কথাবলি

কথাবলি প্রাণ, প্রকৃতি ও জীবনের কথা বলি।
একটি ?

প্রাণ, প্রকৃতি ও জীবনের কথা বলি। এই স্লোগান নিয়ে সাক্ষাৎকারভিত্তিক এই অনলাইন জানালা ও আর্কাইভ। পৃথিবীর সকলশ্রেণির মানুষের কতিপয় সাক্ষাৎকার এই জানালায় প্রকাশ হবে এবং এইখানে সংরক্ষণ হবে।

ইস্টিশন প্রকাশনীর প্রথম বই ‘শোনো এইখানে বর্ষাকালে বৃষ্টি হয়’ সমুদ্র বই উৎসব, কক্সবাজারে  থাকবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
16/02/2024

ইস্টিশন প্রকাশনীর প্রথম বই ‘শোনো এইখানে বর্ষাকালে বৃষ্টি হয়’ সমুদ্র বই উৎসব, কক্সবাজারে থাকবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

কুসুমের দেশে সন্ধ্যা চিরদিন, এই জেনে ফুরিয়ে যাই কী এক অপরূপ বেদনায়! আমার শিরার ভেতর রক্ত নেই, আছে শুধু প্রেম। আমাকে ধারণ...
16/02/2024

কুসুমের দেশে সন্ধ্যা চিরদিন,
এই জেনে ফুরিয়ে যাই কী এক অপরূপ বেদনায়!
আমার শিরার ভেতর রক্ত নেই, আছে শুধু প্রেম।
আমাকে ধারণ করবে কে আছে এমন সেই দেশে?
নয়নতারার পাঁচটি পাপড়িতে মৃত্যুলেখ শাদা,
কুসুমের দেশে বাকি ফুল সব ধূলি আর কাদা।

বইটাতে আছে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমার লেখা কবিতা থেকে নেয়া ৬০টি কবিতা। এ ছাড়া শেষে থাকছে ২১ বছর আগে লেখা ১টি দীর্ঘ কবিতা।

দাম ১২০ টাকা।
ঐতিহ্য
প্যাভিলিয়ন নম্বর ২৫

আল মাহমুদের মৃত্যুদিনে আত্মবিক্রয়ের বিজ্ঞাপন বুনন প্রকাশন, স্টল ১৩৩
15/02/2024

আল মাহমুদের মৃত্যুদিনে আত্মবিক্রয়ের বিজ্ঞাপন

বুনন প্রকাশন, স্টল ১৩৩

বাতিঘরে পাওয়া যাচ্ছে। গায়ের দাম: ৩০০ টাকা। গল্পসূচি: জ্যামিতি বই ৯ উলটা টান ১৪রংটানা ১৯গোপন রুমাল ২১হাওয়াচুর ২৭ডুবোজ্বর ...
23/11/2023

বাতিঘরে পাওয়া যাচ্ছে।
গায়ের দাম: ৩০০ টাকা।

গল্পসূচি:
জ্যামিতি বই ৯
উলটা টান ১৪
রংটানা ১৯
গোপন রুমাল ২১
হাওয়াচুর ২৭
ডুবোজ্বর ৩০
বটফুল ৩৬
অন্ধনথ ৩৯
বেহালার বাক্স ৪৩
ঝাঁপতাল ৪৯
করাতিয়াক্যাম্প ৫৪
ছায়ার ডানা ৬১
নদীমদ ৬৪
প্রিয়তম দুঃখ ৬৭
হেল্পিংহ্যান্ড ৭৬

12/11/2023

একদিন সন্ধ্যায় আমাদের কুকুরটা উঠানে এসে ছটফট করতে করতে মুখে ফেনা তুলে মরে গেল। তার পাশে বসে আমি অনেক রাত পর্যন্ত কাঁদলাম।

আমাদের বাড়ির পেছনের বাড়ির লোকজন ভয়ানক অভাবে ছিল বলে তাদের একটা বক্সখাট আম্মার কাছে বিক্রি করে দিলো। খাটের পেটে সিন্দুক ছিল। আমি সেই সিন্দুকে রেখে দিলাম আমার পুতুলের জামা-কাপড় আর খেলনাবাড়ি আর ঘর, রেখে দিলাম সুঁই সুতা।

