Tazrin Tiha

Tazrin Tiha Never lose hope, for Allah is always by your side. plz follow my page

 #জীবনের ব্যস্ততা, সংগ্রাম, সফলতা আর ব্যর্থতার দীর্ঘ পথ পেরিয়ে যখন একজন পুরুষ ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন যে মানুষটি নিঃশব...
24/07/2025

#জীবনের ব্যস্ততা, সংগ্রাম, সফলতা আর ব্যর্থতার দীর্ঘ পথ পেরিয়ে যখন একজন পুরুষ ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন যে মানুষটি নিঃশব্দে অপেক্ষা করে থাকে, সে হলো তার স্ত্রী। “দিন শেষে বউ ছাড়া কেউ আপন না”—এই কথাটি শুধুমাত্র একটি বাক্য নয়, এটি জীবনের গভীর এক বাস্তবতা।

বয়স, সম্পর্ক, বন্ধু, আত্মীয়—সব কিছু ধীরে ধীরে দূর হয়ে যায় বা দুরত্ব তৈরি হয়। যেসব বন্ধু একসময় সকাল-দুপুর-রাত কাটাত, তারা আজ নিজের পরিবারে ব্যস্ত। আত্মীয়রা তখনই খোঁজ নেয়, যখন কিছু প্রয়োজন হয়। এমনকি নিজের রক্তের সম্পর্কের ভাই-বোনরাও অনেক সময় অনুভূতির চেয়ে দায়িত্বে বিশ্বাস রাখে।

কিন্তু একজন স্ত্রী—সে যেন এক জীবন্ত ছায়া। সে কাঁধে মাথা রাখার জায়গা, ক্লান্তির পরম আশ্রয়। সংসারের প্রতিটি খুঁটিনাটি দায়িত্ব যেমন সে নীরবে পালন করে, তেমনি জীবনসঙ্গী হিসেবে সে হয়ে ওঠে জীবনের প্রতিটি মুহূর্তের সাথী।

অনেকেই বলে, "বিয়ের পর জীবন বাঁধা পড়ে যায়।" কিন্তু বাস্তবে, এই বন্ধনই আমাদের সবচেয়ে বড় মুক্তি দেয়—একাকীত্ব থেকে। স্ত্রী কেবল ঘরের মানুষ নয়, সে এক বিশাল সাহস। যখন সবাই ছেড়ে দেয়, তখনও সে পাশে থাকে। কখনো হাসি দিয়ে, কখনো অভিমান করে, আবার কখনো চোখের জল ফেলে—কিন্তু তার অবস্থান বদলায় না।

কিছু বাস্তব দিক:
অসুস্থ হলে ওষুধ নিয়ে পাশে বসে থাকে সে।
ব্যর্থ হলে উৎসাহ দেয়, সফল হলে গর্ব করে।
অনেক সময় নিজের সুখ ত্যাগ করে, স্বামীর স্বপ্ন পূরণে সাহায্য করে।

এই পৃথিবীতে অনেক সম্পর্কই সময়ের সঙ্গে বদলায়, ম্লান হয়ে যায়। কিন্তু একজন স্ত্রী—যদি সে সত্যিকার ভালোবাসে, তবে সে জীবনের শেষদিন পর্যন্ত সঙ্গী হয়েই থেকে যায়।

দিন শেষে টাকাপয়সা, নামযশ, বন্ধু কিংবা আত্মীয় কেউই সত্যিকারের সান্ত্বনা দিতে পারে না। যা পারে, তা হলো একটি ভালোবাসা ভরা স্ত্রীর কোমল মুখ আর তার নিঃস্বার্থ সঙ্গ। তাই, স্ত্রীকে অবহেলা নয়, তাকে সম্মান দিন, ভালোবাসুন। কারণ— "দিন শেষে সত্যিকার আপন যদি কেউ থাকে, তবে সে হচ্ছে আপনার স্ত্রী,,

 #গুরুত্ব চেয়ে নেওয়ার জিনিস না ,,আপনি যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকেন ,,তাহলে আপনি এমনিতেই অনুভব করতে পারবেন ,,,...
23/07/2025

