CLICK to VISIT

CLICK to VISIT ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত, কারণ আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন।

25/11/2024

শুভ সন্ধ্যা
দেশকে গঠন করবার জন্য আপনার আগে সমাজকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। আরো নজর রাখতে হবে বিদ্যাপীঠের ভেতর। রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে সমাজের মানসিকতা পরিবর্তন ঘটানোর জন্য আমাদের পলিসি তৈরি করবার প্রয়োজনীয়তা অনুভব করছি। উন্নত জাতি গঠনের জন্য যে শুধুই শিক্ষিত "মা" প্রয়োজন ঠিক তেমনটা হলে হয়তো আমাদের সমাজটা ঠিক ধারায় শিক্ষিত হতো। এখনকার সময়ে আমাদের তিনজন মহৎ-ব্যক্তিত্ব প্রয়োজন যা দিয়ে আমাদের সমাজে শৃঙ্খলা আনা সম্ভব হবে।
আমি আমার সমাজের জন্য চাই একজন শিক্ষিত "মা" ; একজন উন্নত মানসিকতা সম্পূর্ণ "শিক্ষক" ; একজন শৃঙ্খলাবদ্ধ "নেতা"।
FJ.

18/10/2024

From today my childhood unqualified desires in my life have come to an end...

__The Unqualified Desire of Childhood.
Writer: 19 February(FJ)

10/10/2024

শুভ সন্ধ্যা।
__পড়াশোনার সংজ্ঞা কি হতে পারে?
হতে পারে অনুধাবন করবার মানসিক বিকাশ, চিন্তা-ধারণা প্রয়োগ করবার অদম্য সাহস এবং প্রাসঙ্গিক বিষয়বস্তুর সঠিকতা যাচাই করবার উচ্চতর-দক্ষতাসম্পূর্ন বিবেচনাবোধ। আমার ছোট পরিসরের প্লাটফর্মে বিশেষত সবাই লেখাপড়ায় অত্যান্ত সফল।
কিন্তু আমার উদ্বেগ যাহা অর্জন তা খরুচে পারদর্শিতা দেখাইবার ফলে আমাদের দেশের ভবিষ্যত পরিকল্পনায় অযাচিতভাবে বিরূপ প্রভাব ফেলিতেছে। বরং যাহা অর্জন তা বিনিয়োগে দক্ষতার পরিচয় দেবার প্রয়োজন।
সতর্কতা__ এখানে টাকার কথা বলা হয় নি।

বিশেষ দ্রষ্টব্য: সাধু চলিত মিশ্রণের জন্য দুঃখিত।

লেখক: স্বাধীনচেতা ছাত্র জনতা।

25/09/2024

আসসালামু আলাইকুম, শুভ দুপুর।
প্রফেসর মুহাম্মদ ইউনুস একজন দারুণ ব্যক্তি। ইহার কোনো বিরোধিতা হতে পারে না। কিন্তু গতকাল রাত তিনি নিউইয়র্কের একটা অনুষ্ঠানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সংগঠিত গণঅভ্যুত্থানের নেপথ্যে যেভাবে শুধুমাত্র ছাত্রদের ভুমিকা তুলে ধরেছেন তা নিঃসন্দেহে সমালোচনার জন্ম দিয়েছে। তাঁর বুঝা উচিত ছিল বর্তমান সময়ের বাংলাদেশের প্রতিটি কোনায় অবস্থান করে থাকা সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামের কথা। ওনার আরো স্মরণ করা উচিত ছিল যে বাংলাদেশের সবচেয়ে পুরানো রাজনীতিক দল বিএনপির গঠনপূর্ববর্তী দর্শন এবং বর্তমান লক্ষ্য। দীর্ঘ সময় আন্দোলন চালিয়ে যাওয়া দুটো বড় রাজনৈতিক দলের ওজন মেপে নেওয়ার ক্ষমতা বোধহয় প্রফেসর মুহাম্মদ ইউনুস এবং ছাত্র সমন্বয়কদের নেই। তাই ওনারা শেখ মুজিবুর রহমানের মতো ক্ষণস্থায়ী ইতিহাস রচনা করবার মিশনে নেমেছে কিনা তা সময়ই বলতে পারবে। তাঁদের উচিত ছিল আন্দোলনের নেপথ্যে থাকা রাজনীতিক দল, ছাত্রসমাজ এবং গনমানুষদের সঠিক ভুমিকা তুলে ধরা। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যদি বৈষম্য টিকে যায় তাহলে এইদেশেও শেখ মুজিবের মতো প্রফেসর মুহাম্মদ ইউনূসের সমালোচনা তৈরি হয়ে থাকবে ইতিহাসের মাঝে। ওনার উচিত এই আন্দোলনের সঠিক বিষয়াদি পর্যালোচনা করে বাংলাদেশের অভ্যন্তরে এবং বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা।

বিশেষ দ্রষ্টব্য: পক্ষের বিপক্ষের সবাই আমরা বাংলাদেশী।
লেখক: স্বাধীনচেতা ছাত্র জনতা।

