Tasnuva's Corner

Tasnuva's Corner My Choice My Fashion. "Welcome to my little corner of colors, calm, and creativity.

Here I share visuals, thoughts & moments that matter — sometimes even things you can own."

প্রতিটা সকাল যেন এক নতুন আশীর্বাদ।মন যদি কখনো চুপচাপ হয়ে যায়,তাকে একটু ভালোবাসা দিন, একটু নিজের মতো করে সময় দিন।আজকের...
15/07/2025

প্রতিটা সকাল যেন এক নতুন আশীর্বাদ।
মন যদি কখনো চুপচাপ হয়ে যায়,
তাকে একটু ভালোবাসা দিন, একটু নিজের মতো করে সময় দিন।
আজকের দিনটা হোক আপনার জন্য শান্তিময় আর আনন্দে ভরপুর।
শুভ সকাল 💝

#শুভসকাল

সারাদিন নিজের কর্মক্ষেত্র, ছেলের স্কুল—দুই দিক সামলে এখন একটু নিঃশ্বাস ফেলার সময়।মায়ের দায়িত্বে কোনো ছুটি নেই, কিন্তু প্...
14/07/2025

সারাদিন নিজের কর্মক্ষেত্র, ছেলের স্কুল—দুই দিক সামলে এখন একটু নিঃশ্বাস ফেলার সময়।
মায়ের দায়িত্বে কোনো ছুটি নেই, কিন্তু প্রতিটি ক্লান্তির মাঝে সন্তুষ্টির হাসি লুকানো থাকে।
আলহামদুলিল্লাহ... আজকের দিনটাও ভালোভাবে পার হয়ে গেল।
🌆 শুভ সন্ধ্যা সবাইকে💖

#শুভসন্ধ্যা #মায়েরজীবন #নারীরশক্তি #দিনশেষেরকথা

🌸 শুভ সকাল 🌸বয়সের সঙ্গে সঙ্গে আমরা ভাবি আমরা সব বুঝি।  কিন্তু একটা জিনিস ভুলে যাই—  আমাদের পেছনে যারা নিঃশব্দে সব কিছু ত...
14/07/2025

🌸 শুভ সকাল 🌸
বয়সের সঙ্গে সঙ্গে আমরা ভাবি আমরা সব বুঝি।
কিন্তু একটা জিনিস ভুলে যাই—
আমাদের পেছনে যারা নিঃশব্দে সব কিছু ত্যাগ করেছেন, তাঁরা হচ্ছেন আমাদের পিতা-মাতা।
বাবা-মা ভুল করতেই পারেন। কিন্তু তারা শত্রু না।
তারা আমাদের জীবনের ছায়া।

ইসলাম বলে:
"তাদের 'উফ্' বলো না, ধমক দিও না, আর সম্মানসূচক কথা বলো।"
–(সূরা ইসরা: ২৩)

চলুন, আজকের সকাল শুরু হোক তাঁদের জন্য এক দোয়ার মাধ্যমে:
"হে আল্লাহ, আমার মা-বাবাকে দয়া করুন, যেমন করে তারা আমাকে ছোটবেলায় লালন করেছেন।"
আমিন।

#শুভসকাল

আজকের দিন হোক মনুষ্যত্বে পূর্ণ।মানুষ হবেন না শুধু চেহারায়,হোন হৃদয়ে, ব্যবহারে ও সহানুভূতিতে।কারণ এই গুণগুলোই মানুষকে স...
13/07/2025

আজকের দিন হোক মনুষ্যত্বে পূর্ণ।
মানুষ হবেন না শুধু চেহারায়,
হোন হৃদয়ে, ব্যবহারে ও সহানুভূতিতে।
কারণ এই গুণগুলোই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে।
শুভ সকাল।

#শুভসকাল #মনুষ্যত্ব #ভালোথাকুন #মানবতা

মনুষ্যত্ব আজ কোথায়!😢😢 ゚
12/07/2025

মনুষ্যত্ব আজ কোথায়!😢😢

Big shout out to my newest top fans! 💎 Jahin Zaman, Khairun Nisa Hira, Sharmin Jahan, Fariha Islam, Md Shahabuddin, Muha...
12/07/2025

Big shout out to my newest top fans! 💎 Jahin Zaman, Khairun Nisa Hira, Sharmin Jahan, Fariha Islam, Md Shahabuddin, Muhammad Pabel, Kabir Ahmed

Drop a comment to welcome them to our community,

🌸 শুভ সকাল 🌸জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখনই… এই সকালটা।পুরনো দিনের ক্লান্তি ফেলে রেখে নতুন আশা আর শক্তি নিয়ে এগিয়ে যান স...
12/07/2025

🌸 শুভ সকাল 🌸
জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখনই… এই সকালটা।
পুরনো দিনের ক্লান্তি ফেলে রেখে নতুন আশা আর শক্তি নিয়ে এগিয়ে যান সামনে।
একটা খারাপ দিন মানে জীবন খারাপ নয়।
আলোর জন্য অন্ধকারের প্রয়োজন হয়,
আর সেই আলো এখন আপনার দিকেই আসছে।

#শুভসকাল #নতুনশুরু #অনুপ্রেরণা

শুভ্র সাদা কাঠগোলাপের মতো হোক আমাদের মনও 🤍"নির্মল হৃদয়েই পবিত্রতার আসন, আর পবিত্রতাই শান্তির মূল ভিত্তি।"এই শুভ সকাল শুর...
11/07/2025