#গুরুত্ব চেয়ে নেওয়ার জিনিস না ,,আপনি যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকেন ,,তাহলে আপনি এমনিতেই অনুভব করতে পারবেন ,,, গুরুত্ববিহীন সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না গাছের যত্ন না নিলে একদিন তো পাতা ঝরে যাবে ,,সেই সাথে মরে যাবে; অযত্নে থাকা গাছটি মানুষের ক্ষেত্রেও ঠিক সেরকম,,

22/07/2025

#কিছু কিছু সিচুয়েশন এমন যে, আপনি মন প্রাণ দিয়ে চাচ্ছেন, কিন্তু পাবেন না। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে এক অনাকাঙ্ক্ষিত সামাপ্তি!

 #নীরবতা" অনেক কথা বলে তবে তা বোঝার বা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না...কেননা মানুষ এত সহজে নীরব হয়ে যায় না,,কোন খার...
21/07/2025

#নীরবতা" অনেক কথা বলে তবে তা বোঝার বা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না...
কেননা মানুষ এত সহজে নীরব হয়ে যায় না,,

কোন খারাপ পরিস্থিতির কারণে একটা মানুষ একদম নীরব হয়ে যায়,,,
একটা মানুষ যখন নিরব হয়ে যায়,,
তখন যে তার ভিতরে কি কষ্ট জমে থাকে সেটা শুধুমাত্র সে নিজেই জানে,,!
আমরা মানুষ হয়ে মানুষ কে কষ্ট দেয় ঠিকই,!

কিন্তু কারো কষ্ট বোঝার চেষ্টা করি না,,,!

তাই নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেওয়া একদমই ঠিক না ,,,, ☺️☺️❤️

 #কেউ কখনোই জানতে চায় নি,আমি আসলে কি চাই!আমি কেমন আছি, আমার ভেতরে ঠিক কি চলছে!এসব জানার কারো আগ্রহ হয় নি।সবাই ভেবেছে, আম...
19/07/2025

#কেউ কখনোই জানতে চায় নি,
আমি আসলে কি চাই!
আমি কেমন আছি, আমার ভেতরে ঠিক কি চলছে!
এসব জানার কারো আগ্রহ হয় নি।
সবাই ভেবেছে, আমি হয়তো সব সহ্য করতে পারি-
সব হাসি মুখে মেনে নিতে পারি।
কিন্তু আমার চাওয়া, ইচ্ছে, স্বপ্ন
সবটাই নিরবতার আড়ালে হারিয়ে গেছে!

19/07/2025

#এই দুনিয়ায় আপনার একটা ভালো মন থাকা মানেই আপনি অপরাধী।‌ কারন আপনি চাইলে ও কাউকে কষ্ট দিতে পারবেন না।
゚viralシypシ゚viralシhtag

 #نور الله قلبكم بالقرآن وجعل يومكم جمعة مباركة নাওয়ারা আল্লাহু কালবাকুম বিল কুরআন ওয়া জা’আলা ইয়াউমাকুম জুমআ মুবারাকা...
18/07/2025

#نور الله قلبكم بالقرآن وجعل يومكم جمعة مباركة
নাওয়ারা আল্লাহু কালবাকুম বিল কুরআন ওয়া জা’আলা ইয়াউমাকুম জুমআ মুবারাকা। আল্লাহ তোমার হৃদয় কুরআনের আলোয় পূর্ণ করুন এবং তোমার জুমা দিনকে বরকতময় করুন।

 #একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সব চেয়ে বিশুদ্ধ অনুভূতি।সে নিজের সমস্ত স্বপ্ন ভুলে গিয়ে সন্তানের হাসিতে সুখ খুঁজে নেয়।কষ্ট...
16/07/2025

#একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সব চেয়ে বিশুদ্ধ অনুভূতি।

সে নিজের সমস্ত স্বপ্ন ভুলে গিয়ে সন্তানের হাসিতে সুখ খুঁজে নেয়।
কষ্টের পাহাড়েও সন্তানকে আগলে রাখে বুকের মধ্যে।
মায়ের ভালোবাসা মানেই নিঃস্বার্থ, অন্তহীন, আর চিরন্তন আশীর্বাদ।

মা শুধু জন্মদাত্রী নয়, মা হলো সন্তানের সবচেয়ে বড় আশ্রয়। ❤️"

