RKR Brother

RKR Brother খুব সাধারণ ক্ষুদ্র মানুষ আমি,
পথ চলা তো মাত্র শুরু!!!

আমাদের পুরান ঢাকার সেই বিখ্যাত জুম্মন মামার মজাদার ফুচকা!! 😁😋
16/06/2025

আমাদের পুরান ঢাকার সেই বিখ্যাত জুম্মন মামার মজাদার ফুচকা!! 😁😋

বলেছিলাম নাহ একদিন খুব মনে পড়বে আমাকে 😅💔
15/03/2025

বলেছিলাম নাহ একদিন খুব মনে পড়বে আমাকে 😅💔

13/03/2025

শখের পুরুষের
যত্ন নিয়ো, কেননা পুরুষ
কষ্ট পাইলেই নষ্ট হয়! 💔

06/03/2025

আর ভালো ভাবে দেখানো সম্ভব না!! 🐸

ছবি দুটি কিন্তু Same!! 🤧বিশ্বাস না হলে আপনার মোবাইল উল্টো করে দেখেন!! 😌
07/02/2025

ছবি দুটি কিন্তু Same!! 🤧
বিশ্বাস না হলে আপনার মোবাইল উল্টো করে দেখেন!! 😌

12/12/2024

Maine Kuch Nehi Kaha!!! 🙂

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",আমি বুঝেছিলাম তোমার ম...
14/07/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

লেখা- স্বপ্নীল চক্রবর্তী
কবিতার নাম - "একটা তুমির গল্প"
কাব্যগ্রন্থ - "অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন"
নিবেদিত - হুমায়ূন ফরিদী স্যার।

বিয়ের দশ বছর পর স্বামী বলল, " শুনছো! আজ বাড়িতে কেউ নেই শুধু তুমি আর আমি.."তার কথা সম্পূর্ণ হওয়ার আগে স্ত্রী বলল,' তাহ...
02/07/2024

বিয়ের দশ বছর পর স্বামী বলল, " শুনছো! আজ বাড়িতে কেউ নেই শুধু তুমি আর আমি.."

তার কথা সম্পূর্ণ হওয়ার আগে স্ত্রী বলল,' তাহলে আলু সেদ্ধ ভাত করি!'

ব্যাস রোমান্সের দফারফা হয়ে গেল! বিরক্তিকর চাউনি দিয়ে সৌরভ উঠে হনহন করে বাড়ির বাহিরে চলে গেল। কোথায় ভেবেছিল ছেলেমেয়ে দুটো নেই! তারা ঠাম্মা দাদুর সাথে বেড়াতে গেছে পিসিমনির বাড়ি, এই সুযোগে বউয়ের সাথে জমিয়ে রোমান্স করবে! তা না! আলু সেদ্ধ ভাত!

অনিন্দিতা হাসি হাসি মুখে রান্নাঘরে গিয়ে আলু সেদ্ধ ভাত গ্যাসে বসিয়ে দিল। আজ পরপর সিরিয়াল গুলো দেখা হবে! সে হাসি মুখে টিভি দেখতে চলে গেল!

রাতে খাওয়া দাওয়া শেষে সৌরভ বলল, " চলো না একটু ছাঁদে গিয়ে দোলনায় বসা হোক!"

অনিন্দিতা বলল,' যাওয়ার সময় রান্নাঘরের সবজির ঝুড়ি থেকে নটে শাকের আঁটি নিয়ে যেও তো, শিশির ভেজা হলে টাটকা থাকবে, আমি এখন সিরিয়াল দেখবো, তুমি একাই যাও!'

সৌরভ রাগে গজগজ করতে করতে শাকের আঁটি নিয়ে ছাদে চলে গেল। রাগারাগি সে পছন্দ করে না তাই কিছু বলল না! কোথায় ভেবেছিল বউ কে নিয়ে দোলনা দুলবে। ধুর যাচ্ছে তাই হয়ে গেল। সিগারেট টেনে একাই দোলনা দুলে রুমে এলো। অনিন্দিতা তখন শুয়ে পরেছে! সৌরভ পাশে শুয়ে গা ঘেঁষে অনিন্দিতা কে নিজের দিকে ঘোরালো অতঃপর তাকে জড়িয়ে ধরে পিঠে হাত দিতেই অনিন্দিতা বলল,

" হ্যাঁ হ্যাঁ ও জায়গাটায় মশা কামড় দিয়ে পালিয়েছে, তুমি একটু ভালো করে হাত দিয়ে দাও, আমার হাত পৌঁছাচ্ছে না!"