আমাদের বাড়ির পেছনের বাড়ির লোকজন কুকুরটাকে সেইদিন সন্ধ্যায় ভাতের ফ্যানের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দিয়েছিল যত্ন করে। কুকুরটার গায়ের রং কালো। বয়স আমার সমান। আমি তৃতীয় শ্রেণিতে পড়ি।

কুকুরটা মরে যাওয়ার পর খাটের পেটে রেখে দিলাম কুকুরের একহাত লেজ। নদীতে ফেলে দেওয়ার আগে স্মৃতিচিহ্ন ভেবে আমি লেজটা কেটে নিয়েছিলাম সঙ্গোপনে। মরে যাওয়ার পর কুকুরের লেজ সোজা হয়, জেনেছি প্রথম সেদিন।

‘রাজহাঁস যেভাবে মাছ হয়’ আমার দ্বিতীয় গল্পের বই। ছাপা হয়েছিল চৈতন্য থেকে ৭ বছর আগে, ২০১৬ সালে। এই বই দীর্ঘদিন বাজারে ছিল ...
11/11/2023

‘রাজহাঁস যেভাবে মাছ হয়’ আমার দ্বিতীয় গল্পের বই। ছাপা হয়েছিল চৈতন্য থেকে ৭ বছর আগে, ২০১৬ সালে। এই বই দীর্ঘদিন বাজারে ছিল না। এখন আবার ছাপা হচ্ছে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে। হয়তো সামনের মাস থেকেই পাওয়া যাবে।

‘ডুবোজ্বর’ আমার লেখা প্রথম গল্পের বই। ছাপা হয়েছিল ঋতবর্ণ প্রকাশন থেকে ১১ বছর আগে, ২০১২ সালে। বইয়ের কিছু গল্প কলেজে পড়ার ...
11/11/2023

‘ডুবোজ্বর’ আমার লেখা প্রথম গল্পের বই। ছাপা হয়েছিল ঋতবর্ণ প্রকাশন থেকে ১১ বছর আগে, ২০১২ সালে। বইয়ের কিছু গল্প কলেজে পড়ার সময়, বাকি গল্প বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লেখা। এই বই দীর্ঘদিন বাজারে ছিল না। এখন আবার ছাপা হচ্ছে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে। হয়তো সামনের মাস থেকেই পাওয়া যাবে।

10/11/2023

সন্ন্যাসের ঘুমের ভিতর একটা লেলিহান আকাশ। আকাশের লকলকে জিভে লেখা আছে শিশুহত্যার সাবলীল ইশারা। তুমিও জানো, আমরা প্রতিদিন কার প্রতীক্ষা করি। পুরনো সেফটিপিনে গেঁথে নিয়ে আশ্রয়, আমরা দাঁড়াই।

আমাদের লাল, কমলা, হলদে, সবুজ, আসমানি, নীল, বেগুনি দিনগুলি কেবলই লাল হয়ে যাচ্ছে। আমাদের স্বপ্নের সমান পদচ্ছাপ মুছে দিচ্ছে কারা তুমিও জানো, জানি আমিও। তারা আমাদের বিনামূল্যে সরবরাহ করছে হুইলচেয়ার আর আকাশভর্তি ক্রাচ।

আমরা শুনেছিলাম জন্ম, শুনেছিলাম জন্মের ভিতর মৃত্যুর গান ডেথসিম্ফনি, অ্যামাদিউসের শেষ নিশ্বাস। সোনালি ক্লেদে চোখের রং পালটে যায় জেনে ঘুমঘুম সাঁঝ ভুলে যাই। ঝরাপাতা এক হাওয়ায় ঘুরে ঘুরে হয়ে যায় হাওয়ার সতীন। আর উষ্ণতা ফুরিয়ে যায় অনন্ত সময় ধরে।

দৃশ্যের ভিড়ে ফুরিয়ে যায় দৃষ্টি। দেখো, পৃথিবীর সব লালবই শাদাকালো হয়ে যাচ্ছে। সাইক্লপ্সের অনুভূতির ছুরিতে আদিগন্ত বিদীর্ণ হচ্ছে পৃথিবীর পেট। এই পৃথিবী আমাদের নয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কথাবলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কথাবলি:

Share