Anam The Explorer

Anam The Explorer সবার ভালোবাসা চাই ।
আমি আপনাদের পাশে আছি সবসময় ❤️
ইনশাআল্লাহ 🍀
(449)

21/06/2025

hi

24/05/2025

🔥 পড়াশোনার নাটক বন্ধ করো 🔥বই হাতে নাও। টেবিলে বসো। এখনই শুরু করো।“পড়া হচ্ছে না”, “অনেক পিছিয়ে গেছি”—এসব মেরুদণ্ডহীন অজুহ...
07/05/2025

🔥 পড়াশোনার নাটক বন্ধ করো 🔥

বই হাতে নাও। টেবিলে বসো। এখনই শুরু করো।

“পড়া হচ্ছে না”, “অনেক পিছিয়ে গেছি”—

এসব মেরুদণ্ডহীন অজুহাত।

কেউ তোমাকে আটকে রাখেনি। কেউ বলেনি তুই পারবি না।

তুমি আগেই ফাঁকি দিছো।

এখন আরো বেশি সময়, আরো বেশি পরিশ্রম দরকার।

ভিক্টিম সেজে লাভ নাই।

তোমার স্বপ্ন, তোমার দায়িত্ব।

চলো, আজ থেকেই যুদ্ধ শুরু হোক!

ফাইটার হয়ে ওঠো — ফাঁকিবাজ নয়।

✍️ নিজের প্রতি কমিটমেন্ট নাও।

⏰ এখনই সময়। নয়তো কখনো না।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।গ...
03/05/2025

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন💜

💙১ম অংশ:

এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

💙২য় অংশ:

হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

💙৩য় অংশ:

কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

💙চতুর্থ অংশ:

এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী

নতুন ১০০ টাকার নোট। ডলার ডলার স্টাইল আছে..!
30/04/2025

নতুন ১০০ টাকার নোট।
ডলার ডলার স্টাইল আছে..!

মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে:- ঢাকার ভিতরে সহজে কোথায় কোথায় যেতে পারবেন!!টাইম লাইনে রেখে দিতে পারেন.. ❤১)  উত্তরা_উত্তর...
29/04/2025

মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে:- ঢাকার ভিতরে সহজে কোথায় কোথায় যেতে পারবেন!!

টাইম লাইনে রেখে দিতে পারেন..

❤১) উত্তরা_উত্তর_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

❤️২) উত্তরা_সেন্টার_স্টেশনে_নামলে:-Metro Station - (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৩) উত্তরা_দক্ষিণ_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৪) পল্লবী_স্টেশনে_নামলে:-(Metro Station - Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৮০ টাকা।

❤৫) মিরপুর_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৭০ টাকা।

❤৬) মিরপুর_১০_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৭) কাজীপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৮) শেওড়াপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤৯) আগারগাঁও_স্টেশনে_নামলে:-(Metro Station - Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤(১০) বিজয়_সরণী_স্টেশনে_নামলে:-(Metro Station - Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

❤(১১) ফার্মগেট_স্টেশনে_নামলে:-(Metro Station - Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১২) কাওরান_বাজার_স্টেশনে_নামলে:-( Metro Station - Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১৩) শাহবাগ_স্টেশনে_নামলে:-(Metro Station - Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤১৪) ঢাকা_বিশ্ববিদ্যালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৫) বাংলাদেশ_সচিবালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৬) মতিঝিল_স্টেশনে_নামলে:-( Metro Station - Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।

👉টাকা সম্পর্কে ৫০ টা উক্তি  ✔️3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।5. এটা স্বার্থপর দুনিয...
22/04/2025

👉টাকা সম্পর্কে ৫০ টা উক্তি ✔️

3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।

5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।

7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।

9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।
10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।
12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।

14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!
15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।
16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!
17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।
18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।
19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।
20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।
21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।
22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।
23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!
24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।

27. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।
29. আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন।
30. অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না।
31. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।
32. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।
33. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না…!! যদি আপনার টাকা থাকে।
34. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।
35. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।
36. যে ব্যক্তি টাকার অহংকার করে…! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।
40. টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।
43. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!
44. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!
45. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।
46. টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।
47. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।
48. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!
49. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।
50. স্বার্থ আর অর্থ…!! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

চট্টগ্রাম জেলার ১০৬টি দর্শনীয় স্থানঃ 🔵১. পতেঙ্গা সমুদ্র সৈকত২. ফয়েজ লেক৩. মহামায়া লেক৪. চন্দ্ৰনাথ পাহাড় ও মন্দির৫.  ব...
20/04/2025