 #এই পৃথিবীতে প্রকৃত স্বাধীন আমরা কেউ নই,, আমরা সবাই জীবনের নিয়মই বন্দি ,,আর জীবন তো মৃত্যুর কাছে বন্দী,, তাই আমাদের অহ...
16/07/2025

#এই পৃথিবীতে প্রকৃত স্বাধীন আমরা কেউ নই,, আমরা সবাই জীবনের নিয়মই বন্দি ,,আর জীবন তো মৃত্যুর কাছে বন্দী,, তাই আমাদের অহংকার নয় বিনয় ও সত্যের পথে চলাই হবে শ্রেয়।
#

 #তোমার কোনো বন্ধুবান্ধবীর শরীরের গন্ধ ভালো লাগে — সেটাই প্রেম। কিন্তু এমন একজন আছে, যার উপস্থিতিই মন ভরে দেয় — ওটাই ভা...
15/07/2025

#তোমার কোনো বন্ধুবান্ধবীর শরীরের গন্ধ ভালো লাগে — সেটাই প্রেম। কিন্তু এমন একজন আছে, যার উপস্থিতিই মন ভরে দেয় — ওটাই ভালোবাসা।

কেউ তোমার পাশে থাকলে ভালো লাগে, আর কারো অনুপস্থিতি কষ্ট দেয় — প্রেম আর ভালোবাসার মাঝে ঠিক এই ফারাকটাই।

একজনের সঙ্গে নির্লজ্জ মজা করো, আরেকজন আছে যার ছবি দেখেও চোখে জল আসে — প্রথমজন টাইম পাস, দ্বিতীয়জন হৃদয়ের মানুষ।

একজনের নুড পিকের জন্য অপেক্ষা করো, আর একজন আছে যার কথা ভাবলেই এমন চিন্তা লজ্জার মনে হয় — প্রথমজন শরীর, দ্বিতীয়জন আত্মা।

কেউ ইগো দেখালে তুমি জবাব দাও, কিন্তু যার অবহেলাতেও চুপচাপ ভালোবেসে যাও — সে-ই তোমার সত্যিকারের ভালোবাসা।

প্রেম শরীর থেকে শুরু হয়ে শরীরেই শেষ হয়। ভালোবাসা শরীর ছাড়িয়ে মনের ভিতর গেঁথে থাকে।

আর তাই দেখা যায়, প্রেমে মজে থাকা মানুষরাও হঠাৎ করেই কাঁদে— কাউকে হারিয়ে নয়, কাউকে অনুভব করে।

দিনশেষে শারীরিক আকর্ষণ থাকতে পারে অনেকের প্রতি, কিন্তু মনের টান থাকে শুধুই একজনের প্রতি।
সেই একজন হারিয়ে গেলে, আমরা হয়ে যাই অনুভূতিহীন রোবট — কেবল প্রেম করি, ভালোবাসা আর বুঝি না।

প্রেম হচ্ছে নেশার মতো,
আর ভালোবাসা — অমৃত।

 #জীবনে খারাপ সময় আসবেই, তবে হাসতে ভুলে যাবেন না অভিনয় করে হলেও হাসুন কারণ মানুষ যদি দেখে ফেলে আপনি কান্না করতেছেন মান...
14/07/2025

#জীবনে খারাপ সময় আসবেই, তবে হাসতে ভুলে যাবেন না অভিনয় করে হলেও হাসুন কারণ মানুষ যদি দেখে ফেলে আপনি কান্না করতেছেন মানুষ আরো আপনাকে ভেঙ্গে দিয়ে যাবে ।।

 #ভেঙ্গে পড়ার কিছুই নেইজগতের যা কিছু হারিয়ে যায়- তাদ্বিগুণ হয়ে ফিরে আসবেই,অন্য পথে, অন্য রুপে তোমার দরজায়...! 🖤        ...
14/07/2025

#ভেঙ্গে পড়ার কিছুই নেই
জগতের যা কিছু হারিয়ে যায়- তা
দ্বিগুণ হয়ে ফিরে আসবেই,
অন্য পথে, অন্য রুপে তোমার দরজায়...! 🖤

Address

Narail
Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazrin Tiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share