক্ষ্য রেখে সেবা হট নিউজ প‌রিবার প্র‌তি‌নিয়ত তার আন্ত‌রিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


সত্য প্রকাশে আ‌পোষহীন sebahotnews.org এ প্রত্যয় বাস্তবায়ন প্র‌তিফলন‌ে বদ্ধপ‌রিকর। সেবা হট নিউজ দৃঢ় ভাবে বিশ্বাস করে যে কোন প‌ত্রিকার মূল শ‌ক্তি তার সন্মা‌নিত পাঠক।

সেবা হট নিউজ বিপুল সংখ্যক পাঠক‌ের নিকট পৌঁছেতে পেরে সেবা হট নিউজ প‌রিবার যেমন খু‌শি একইভাবে সেবা হট নিউজ বিষয়‌টি দায়িত্বের প‌রি‌ধি বৃ‌দ্ধি হিসাবেই বিবেচিত করছে।


আগামী দিনেও সেবা হট নিউজ প‌রিবার পাঠক সেবায় সদা নিয়োজিত থাকবে সকল শুভাকা‌ঙ্খির স্নেহ, ভালোবাসা নিয়ে। আবারও আপনাদের প্র‌তি কৃতজ্ঞতা।

কাজিপুরে “আতাহার আলী-সাজাহান দরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃত্তি” প্রদান অনুষ্ঠিত কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের...
09/10/2025

কাজিপুরে “আতাহার আলী-সাজাহান দরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃত্তি” প্রদান অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সমাজ সেবক এবং আলোকিত মানুষ মরহুম আতাহার আলী-সাজাহান দরিদ্র মেধাবী শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর আজিম উদ্দিন, মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা জাহান সুমাইয়া। কাজিপুরের কৃতি সন্তান রাজশাহী শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক ড. মোঃ সাজজাদ হোসেন ও বাাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম মোঃ ইয়াছিন আলীর অর্থায়নে একজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নগদ টাকা, একটি সনদ ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাসুদ রানা, সুলতান মাহমুদ, আল আমিন। প্রধান অতিথি বলেন, “মেধাবীদের পৃষ্ঠপোষকতা সমাজে আলোকিত মানুষ সৃষ্টির সহায়ক। আজকে যারা এই মহানুভবতার সাক্ষর রাখলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এর মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে তারাও একদিন এই কাজের এগিয়ে আসবে। এমনি করে পুরো সমাজ একদিন আলোকিত মানুষের সমাজ হবে বলে আমি বিশ্বাস করি। ”

রৌমারী সীমান্তে আটক শিশুকে ফেরত দিলো বিএসএফ। বিস্তারিত: https://tinyurl.com/24qj3ydl
09/10/2025

রৌমারী সীমান্তে আটক শিশুকে ফেরত দিলো বিএসএফ। বিস্তারিত: https://tinyurl.com/24qj3ydl

কাজিপুরে ব্যবসায়ীর ঘরে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক - ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড।। বিস্তারিত: https://tinyurl.com/247umbzr
09/10/2025

কাজিপুরে ব্যবসায়ীর ঘরে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক - ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড।। বিস্তারিত: https://tinyurl.com/247umbzr

জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন।। বিস্তারিত: https://tinyurl.com/2cz5xx9b
09/10/2025

জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন।। বিস্তারিত: https://tinyurl.com/2cz5xx9b

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৬৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটকজি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : ০৮. ১০.২০...
09/10/2025

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৬৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : ০৮. ১০.২০২৫

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮ লক্ষ টাকা।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি।

এর আগে একই দিন রাতে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানী পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন ।। বিস্তারিত: https://tinyu...
09/10/2025

মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন ।। বিস্তারিত: https://tinyurl.com/256elbl9

রৌমারীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
09/10/2025

রৌমারীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

💔 অত্যন্ত দুঃখের সংবাদ 💔বাংলাদেশের সকলের প্রাণের প্রিয়, কলিজার টুকরো — আমাদের আপন শহিদুল আলম ভাই আজ গভীর সংকটে রয়েছেন।তি...
09/10/2025

💔 অত্যন্ত দুঃখের সংবাদ 💔

বাংলাদেশের সকলের প্রাণের প্রিয়, কলিজার টুকরো — আমাদের আপন শহিদুল আলম ভাই আজ গভীর সংকটে রয়েছেন।
তিনি শুধু একজন আলোকচিত্রী নন, তিনি আমাদের বিবেকের কণ্ঠস্বর, সাহসের প্রতীক।

