
24/05/2025
পুরুষ মানুষের জীবনে মূল যুদ্ধ: Distraction বনাম Purpose
পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। এই যুদ্ধটা হয় দুই শক্তিশালী প্রতিপক্ষের মাঝে—Distraction এবং Purpose। তারা একে অপরের পরিপূর্ণ বিপরীত। যেমনটা বিজ্ঞানে বলা হয়, “inversely proportional”—একটা বাড়লে আরেকটা কমে।
Distraction মানে হলো পথভ্রষ্ট করার শতশত হাতছানি। মোবাইল স্ক্রিন, টিভি সিরিজ, হঠাৎ কোনো তুচ্ছ বিষয়ে আগ্রহ, বা অন্যের জীবন দেখে নিজের লক্ষ্য ভুলে যাওয়া—সবই এই বাহিনীর অস্ত্র।
অন্যদিকে, Purpose হলো সেই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, যা জীবনের মানে দেয়, যা পুরুষকে মানুষ বানায়।
যখন Purpose শক্তিশালী হয়:
যে পুরুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে—সে সকালটা শুরু করে পরিকল্পনা দিয়ে, সময়টা ব্যয় করে শেখায়, ঘাম ঝরায় কাজে, এবং রাতে ঘুমায় শান্তিতে। তার কাছে Distraction এর মোহ অচল। কেননা, তার হৃদয় আগেই দখল করে নিয়েছে তার স্বপ্ন।
আর যখন Distraction জিতে যায়:
যখন Purpose দুর্বল হয়ে পড়ে, তখন Distraction উৎসবে মাতে। সময় গলে যায় হাতে মোবাইল নিয়ে, কাজগুলো পড়ে থাকে “পরেও করবো” তালিকায়, আত্মবিশ্বাসে ধরে বাজে ক্ষয়। জীবনের মানে তখন শুধু “আজকে সময়টা পার করে দিচ্ছি”—এই পর্যায়ে নেমে আসে।
তাহলে সমাধান কী?
Distraction কমলে Purpose বাড়ে। Purpose বাড়লে Distraction কমে।
এই সহজ সমীকরণই জীবন পাল্টাতে পারে।
পুরুষ যদি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে—“আমি আজ কী জন্য জেগেছি?”
তবে Distraction তার মাথায় জায়গা করে নিতে পারবে না।
শেষ কথা:
পুরুষের আসল বিজয় বাইরের নয়, ভেতরের। যে নিজের Distraction-কে জয় করতে পারে, সে-ই নিজের Purpose-কে রক্ষা করতে পারে। আর যে Purpose ধরে রাখতে পারে, তার পথেই সাফল্য হাঁটে।