31/05/2025
নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে.
অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে,ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না।
মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।☺️