17/07/2025
📢 লেখা আহ্বান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
প্রিয় আরবিপ্রেমী, সাহিত্যপ্রিয় ও চিন্তাশীল পাঠকগণ,
আশা করি, মহান রবের অপার অনুগ্রহে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। জেনে খুশি হবেন অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আপনাদের প্রিয় আরবি ম্যাগাজিন আল- মিদাদের জুলাই গণঅভ্যুত্থান বিশেষায়িত সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে।
এই বিশেষ সংখ্যায় থাকছে বাংলাদেশের আরবি সাহিত্যিক ও ভাষাবিদদের অভ্যুত্থান নিয়ে, স্মৃতিচারণ, বিশ্লেষণধর্মী প্রবন্ধ, সাহিত্য রচনা । আর এই ঐতিহাসিক সংখ্যায় আপনার নাম স্মরণীয় করে রাখতে পাঠিয়ে দিন আপনার সেরা আরবি রচনা।
✍️ লেখার জন্য প্রস্তাবিত বিভাগসমূহ:
•ইতিহাসের পাতায় জুলাই মাসে সংগঠিত হওয়া আন্দোলন সমূহ।
•বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ।
•ঘটনা প্রবাহ
•আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা
উত্তাল দিনগুলোর ভয়াবহতা
•নৃশংস গণহত্যার বর্ণনা
• আলেমদের ভূমিকা
• ছোট গল্প
• জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠিত লেখকদের লেখা বা গল্পের অনুবাদ।
• গণভ্যুত্থান পরবর্তী জনগণের চাহিদা ও বাস্তবতা।
• ইত্যাদি
📝 লেখা জমাদানের নিয়মাবলী
✅ লেখার ভাষা: আরবি।
✅ সর্বোচ্চ শব্দসংখ্যা: ৭০০ শব্দ।
✅ লেখা পাঠানোর শেষ তারিখ: ,৩১ জুলাই ২০২৫
✅ ইমেইল পাঠানোর ঠিকানা:
📧 [email protected]
✅ হোয়াটসঅ্যাপ নম্বর:
📱 01791197172
01949 5880 55
وَبِاللّٰهِ التَّوْفِيقُ، وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