25/11/2024
শুভ সন্ধ্যা
দেশকে গঠন করবার জন্য আপনার আগে সমাজকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। আরো নজর রাখতে হবে বিদ্যাপীঠের ভেতর। রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে সমাজের মানসিকতা পরিবর্তন ঘটানোর জন্য আমাদের পলিসি তৈরি করবার প্রয়োজনীয়তা অনুভব করছি। উন্নত জাতি গঠনের জন্য যে শুধুই শিক্ষিত "মা" প্রয়োজন ঠিক তেমনটা হলে হয়তো আমাদের সমাজটা ঠিক ধারায় শিক্ষিত হতো। এখনকার সময়ে আমাদের তিনজন মহৎ-ব্যক্তিত্ব প্রয়োজন যা দিয়ে আমাদের সমাজে শৃঙ্খলা আনা সম্ভব হবে।
আমি আমার সমাজের জন্য চাই একজন শিক্ষিত "মা" ; একজন উন্নত মানসিকতা সম্পূর্ণ "শিক্ষক" ; একজন শৃঙ্খলাবদ্ধ "নেতা"।
FJ.