Lisa's Window

Lisa's Window Allah is the greatest planner.I am happy the way Allah has planned it. Favorite Photography,Cooking,Home decor,
Writing, Recitation,Travelling.
(152)

ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখতে হয় ❤️🕊️যত্ন এমন এক জিনিস, যা সবকিছুকেই সুন্দর করে তোলে এবং সুন্দর রাখে।সেটা হোক সম্পর্ক ...
30/10/2025

ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখতে হয় ❤️🕊️
যত্ন এমন এক জিনিস, যা সবকিছুকেই সুন্দর করে তোলে এবং সুন্দর রাখে।সেটা হোক সম্পর্ক কিংবা অন্য কিছু।
যত্নে থাকুক সবার সবকিছু।
লেখা ও ছবি :Sharmin Lisa

29/10/2025

Swimming time in matita 🏊‍♀️


আমরা সবাই একটু সুখের খোঁজে অবিরাম ছুটে চলি। এই ক্ষণস্থায়ী জীবনে সুখের স্পর্শ পেতে আমাদের চেষ্টার শেষ নেই। কেউ প্রাচুর্য...
29/10/2025

আমরা সবাই একটু সুখের খোঁজে অবিরাম ছুটে চলি। এই ক্ষণস্থায়ী জীবনে সুখের স্পর্শ পেতে আমাদের চেষ্টার শেষ নেই।
কেউ প্রাচুর্যের মধ্যে সুখ খোঁজে, কেউ বা সাধারণ জীবনযাত্রার মাঝে। কেউ আবার ভালো কাজ এবং সুন্দর সম্পর্কের মধ্যে প্রকৃত আনন্দ খুঁজে নেয়।
​আসলে সুখ কি!
সুখই কি আমাদের গন্তব্য!
এটি এক ধরণের মানসিক শান্তি ও স্বস্তি।
আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, কৃতজ্ঞতা ও সন্তুষ্টির মাধ্যমেই সেই কাঙ্ক্ষিত সুখের অনুভূতি পাওয়া সম্ভব। অন্যের প্রতি দয়ালু হওয়া, সুসম্পর্ক বজায় রাখা এবং নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা - এগুলিই আমাদের জীবনকে সুখী করতে পারে।
সুখ আসলে আপেক্ষিক এক অনুভূতির ব্যাপার।
লেখা ও ছবি :Sharmin Lisa

28/10/2025

ভালোবাসি ❤️

সকাল সকাল শান্ত স্নিগ্ধ পরিবেশ মনটাকেও করে দেয় শান্ত। মন শান্ত তো পৃথিবীর সবকিছু শান্ত 😁আলহামদুলিল্লাহ.. আপাততো মনটা শা...
28/10/2025

সকাল সকাল শান্ত স্নিগ্ধ পরিবেশ মনটাকেও করে দেয় শান্ত। মন শান্ত তো পৃথিবীর সবকিছু শান্ত 😁
আলহামদুলিল্লাহ.. আপাততো মনটা শান্তই আছে 😁
তবে কতক্ষণ সেটা থাকবে বলা যাচ্ছে না..
কারণ ভবিষ্যৎ তো আমরা কেউ জানিনা 🤔
তবে সবাই ভালো থাকুক সবার মন শান্ত থাকুক, এই প্রত্যাশাই করি সব সময় 🤲
লেখা ও ছবি :Sharmin Lisa

27/10/2025

Mati ta

সকাল সকাল এই কবুতর দম্পতি আমার মন ভালো করে দিলো 😁এই কবুতর দম্পতিদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো 🤲এবার একটু জ্ঞানের কথ...
27/10/2025

সকাল সকাল এই কবুতর দম্পতি আমার মন ভালো করে দিলো 😁
এই কবুতর দম্পতিদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো 🤲
এবার একটু জ্ঞানের কথা বলি 🫣🤭
বাঙালি বলে কথা 🤣🤣
প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল কবুতর দিয়ে চিঠি পাঠানো, যা 'পায়রা ডাক' নামে পরিচিত 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে মিশরে এর প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় এবং পরে গ্রিক, রোমান, মঙ্গল সম্রাট চেঙ্গিস খানসহ বিভিন্ন সভ্যতা ও সেনাবাহিনীতে এর প্রচলন ঘটে। বিশেষভাবে প্রশিক্ষিত 'হোমিং পিজন' বা বার্তাবাহক পায়রারা তাদের অসাধারণ দিক-নির্দেশক ক্ষমতার জন্য নির্বাচিত হতো।
বিজ্ঞানীরা মনে করেন, তাদের শরীরে এক ধরনের 'জিপিএস'-এর মতো ব্যবস্থা রয়েছে, যা তাদের পথ চিনতে এবং বহু দূর থেকে নিজেদের বাসায় বা নির্দিষ্ট গন্তব্যে দ্রুত (ঘণ্টায় প্রায় ৮০-৯০ কিমি) ফিরতে সাহায্য করত। একটি ছোট্ট, হালকা কাগজে বার্তা লিখে কবুতরের পায়ে বেঁধে দেওয়া হতো।
টেলিগ্রাফ আবিষ্কারের আগে পর্যন্ত দূরপাল্লার জরুরি সংবাদ, সামরিক বার্তা এবং অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ ঘটনার ফলাফল জানাতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য ছিল।

তথ্য :গুগল মামা
লেখা ও ছবি :Sharmin Lisa

26/10/2025

Train

এই দেশে মেয়ে হয়ে জন্মানো মানেই হাজারটা সমস্যা মাথায় নিয়ে জন্মানো ☹️মেয়েরা ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ ☹️চারদিক...
26/10/2025

এই দেশে মেয়ে হয়ে জন্মানো মানেই হাজারটা সমস্যা মাথায় নিয়ে জন্মানো ☹️
মেয়েরা ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ ☹️
চারদিকে শুধু বিপদ আর বিপদ ☹️
আল্লাহ সবাইকে হেফাজত করুক, বিপদ থেকে রক্ষা করুক 🤲
প্রতিটি মেয়ের জীবন হোক সুস্থ, সুন্দর, নিরাপদ আর আনন্দময় 🤲
লেখা ও ছবি :Sharmin Lisa

25/10/2025

Mati ta,Bhatiary, Chittagong


সন্ধ্যা নামার আগে সূর্য্যি গেলো পাটে। দিন শেষের ক্লান্ত আলো ধীরে ধীরে মিলিয়ে যায় পশ্চিম দিগন্তে। আকাশের রঙে লাগে সোনা আর...
25/10/2025

সন্ধ্যা নামার আগে সূর্য্যি গেলো পাটে। দিন শেষের ক্লান্ত আলো ধীরে ধীরে মিলিয়ে যায় পশ্চিম দিগন্তে। আকাশের রঙে লাগে সোনা আর সিঁদুরের ছোঁয়া। গাছপালা আর প্রকৃতিতে দিনের শেষ আলো এক মায়াবী আভা ছড়িয়ে দেয়। এই সময়টা মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়, যা সারাদিনের কর্মব্যস্ততা ভুলিয়ে দেয়।
মাগরিবের ওয়াক্ত, চারদিকের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি শোনা যায়। নামাজ শেষে কোরআন তেলাওয়াতের পর এক কাপ চা যেনো মনের মধ্যে প্রশান্তি এনে দেয়।
লেখা ও ছবি :Sharmin Lisa

24/10/2025

Mati ta, Bhatiary, Chittagong

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lisa's Window posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share