
07/07/2025
লালবাগ জামেয়ায় আজকে তাশরিফ এনেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদরাসা আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম আল্লামা আবু তাহের নদভী।
মুফতি ফজলুল হক আমিনী রহ. ইন্তেকালের আগে দীর্ঘ একুশ মাস গৃহবন্দিত্বের সময় একবার মাত্র ঢাকার বাইরে যাওয়ার অনুমতি নিতে সক্ষম হয়েছিলেন।
আর সেই সফরটি ছিল পটিয়া মাদরাসায় মাওলানা আইয়ুব সাহেবের জানাযায় অংশগ্রহণের উদ্দেশ্যে।
সে সময় এক অভূতপূর্ব ভালবাসার বহিঃপ্রকাশ দেখেছিলাম আমরা। মুফতি আমিনী চট্টগ্রাম আসছেন, এ খবর জানামাত্রই কুমিল্লা টু চট্টগ্রাম কয়েকশত গাড়ির বহর বের হয়েছিল। একটিবার আমিনীকে দেখার জন্য।
চট্টগ্রামের পটিয়া মাদরাসা, হাটহাজারী মাদরাসা, বাবুনগর মাদরাসা দারুল মাআরিফ ও মোজাহেরুল উলুমের সাথে লালবাগের সুসম্পর্ক দীর্ঘ কয়েক দশকের। মুফতি আমিনী রহ. নিয়মিত যাতায়াতের মাধ্যমে এ সম্পর্ককে সুদৃঢ় করেছিলেন। উনার ইন্তেকালের পর সে সম্পর্কে কিছুটা ভাটা পড়লেও আবারো লালবাগ তার জৌলুশ ফিরে পাচ্ছে। আমাদের মুরুব্বি ওলামায়ে কেরামের পদচারণায় মুখরিত হচ্ছে জামেয়ার দফতর।