09/09/2024

কালকে ছাত্রদের দ্বারা আত্মপ্রকাশ করা 'জাতীয় নাগরিক কমিটির দর্শন' আর 'বিএনপির' গঠনতন্ত্রের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পেলাম না।
এতো দল তৈরি না করে দেশের বৃহত্তর স্বার্থে ইসলামিক জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী দুই বড় দলের মধ্যে ঐক্য তৈরি করতে পারলেই কেবলমাত্র দেশে সাম্যবাদ প্রতিষ্ঠা করা সম্ভব হতো।

দেশের রাজনীতিতে ঐক্য তৈরি করে বৈদেশিক রাজনীতিতে মনোযোগী হওয়া প্রয়োজন। নতুবা ভবিষ্যতে আমাদের ঝুঁকি মোকাবেলায় আরো কঠিন সময় অতিবাহিত করবার প্রয়োজন হতে পারে।

চলুন, আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ত্যাগ স্বীকার করে একটা গতিশীল বাংলাদেশ তৈরিতে মনোনিবেশ করি।

04/09/2024

সকল কিছু বাদ দিয়ে আসুন সবাই গোল হয়ে বসি। অন্যেকে নিয়ে সমালোচনা ও দোষ চাপিয়ে দেবার তর্ক এরিয়ে আসুন। গঠনমূলক আলোচনা দিয়ে সমাধানের পথে চলুন অগ্রসর হই।

26/08/2024

শুভ সকাল, আসসালামু আলাইকুম।
'প্রেম' অদ্ভুত রকম সুন্দর। তবে কি প্রেমকে সুন্দর বলিয়া উদ্ভাসিত হবো?
__নাহ! ইহা সৌন্দর্যের অন্তর্নিহিত অনুভবের বহিঃপ্রকাশ ঘটে শব্দচয়ন উঠিয়াছে__ 'প্রেম' নামক শব্দ। আকর্ষণীয় সৌন্দর্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। যদি আপনি একক শব্দে সৌন্দর্যকে প্রকাশ করিতে চান, তথাপি 'প্রেমময়' বলিয়া বহিঃপ্রকাশের সমাপ্তি ঘটাতে পারেন__।

শুনিবো জনতার প্রতিধ্বনি দেখিবো উল্লাস,
যদিই আমরা করিতে পারি বাংলার সাম্যবাদ।
রাখিতে হবে জনতার বিশ্বাস,
নহিলে প্রেমের ঘটিবে শেষ নিশ্বাস।
প্রেমময় বাংলায় আসিও সবাই শরতের শেষান্তে,
সযত্নে রাখিয়াছি বাংলার স্বাধীনতাকে আঁকড়ে।

বিশেষ দ্রষ্টব্য: এখানে সাম্যবাদ বলতে জন অধিকারের সমতা পর্যন্ত সীমাবদ্ধ।

লেখক: স্বাধীনচেতা ছাত্রজনতা।

23/08/2024

বন্যা প্রাকৃতিক দুর্যোগ?
__ নাহ! উত্তরে বলবো প্রশ্নটির যথার্থতা এখন হারিয়ে গেছে। প্রসঙ্গত, বন্যা এখন একটি রাজনীতিক দুর্যোগ। আমি আমার জায়গা থেকে আহ্বান করবো মোকাবিলায় যুদ্ধ নয় বরং কৌশল অবলম্বন করা প্রয়োজন।
শক্তি সঞ্চয়ের জন্য ধৈর্য্য ও সময়ের মূল্য দেওয়া উচিত.....

23/08/2024

বন্যা কি রাজনৈতিক দুর্যোগ? || এই দূর্যোগ মোকাবিলার হাতিয়ার কি হতে পারে? Md. Farukujjaman Fahim || CLICK to VISIT || Political Narcotics Analysis.

19/08/2024

আমরা বাংলাদেশীরা শুধু উপমহাদেশের মগজই পাল্টে দেই নি গোটা বিশ্বের মস্তিষ্ককে নাড়িয়ে দেওয়া হয়েছে। যার নেপথ্যে, Student Power নামে একটা শব্দ জড়িত।
2013 সালের তৈরি অতঃপর 2018 সালে trailer. অনেক বাঁধা পেরিয়ে 2024 সালে মুক্তি পায়।

We should be proud of our Kingdom.🇧🇩

07/08/2024

আপনার যদি কোনো রাজনৈতিক দলকে পছন্দ না হয় তাহলে আপনি আপনার প্রিয় দলের প্রচার করুন। কিন্তু অন্য পক্ষের প্রতি সহিংস মনোভাব পোষণ করা থেকে বিরত থাকুন।
আসুন সবাই মিলে দেশ গড়ি, হিংসা ও অহংকার ভুলে ঐক্য গড়ে তুলি। 💪🇧🇩

03/08/2024

সভ্য ও শৃঙ্খলার পরিচয় দিও, ভাই। স্বাধীন হয়ে প্রতিশোধ নেওয়ার চিন্তা করিয়েন না বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ এবং ধৈর্য্য ধরিবেন ইনশাআল্লাহ।

Address

Dhaka

Telephone

+8801932873291

Website

Alerts

Be the first to know and let us send you an email when CLICK to VISIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category