G O R I B

G O R I B SUCCESS belons only to those who are willing to work harder than anyone else

02/07/2025

বউ প্রতি রাতে দোয়া পড়ে ঘুমাই। বিষয়টা ভাল্লাগে

আজকে বলতেছে, আমি আরোও দোয়া পারি কিন্তু পড়ি না।

আমি বললাম, পারলে পড়েন না কেনো?

বউ বলে, যেমন দোয়া ইউনুস পড়িনা আপনাকে হারানোর ভয়ে।

এই দোয়া পড়লে নাকি জীবন থেকে যাবতীয়, সমস্যা বিপদ আপাদ উধাও হয়ে যায়! 🙂

ওরে এরকম ছবি তোলার পরামর্শ দিলো কেডা।
19/06/2025

ওরে এরকম ছবি তোলার পরামর্শ দিলো কেডা।

কি আফসোস লাগে রে ভাই... 🥹এত সুন্দর কণ্ঠস্বর, এত জনপ্রিয়তা, এত উজ্জ্বল একটি ক্যারিয়ার ছিল ছেলেটার।প্রতিভা ছিল, সফলতার পথে...
22/05/2025

কি আফসোস লাগে রে ভাই... 🥹
এত সুন্দর কণ্ঠস্বর, এত জনপ্রিয়তা, এত উজ্জ্বল একটি ক্যারিয়ার ছিল ছেলেটার।
প্রতিভা ছিল, সফলতার পথে ছিল—সবই ছিল, কিন্তু একেবারে অ "ন্ধকারে হারিয়ে গেলো। 💔

12/05/2025

এই মামুন লায়লার জীবনটা অতি'ষ্ঠ করে দিছে,লায়লা মামুনের জীবনটা অতি'ষ্ঠা কইরা দিছে আর এই দুইটা মিলে আমাদের জীবন অতি'ষ্ঠ করে দিল।

বিয়ে কি ভাগ্য নাকি কর্মফল?বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু কার সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।তাকদীরে মুবরাম হলো সেই তাক...
12/05/2025

বিয়ে কি ভাগ্য নাকি কর্মফল?
বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু কার সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।

তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লিপিবদ্ধ আছে এবং কোনো অবস্থাতেই খণ্ডনীয় নয় অর্থাৎ দুআর উছিলায় পরিবর্তিত হবে না। তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীর ঝুলন্ত সিদ্ধান্তের মতো থাকে অর্থাৎ দুআ/চেষ্টার উছিলায় পরিবর্তনীয়!

এবার বলি আসল কথা যা আমি বলতে চাইছিলাম,

অনেকে একটা কথা বলে থাকেন জন্ম মৃত্যু বিয়ে লিপিবদ্ধ আছে এর কোনো খণ্ডন হবে না। হ্যাঁ কথা সত্য তবে এখানে বিয়ে লেখা আছে বলতে এমনটা বোঝানো হয় যে 'জীবনসঙ্গী সুনির্ধারিত' কিন্তু মূলত এখানে ব্যাপারটা একটু ভিন্ন। কারো বিয়ে হবে নাকি হবে না' এটা সুনির্ধারিত কিন্তু জীবনসঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয় বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঝুলন্ত সিদ্ধান্ত অর্থাৎ আপনি দুআ এবং উত্তমরূপে খোঁজ খবর নিয়ে প্রচেষ্টার দ্বারা একজন মনের মতো জীবনসঙ্গী পেতেও পারেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে প্রকৃত তাকওয়াবান, উত্তম আখলাক এবং চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চান, সাথে এটাও চাইবেন যেনো আপনি তার জন্য চক্ষুশীতলকারী হন। যতই সুন্দর হোক দেখতে, তাকওয়া না থাকলে বাকি সবগুলো ধূলোয় মিশে যায়।

বই- বিবাহ সমাচার

এরকম মা দিয়ে আমার, আপনার, দেশের, দশের কোনোই কাজে আসবে না। আল্লাহ মা কে, সন্তানের কাছে খুব বেশী গুরুত্বপূর্ণ আসনে বসিয়েছে...
11/05/2025

এরকম মা দিয়ে আমার, আপনার, দেশের, দশের কোনোই কাজে আসবে না। আল্লাহ মা কে, সন্তানের কাছে খুব বেশী গুরুত্বপূর্ণ আসনে বসিয়েছেন। কিন্তু এই টাইপ মেন্টালিটির মাকে অবশ্যই না।
ছেলেকে বিয়ে কেন দিয়েছিল? হানিমুনে ছেলে বউ এর সাথে উনি গিয়েছিল। কি বিশ্রী বিষয় না?

আমার কথা হচ্ছে, বউ এর বয়স ২০ বছর। এই ২০ বছরের মেয়ে কি এমন খারাপ কাজ করছে যে, এই মা এইরকম ব্যবহার করে এই পিচ্চি মেয়ের সাথে।

08/05/2025

কুপরামর্শ দেন দেখি কারটা সবচেয়ে ভয়ংকর হয়।

এদের গায়ে যদি ফুলের টোকাও পড়ে ইন্ডিয়া তুই খা*তা/ম 🙂🔪
08/05/2025

এদের গায়ে যদি ফুলের টোকাও পড়ে ইন্ডিয়া তুই খা*তা/ম 🙂🔪

১০০ তে ১০০ দিতে হবে। কিসের ১০ মার্কস
08/05/2025

১০০ তে ১০০ দিতে হবে। কিসের ১০ মার্কস

06/05/2025

জানুয়ারিতে লাইফ নিয়ে সিরিয়াস হওয়ার কথা ছিল, আজ MAY মাসের ৭তারিখ!

Address

Faridpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when G O R I B posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G O R I B:

Share