সৌরভ অতিব বিরক্ত হয়ে তার বলা মতো কাজ করলো। অনিন্দিতা বলল, " হয়েছে হাত সরাও, তোমার হাত তো না, যেন জং ধরা লোহার টিন, জ্বালা করছে!"

সৌরভ ধুর বলে পিছনে ঘুরে শুয়ে পড়লো। আবার কি মন হলো অনিন্দিতার দিকে ঘুরে বলল," এসো একটা চুমু দিই!'

অনিন্দিতা রাগি গলায় বলল, " ছিঃ সিগারেটের গন্ধ দূর যাও!"

সৌরভ বলল, "ব্রাশ করে আসি!"

" না টুথপেস্ট শেষ, কাল সকালে ব্রাশ করবে! এখন ঘুমাও!"

সকালে ঘুম থেকে উঠে সৌরভ দেখল, অনিন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে, সৌরভ উঠে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল,

" আজ নদীর পাড়ে ঘুরতে যেতে ইচ্ছা করছে!"

অনিন্দিতা আয়নার দিকে তাকিয়ে বলল, " গেলেই হয়!"

'সত্যি যাবে?'

' হুম, যাওয়ার সময় ঠাকুর ঘর থেকে গঙ্গা জলের বোতল গুলো নিয়ে নিও, গিয়ে জল নিয়েই চলে আসবো!'

সৌরভ চোখমুখ কুঁচকে বিরক্ত ভরা কন্ঠে বলল,

" এত আনরোমান্টিক কেন তুমি, আমরা একান্তে যেতে চাই। ঘুরতে চাই, প্রেম করতে চাই!"

বলে সে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল।

সন্ধ্যায় সে অফিস থেকে ফিরতে অনিন্দিতা তাকে গিয়ে জড়িয়ে ধরে। সৌরভ ভড়কে গিয়ে বলল,

" অনি কি ব্যাপার আজ হঠাৎ ..."

" চলো না বাহিরে ঘুরে আসি!"

"সত্যি যাবে?"

" হুঁ!"

সৌরভ ভ্রু কুঁচকে বলল,

" শপিং করতে না তো?"

অনিন্দিতা হেসে বলল," তুমি কি করে বুঝলে?"

সৌরভ ছিটকে সরে গিয়ে বলল," আমি যাব না!"

অনিন্দিতা কোমরে বাম হাত দিয়ে হিহি করে হেসে
বলল," তুমি না গেলেও চলবে!"

' আমি না গেলে কিনে দেবে কে?'

অনিন্দিতা ডান হাত সামনে এনে হাত নাচালো।

সৌরভের মাথায় হাত! তাকে জড়িয়ে ধরার বাহানায় পকেট থেকে ক্রেডিট কার্ড হাতিয়ে নিয়েছে অনিন্দিতা!

অনিন্দিতা হেলেদুলে রুম থেকে বেল হতে হতে গাইলো..." ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক!"

সৌরভ মাথায় হাত দিয়ে খাটে বসে গাইলো.."

"হাইরে কেন করলাম বিয়ে, কেঁদে কেঁদে মরি...."

সমাপ্ত

আনরোমান্টিক

22/06/2024

- একমাত্র ফেসবুক ছাড়া,
- আর কারো বুকেই জায়গা হয়নি আমার!! 🥹🥹

12/06/2024

আজ আর কাল গল্প পোস্ট করবো না!!

05/06/2024

- অতিরিক্ত সরল হতে যেওনা,
এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে!! 💔🌸😊

আপনার দেখা সেরা ভূতের মুভি কোনটি?
19/03/2024

আপনার দেখা সেরা ভূতের মুভি কোনটি?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RKR Brother posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share