Boxoffice Nex Global

Boxoffice Nex Global Next Step

28/03/2025

জয়া আহসানকে 'জিম্মি' করেছেন নির্মাতা আশফাক নিপুণ! কিন্তু কেন....?

জিম্মি এখন স্ট্রিম করছে ওটিটি প্লাটফর্ম 'হইচই' তে।
দেখে নিতে পারেন দেশীয় স্ক্যাম ও ঘুণে ধরা সিস্টেমের গভীরের গল্প!

28/03/2025

ছোটপর্দায় কিংবা বড়পর্দায় নবীন অভিনেতাদের আগমনের পথটা কখনোই মসৃণ হয় না। লাইট ক্যামেরা এ্যাকশনের আলো ঝলমলে এই শোবিজ জগতের নেশায় একবার যে বুদ হয়েছে। সে কখনোই এই নেশা কাটিয়ে উঠতে পারে না। অনেক নবীন ছেলে মেয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য। তাদেরই একজন নবীন অভিনেতা ও মডেল মৃন্ময় অমিত৷ মডেলিং ও ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়েই তিনি চেষ্টা করে চলেছেন নিজেকে প্রতিষ্ঠিত করার। ছোটপর্দায় উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে (নাটক) : কাল্পনিক, রাইটার, ভালোবাসার বিয়ে, মায়া ইত্যাদি। এছাড়াও মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। 'পাঠাও' এর ওভিসিতেও দেখা গেছে তাকে। কাজগুলো দেখে মনে হয়েছে, ছেলেটি পরিশ্রমী। নিজের ক্যারেক্টারে যতটুকু স্পেস পাচ্ছেন, সে তার মতো করে ভালো করার চেষ্টা করছেন। সম্ভাবনাময় এই অভিনেতা 'মেঘমালা দ্বীপ এ রহস্য' নামের একটি ওয়েবফিল্মেও অভিনয় করেছেন সম্প্রতি।

So True
27/03/2025

So True

'৮৪০' এর এই দৃশ্যটি যেন এদেশের নোংরা রাজনীতির বাস্তব চিত্র!

নেতা নিজেই রাজনৈতিক স্বার্থ হাসিলে সাধারণ মানুষের ক্ষতি করে, তারপর সেখানে গিয়ে আবার নিজেই মায়াকান্না করে!

🎞️৮৪০
🎬মোস্তফা সরোয়ার ফারুকী
📺 টফি

24/03/2025
24/03/2025

জিম্মি' ফ্যানমেইড পোস্টার ডিজাইন কম্পিটিশন!
আপনার কাছে যদি কোন ক্রিয়েটিভ আইডিয়া থাকে এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকে। তাহলে আপনি পাচ্ছেন জিম্মি'র পোস্টার ডিজাইন করার সুবর্ণ সুযোগ। এই কম্পিটিশনে বিজয়ী ডিজাইনারের পোস্টারটিকেই জিম্মি টিম ২য় অফিসিয়াল পোস্টার হিসেবে প্রকাশ করবে। এই সুযোগটিকে কাজে লাগাতে এই কম্পিটিশনে অংশ নিতে পারেন আপনিও!

কম্পিটিশনে অংশগ্রহণের নিয়মাবলি কমেন্টবক্সে ⬇️

24/03/2025

যা দেখি সব সত্যি না, আবার সব মিথ্যাও না। সবই চক্কর। সত্য আর মিথ্যার চক্কর। এই চক্করে হারিয়ে যেতে তৈরি তো?

CHOKKOR 302 - চক্কর ৩০২
A FILM BY SARAF AHMED ZIBON

অভিনন্দন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজিব!❤️
24/02/2025

অভিনন্দন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজিব!❤️

হাজারো তরুণের হৃদয় ভেঙে দিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজিব এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অভিনেত্...
17/02/2025

হাজারো তরুণের হৃদয় ভেঙে দিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজিব এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী!

দারুণ ব্যাপারতো!
11/02/2025

দারুণ ব্যাপারতো!

05/02/2025

Best Party Song !

শুভর লাক টা খুব খারাপ।ক্যারিয়ারের কথা ধরলে বলবো, তার অনেক বেশি সম্ভাবনা ছিলো।বেশ পরিশ্রমী, নাচ -ফাইট ভালো পারে বাট অভি...
04/02/2025

শুভর লাক টা খুব খারাপ।ক্যারিয়ারের কথা ধরলে বলবো, তার অনেক বেশি সম্ভাবনা ছিলো।বেশ পরিশ্রমী, নাচ -ফাইট ভালো পারে বাট অভিনয় টা দুর্বল।যারা ফলে ক্যারিয়ারে কিছু ভালো সিনেমা করেও সফল হয়নি। সিনেমাহলে ক্যারিয়ারে মাত্র ৩ টি হিট।তার মাঝে ২ টির ক্রেডিট শাকিব খান বা মাহির।শুধুমাত্র অরজিনাল হিট একটা ঢাকা এটাক।বাট সেটাও প্রযোজক টাকা পায়নি।তবে সিনেমাহলে ব্লকবাস্টার ব্যবসা করছে।সিনেমাহলে হিট মানে সেটাই হিট। ক্যারিয়ারে মাত্র ১ টা হিট যেটা একজন লীড হিরোর সাথে খুব বেমানান।যদিও তার ভক্তরা অনেক সিনেমাকে হিট ধরলেও তা কোন ভাবে হিট না। তা সিনেমার মানুষরা ভালো জানে।

তারপর ক্যারিয়ারে সবচেয়ে বড় সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেন।মুজিব সিনেমা নিয়ে তার স্বপ্ন ছিল অনেক বড়।বাট সেখানেও ভাগ্য খারাপ।লীগ সরকার পতনের পর শুভর ক্যারিয়ার আরো হুমকির মুখে।সাধারন দর্শক শুভ কে মুজিব হিসেবে ভাবে এবং ট্রল করে।যদিও শুভ অভিনয় করছে জাস্ট, তাকে ট্রলের কিছু নেই।

শুভর ক্যারিয়ারে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না।পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে ভিলেন রোল করে ক্যারিয়ারে নতুন মাত্রা পেয়েছিলো।এবার তার আবার ভিলেন রোলে ফেরা উচিত। তবুও শুভকামনা রইলো, তিনি যেন ভালো কামব্যাক করে।

আমাদের ছোটবেলার ইমোশন জড়িয়ে আছে আমির খানের এই ছবিটির সাথে। দেখা যাক এর সিকুয়েল আদৌ আসে কি না!
01/02/2025

আমাদের ছোটবেলার ইমোশন জড়িয়ে আছে আমির খানের এই ছবিটির সাথে। দেখা যাক এর সিকুয়েল আদৌ আসে কি না!

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boxoffice Nex Global posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share