
28/08/2025
পুরান ঢাকায় সকালের খাবারে আমার পছন্দের একটি নাম সূত্রাপুরের রহিমের বিরিয়ানি। সকালের নাস্তায় বিরিয়ানি বিষয়টা কেমন না কিন্তু আপনি যদি একবার সকালে এই বিরিয়ানিটি কে থাকেন তাহলে বলবেন প্রত্যেক সকালেই বিরিয়ানি দিয়ে সকালের খাবার সম্পূর্ণ হোক। অতিরিক্ত তেল-মসলা বিহীন দারুন স্বাদের একটি বিরিয়ানি। বিরিয়ানিটি খেতে হলে অবশ্যই আপনাকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে গিয়ে খেয়ে আসতে হবে নয়তোবা এরপর গেলে নাও পেতে পারেন।
ছবিতে দেখতে পাচ্ছেন হাফ প্লেট বিরিয়ানি, এইটির দাম ১৬০ টাকা এবং ফুল বিরিয়ানির দাম ৩২০ টাকা।
28 August 2025
゚viralシ