চট্টগ্রাম জেলার ১০৬টি দর্শনীয় স্থানঃ 🔵
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. ফয়েজ লেক
৩. মহামায়া লেক
৪. চন্দ্ৰনাথ পাহাড় ও মন্দির
৫. বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
৬. গুলিয়াখালী সমুদ্র সৈকত
৭. কুমিরা ঘাট
৮. ভাটিয়ারী লেক
৯. বাঁশখালী সমুদ্র সৈকত
১০. সোনাইছড়ি ট্রেইল
১১. সুপ্তধারা ঋণী
১২. নাপিত্তাছড়া ঝর্ণা
১৩. লালদীঘি
১৪. খেজুরতলা বীচ
১৫. আকিলপুর সী-বিচ
১৬. খৈয়াছড়া ঝর্ণা
১৭. ঝরঝরি ঝর্ণা
১৮. কমলদহ ঝর্ণা
১৯. সোনাইছড়া ঝর্ণা
২০. বোয়ালিয়া ঝর্ণা
২১. বাওয়াছড়া লেক
২২. হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইল
২৩. হাজারিখিল অভয়ারণ্য
২৪. বাঁশখালী ইকোপার্ক
২৫. কালুরঘাট ব্রিজ
২৬. চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
২৭. বেলগাঁও চা বাগান
২৮. সহস্র ধারা ঝর্ণা
২৯. চট্টগ্রাম ডিসি পার্ক
৩০. জাম্বুরী পার্ক
৩১. ডিসি হিল / নজরুল স্কয়ার
৩২. সিআরবি পাহাড়
৩৩. ছাগল কান্দা পাহাড়
৩৪. চেরাগি পাহাড়
৩৫. চট্টগ্রাম চিড়িয়াখানা
৩৬. হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার
৩৭. হযরত শাহ আমানত (রঃ) মাজার
৩৮. চালন্দা গিরিপথ
৩৯. বোটানিক্যাল গার্ডেন এবং ইকোপার্ক, সীতাকুণ্ড
৪০. আন্দরকিল্লা শাহী মসজিদ
৪১. জাতিতাত্ত্বিক জাদুঘর
৪২. পারকি সমুদ্র সৈকত
৪৩. শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক
৪৪. বুদবুদির ছড়া
৪৫. মুহুরী প্রজেক্ট
৪৬. সন্দ্বীপ
৪৭. কল্পলোক বীচ
৪৮. বাড়বকুণ্ড
৪৯. নেভাল একাডেমি এবং নেভাল এরিয়া
৫০. চেরাগি পাহাড় মোড় (স্মৃতি মিনার)
৫১. কালুরঘাট বেতার
৫২. পার্কির চর
৫৩. বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা, পটিয়া
৫৪. বাটালী হিল
৫৫. কর্ণফুলী টি গার্ডেন
৫৬. মিনি বাংলাদেশ এবং স্বাধীনতা কমপ্লেক্সে
৫৭. মহামুনি বৌদ্ধ বিহার
৫৮. রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
৫৯. বাটারফ্লাই পার্ক
৬০. অভয়মিত্র ঘাট
৬১. ফিশারি ঘাট
৬২. কর্ণফুলী টানেল
৬৩. খানখানাবাদ সমুদ্র সৈকত, বাঁশখালী
৬৪. খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি
৬৫. লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য
৬৬. চুনতি বন্যপ্রাণ অভয়ারণ্য
৬৭. বারৈয়াঢালা জাতীয় উদ্যান
৬৮. বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাশখালী
৬৯. বিপ্লব উদ্যান, শহর
৭০. খেজুরতলা পর্যটন কেন্দ্র
৭১. বাশখালি চা বাগান
৭২. আশুনিয়া চা বাগান
৭৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৭৪. ভুজপুর সংরক্ষিত বনাঞ্চল
৭৫. কর্ণফুলী নদী
৭৬. চট্টগ্রাম বন্দর
৭৭. চারুলতা পার্ক, শহর
৭৮. রানী রাসমনি ঘাট
৭৯. হামিদ চর
৮০. আরসি নগর ফিউচার পার্ক
৮১. শেখ রাসেল শিশু পার্ক
৮২. রেলওয়ে জাদুঘর
৮৩. জিয়া স্মৃতি জাদুঘর
৮৪. কর্ণফুলী নতুন ব্রীজ
৮৫. জাতিসংঘ পার্ক
৮৬. ঠাণ্ডাছড়ি পিকনিক স্পট
৮৭. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৮৮. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব
৮৯. কালুরঘাট বেতার কেন্দ্র
৯০. কেন্দ্রীয় শহীদ মিনার
৯১. গুপ্ত জমিদার বাড়ি
৯২. চাকমা রাজবাড়ি
৯৩. প্রসন্ন কুমার জমিদার বাড়ি
৯৪. পরৈকোড়া জমিদার বাড়ি
৯৫. ভুজপুর জমিদার বাড়ি
৯৬. সত্য সাহার জমিদার বাড়ি
৯৭. চট্টগ্রাম তোরণ
৯৮. মাইজ ভান্ডার দরবার শরীফ
৯৯. শমসের গাজীর কেল্লা
১০০. আমানত শাহ দরগাহ
১০১. ভুজপুর রাবার ড্যাম
১০২. হারুয়ালছড়ি রাবার ড্যাম
১০৩. দাঁতমারা রাবার বাগান বা সেলফি রোড
১০৪. বাগানবাজার রাবার বাগান
১০৫. হালদা নদী
১০৬. বায়েজিদ লিংক রোড

কতগুলো জায়গা ঘুরে দেখেছেন?

আল্লাহ চাইলে সব সম্ভব 🥰❤️
15/04/2025

আল্লাহ চাইলে সব সম্ভব 🥰❤️

মনের খাওয়াই বড় খাওয়া..😆👀
14/04/2025

মনের খাওয়াই বড় খাওয়া..😆👀

ওরে ভাই!! এই গ্রামে কারা থাকে রে ভাই? ইশশ্‌ কি সুন্দর রে সুবহানআল্লাহ ❤️
14/04/2025

ওরে ভাই!!
এই গ্রামে কারা থাকে রে ভাই? ইশশ্‌ কি সুন্দর রে সুবহানআল্লাহ ❤️

এই ছবিটার অর্থ যে লিখতে পারবে সে নিঃসন্দেহে  ব্রিলিয়ান্ট।🫥
08/03/2025

এই ছবিটার অর্থ যে লিখতে পারবে সে নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট।

🫥

Address

Saidpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anam The Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category