শুভ্র সাদা কাঠগোলাপের মতো হোক আমাদের মনও 🤍
"নির্মল হৃদয়েই পবিত্রতার আসন, আর পবিত্রতাই শান্তির মূল ভিত্তি।"
এই শুভ সকাল শুরু হোক এক নির্মল আত্মচিন্তা ও প্রশান্তি নিয়ে। 🌿
আসুন, অন্তরের শুভ্রতাকেই জীবনের শ্রেষ্ঠ অলংকার করি।

#শুভসকাল #নীতিবাক্য #শুভ্রতা
#নির্মলতা #পবিত্রতা

যথারীতি লাইক-কমেন্ট ব্লক😞এই ভগ্ন হৃদয় নিয়েআজও মনে বাজে সেই অমর সুর—“যাও পাখি বল তারে,সে যেন ভোলে না মোরে,সুখে থেকো, ভালো...
10/07/2025

যথারীতি লাইক-কমেন্ট ব্লক😞
এই ভগ্ন হৃদয় নিয়ে
আজও মনে বাজে সেই অমর সুর—
“যাও পাখি বল তারে,
সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো, ভালো থেকো,
মনে রেখো এই আমারে...”

ভালোবাসা কি সত্যিই শেষ হয়?
নাকি শুধু রাত্রিগুলো একটু বেশি নিঃশব্দ হয়ে যায়?

শুভ রাত্রি 🕊️💤
(বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা...)

#শুভরাত্রি
#যাওপাখি #ভালোথেকো

শুভ সকাল 🌹জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলান।চিন্তা, মনোভাব আর সিদ্ধান্ত—এই তিনটিই আপনাকে নতুন গন্তব্যে নিয়ে যাবে।আজ থেক...
10/07/2025

শুভ সকাল 🌹
জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলান।
চিন্তা, মনোভাব আর সিদ্ধান্ত—এই তিনটিই আপনাকে নতুন গন্তব্যে নিয়ে যাবে।
আজ থেকেই শুরু হোক সেই যাত্রা।

নিজেকে বদলান, পরিস্থিতি আপনিই বদলে যাবে।✨

#শুভসকাল #সকালেরশান্তি #ভালোথাকুন #নতুনদিন

📚 আমার এসএসসি রেজাল্টের আগের এক মজার গল্প…আমার এক কাজিন ছিলেন খুব দুর্বল স্টুডেন্ট।এসএসসি-তে টিটিপি আর ইন্টারমিডিয়েট-এ দ...
09/07/2025

📚 আমার এসএসসি রেজাল্টের আগের এক মজার গল্প…
আমার এক কাজিন ছিলেন খুব দুর্বল স্টুডেন্ট।
এসএসসি-তে টিটিপি আর ইন্টারমিডিয়েট-এ দুই ডিগবাজি 😅
আর আমি? বৃত্তিপ্রাপ্ত, শহরের নামকরা স্কুলের প্রথম সারির ছাত্রী।
এসএসসির রেজাল্টের আগে একদিন বললাম –
“আমার জন্য দোয়া করো।”
সে ঠাণ্ডা গলায় আমার মাথায় হাত রেখে দোয়া করলো -
👉 “আল্লাহ পাক তোকে টেনে-টুনে পাস করাইয়া দিক; বল আমিন।” 🙄
আমি শুনে একেবারে হিম 😄

🔚 মরাল অব দ্য স্টোরি:
👉 অপাত্রে দোয়া চাহিবেন না!

📣 এখন কথা আসল বিষয়ে—
আগামী ১০ জুলাই এসএসসির রেজাল্ট।
আমার অসংখ্য প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
🤲 আল্লাহর কাছে একান্ত দোয়া—
তোমাদের প্রত্যেকের স্বপ্ন যেন পূর্ণ হয়।
ভালো ফলাফল যেন তোমাদের জীবনের দরজা খুলে দেয়।
আত্মবিশ্বাসে ভরপুর এক নতুন পথ শুরু হোক সবার 💝

#শুভকামনা #পরীক্ষারফল #ভালোথাকোশিক্ষার্থী

শুভ সকাল ☔দুই-তিন দিন ধরে টানা বৃষ্টিতে প্রকৃতি ভিজে উঠেছে এক কোমল ছোঁয়ায়।🌧️কিন্তু দেশের কিছু অঞ্চলে শুরু হয়েছে বন্যার ...
09/07/2025

শুভ সকাল ☔
দুই-তিন দিন ধরে টানা বৃষ্টিতে প্রকৃতি ভিজে উঠেছে এক কোমল ছোঁয়ায়।🌧️
কিন্তু দেশের কিছু অঞ্চলে শুরু হয়েছে বন্যার আশঙ্কাও।
আল্লাহ্‌ আমাদের সকলকে হেফাজত করুন এই দুর্যোগ থেকে।
আসুন, দোয়া করি — কেউ যেন কষ্টে না থাকে।
আর মানুষের পাশে দাঁড়াই।☔

#শুভসকাল #বৃষ্টি #বাংলারপ্রকৃতি #আল্লাহহেফাজতকরুন

Address

Dhaka

Telephone

+8801671548927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasnuva's Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasnuva's Corner:

Share