02/07/2024
বিয়ের দশ বছর পর স্বামী বলল, " শুনছো! আজ বাড়িতে কেউ নেই শুধু তুমি আর আমি.."
তার কথা সম্পূর্ণ হওয়ার আগে স্ত্রী বলল,' তাহলে আলু সেদ্ধ ভাত করি!'
ব্যাস রোমান্সের দফারফা হয়ে গেল! বিরক্তিকর চাউনি দিয়ে সৌরভ উঠে হনহন করে বাড়ির বাহিরে চলে গেল। কোথায় ভেবেছিল ছেলেমেয়ে দুটো নেই! তারা ঠাম্মা দাদুর সাথে বেড়াতে গেছে পিসিমনির বাড়ি, এই সুযোগে বউয়ের সাথে জমিয়ে রোমান্স করবে! তা না! আলু সেদ্ধ ভাত!
অনিন্দিতা হাসি হাসি মুখে রান্নাঘরে গিয়ে আলু সেদ্ধ ভাত গ্যাসে বসিয়ে দিল। আজ পরপর সিরিয়াল গুলো দেখা হবে! সে হাসি মুখে টিভি দেখতে চলে গেল!
রাতে খাওয়া দাওয়া শেষে সৌরভ বলল, " চলো না একটু ছাঁদে গিয়ে দোলনায় বসা হোক!"
অনিন্দিতা বলল,' যাওয়ার সময় রান্নাঘরের সবজির ঝুড়ি থেকে নটে শাকের আঁটি নিয়ে যেও তো, শিশির ভেজা হলে টাটকা থাকবে, আমি এখন সিরিয়াল দেখবো, তুমি একাই যাও!'
সৌরভ রাগে গজগজ করতে করতে শাকের আঁটি নিয়ে ছাদে চলে গেল। রাগারাগি সে পছন্দ করে না তাই কিছু বলল না! কোথায় ভেবেছিল বউ কে নিয়ে দোলনা দুলবে। ধুর যাচ্ছে তাই হয়ে গেল। সিগারেট টেনে একাই দোলনা দুলে রুমে এলো। অনিন্দিতা তখন শুয়ে পরেছে! সৌরভ পাশে শুয়ে গা ঘেঁষে অনিন্দিতা কে নিজের দিকে ঘোরালো অতঃপর তাকে জড়িয়ে ধরে পিঠে হাত দিতেই অনিন্দিতা বলল,
" হ্যাঁ হ্যাঁ ও জায়গাটায় মশা কামড় দিয়ে পালিয়েছে, তুমি একটু ভালো করে হাত দিয়ে দাও, আমার হাত পৌঁছাচ্ছে না!"
সৌরভ অতিব বিরক্ত হয়ে তার বলা মতো কাজ করলো। অনিন্দিতা বলল, " হয়েছে হাত সরাও, তোমার হাত তো না, যেন জং ধরা লোহার টিন, জ্বালা করছে!"
সৌরভ ধুর বলে পিছনে ঘুরে শুয়ে পড়লো। আবার কি মন হলো অনিন্দিতার দিকে ঘুরে বলল," এসো একটা চুমু দিই!'
অনিন্দিতা রাগি গলায় বলল, " ছিঃ সিগারেটের গন্ধ দূর যাও!"
সৌরভ বলল, "ব্রাশ করে আসি!"
" না টুথপেস্ট শেষ, কাল সকালে ব্রাশ করবে! এখন ঘুমাও!"
সকালে ঘুম থেকে উঠে সৌরভ দেখল, অনিন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে, সৌরভ উঠে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল,
" আজ নদীর পাড়ে ঘুরতে যেতে ইচ্ছা করছে!"
অনিন্দিতা আয়নার দিকে তাকিয়ে বলল, " গেলেই হয়!"
'সত্যি যাবে?'
' হুম, যাওয়ার সময় ঠাকুর ঘর থেকে গঙ্গা জলের বোতল গুলো নিয়ে নিও, গিয়ে জল নিয়েই চলে আসবো!'
সৌরভ চোখমুখ কুঁচকে বিরক্ত ভরা কন্ঠে বলল,
" এত আনরোমান্টিক কেন তুমি, আমরা একান্তে যেতে চাই। ঘুরতে চাই, প্রেম করতে চাই!"
বলে সে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল।
সন্ধ্যায় সে অফিস থেকে ফিরতে অনিন্দিতা তাকে গিয়ে জড়িয়ে ধরে। সৌরভ ভড়কে গিয়ে বলল,
" অনি কি ব্যাপার আজ হঠাৎ ..."
" চলো না বাহিরে ঘুরে আসি!"
"সত্যি যাবে?"
" হুঁ!"
সৌরভ ভ্রু কুঁচকে বলল,
" শপিং করতে না তো?"
অনিন্দিতা হেসে বলল," তুমি কি করে বুঝলে?"
সৌরভ ছিটকে সরে গিয়ে বলল," আমি যাব না!"
অনিন্দিতা কোমরে বাম হাত দিয়ে হিহি করে হেসে
বলল," তুমি না গেলেও চলবে!"
' আমি না গেলে কিনে দেবে কে?'
অনিন্দিতা ডান হাত সামনে এনে হাত নাচালো।
সৌরভের মাথায় হাত! তাকে জড়িয়ে ধরার বাহানায় পকেট থেকে ক্রেডিট কার্ড হাতিয়ে নিয়েছে অনিন্দিতা!
অনিন্দিতা হেলেদুলে রুম থেকে বেল হতে হতে গাইলো..." ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক!"
সৌরভ মাথায় হাত দিয়ে খাটে বসে গাইলো.."
"হাইরে কেন করলাম বিয়ে, কেঁদে কেঁদে মরি...."
সমাপ্ত
আনরোমান্টিক