🙏 সবাই অনুরোধ করছি —
তাঁর দ্রুত সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহ সুবহানাতায়ালার দরবারে আন্তরিকভাবে দোয়া করুন।

🕊️ আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থতা, শান্তি ও নিরাপত্তাসহ আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন — আমিন।

#দোয়া #শহিদুলআলম

বাবার হাঁকভোরের আলো তখনো ঠিকমতো ছড়ায়নি। গ্রামটা কুয়াশায় মোড়া। সেই কুয়াশা ভেদ করে দূর থেকে ভেসে আসে একটানা হাঁক—“হাড়ি কড়া...
09/10/2025

বাবার হাঁক
ভোরের আলো তখনো ঠিকমতো ছড়ায়নি। গ্রামটা কুয়াশায় মোড়া। সেই কুয়াশা ভেদ করে দূর থেকে ভেসে আসে একটানা হাঁক—
“হাড়ি কড়াই লাগবে, নতুন কড়াই, মজবুত হাড়ি…!”
সে হাঁকের সঙ্গে একটানা টুং টাং শব্দ—ধাতব বাসনের ঠোকাঠুকি। গ্রামের রাস্তায় একটা ছায়ামূর্তি এগিয়ে আসে ধীরে ধীরে। কাঁধে বাঁশের লাঠি, তাতে দুলছে নানা মাপের হাড়ি, কড়াই, বালতি, কলস।
এই মানুষটা আমার বাবা।
তিনি ছিলেন ফেরিওয়ালা—গাঁয়ে গাঁয়ে ঘুরে হাড়ি-কড়াই বিক্রি করতেন। মানুষ তাঁকে “রহিম ফেরিওয়ালা” বলে চিনত, আর আমি চিনতাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে।
বাবার কোনো জমি ছিল না, গরু ছিল না, দোকানও ছিল না। কিন্তু ছিল অদম্য পরিশ্রম, সীমাহীন ভালোবাসা, আর একরাশ স্বপ্ন—আমার জন্য।
সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি—ঝোলা হাতে, পায়ে ছেঁড়া স্যান্ডেল, মুখে হাঁক। কখনো রোদে, কখনো বৃষ্টিতে, কখনো হাটে, কখনো গ্রামে। কখনো একটা কড়াই বিক্রি হত, কখনো দিন কেটে যেত এক টাকাও না কামিয়ে। তবু ফিরে আসতেন মুখে হাসি নিয়ে।
মাঝেমধ্যে আমি বলতাম, “বাবা, তুমি তো এত কষ্ট পাও। আমার খরচ কমিয়ে দাও না।”
তিনি মাথায় হাত বুলিয়ে বলতেন, “তুই মানুষ হবি বাবা, তোর লেখাপড়া বন্ধ হবে না। আজ না হোক, একদিন তোর কলমের শব্দই হবে আমার গলার হাঁকের চেয়েও জোরালো।”
আজ আমি শহরের এক কলেজে পড়াই। কোমরে আইডি কার্ড, ঘাড়ে ঝোলা ব্যাগ, ক্লাসে ঢোকার আগে আয়নায় নিজের মুখটা দেখি। কিন্তু কানে তখনো বাজে সেই পুরনো হাঁক—
“হাড়ি কড়াই লাগবে...”
ওটা আমার বাবার গলা ওটা আমার শিকড়।
ওটাই আমার জীবনের প্রথম গান....
Copy.post

এশিয়া-প্যাসিফিকের গর্ব, ডিপিআই-এর সভাপতি বাংলাদেশি দুলাল
08/10/2025

এশিয়া-প্যাসিফিকের গর্ব, ডিপিআই-এর সভাপতি বাংলাদেশি দুলাল

কাজিপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
08/10/2025

কাজিপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন
08/10/2025

ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন

Address

Pragati Sarani
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ব্রহ্মপুত্র-By Seba Hot News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ব্রহ্মপুত্র-By Seba Hot News:

Share

আমাদের ব্রহ্মপুত্র

কুড়িগ্রাম জেলার সকল নিউজ আপডেট জানতে এখন থেকে একমাত্র আমাদের ব্রহ্মপুত্র-Amader Brahmaputra ফেসবুক পেজের পাতায় চোখ রাখুন। আশা করছি কুড়িগ্রামবাসীর ভালোবাসায় এই পেইজটি এগিয়ে যাবে।