Niloy Mamun

Niloy Mamun Journalist| Entrepreneur| Writer
✈️🇧🇩🇹🇷🇰🇷🇹🇭
"Do not follow the majority,
follow the right way"

পুরুষ মানুষের জীবনে মূল যুদ্ধ: Distraction বনাম Purposeপুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। এই যুদ্ধট...
24/05/2025

পুরুষ মানুষের জীবনে মূল যুদ্ধ: Distraction বনাম Purpose

পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। এই যুদ্ধটা হয় দুই শক্তিশালী প্রতিপক্ষের মাঝে—Distraction এবং Purpose। তারা একে অপরের পরিপূর্ণ বিপরীত। যেমনটা বিজ্ঞানে বলা হয়, “inversely proportional”—একটা বাড়লে আরেকটা কমে।

Distraction মানে হলো পথভ্রষ্ট করার শতশত হাতছানি। মোবাইল স্ক্রিন, টিভি সিরিজ, হঠাৎ কোনো তুচ্ছ বিষয়ে আগ্রহ, বা অন্যের জীবন দেখে নিজের লক্ষ্য ভুলে যাওয়া—সবই এই বাহিনীর অস্ত্র।
অন্যদিকে, Purpose হলো সেই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, যা জীবনের মানে দেয়, যা পুরুষকে মানুষ বানায়।

যখন Purpose শক্তিশালী হয়:

যে পুরুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে—সে সকালটা শুরু করে পরিকল্পনা দিয়ে, সময়টা ব্যয় করে শেখায়, ঘাম ঝরায় কাজে, এবং রাতে ঘুমায় শান্তিতে। তার কাছে Distraction এর মোহ অচল। কেননা, তার হৃদয় আগেই দখল করে নিয়েছে তার স্বপ্ন।

আর যখন Distraction জিতে যায়:

যখন Purpose দুর্বল হয়ে পড়ে, তখন Distraction উৎসবে মাতে। সময় গলে যায় হাতে মোবাইল নিয়ে, কাজগুলো পড়ে থাকে “পরেও করবো” তালিকায়, আত্মবিশ্বাসে ধরে বাজে ক্ষয়। জীবনের মানে তখন শুধু “আজকে সময়টা পার করে দিচ্ছি”—এই পর্যায়ে নেমে আসে।

তাহলে সমাধান কী?

Distraction কমলে Purpose বাড়ে। Purpose বাড়লে Distraction কমে।
এই সহজ সমীকরণই জীবন পাল্টাতে পারে।
পুরুষ যদি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে—“আমি আজ কী জন্য জেগেছি?”
তবে Distraction তার মাথায় জায়গা করে নিতে পারবে না।

শেষ কথা:
পুরুষের আসল বিজয় বাইরের নয়, ভেতরের। যে নিজের Distraction-কে জয় করতে পারে, সে-ই নিজের Purpose-কে রক্ষা করতে পারে। আর যে Purpose ধরে রাখতে পারে, তার পথেই সাফল্য হাঁটে।

“Change is the end result of all true learning.”     value club
19/05/2025

“Change is the end result of all true learning.”

value club

Business করার সময় frustration আর boringness খুবই স্বাভাবিক ব্যাপার, বিশেষ করে যখন কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না বা কাজগুলো খ...
19/05/2025

Business করার সময় frustration আর boringness খুবই স্বাভাবিক ব্যাপার, বিশেষ করে যখন কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না বা কাজগুলো খুব monotonous মনে হচ্ছে। নিচে কিছু বাস্তবসম্মত উপায় দিলাম, যেগুলো এই সমস্যা দূর করতে সাহায্য করতে পারে:



✅ ১. নিজের লক্ষ্য (Goal) রিফ্রেশ করো
• মাঝে মাঝে আমরা কেন এই ব্যবসা শুরু করেছি সেটা ভুলে যাই।
• আবার নিজের vision & mission রিভিউ করো।
• নিজেকে মনে করিয়ে দাও: “আমি এই ব্যবসাটা কেন করছি?”



✅ ২. নতুন কিছু শেখো বা ট্রাই করো
• প্রতিদিন একরকম কাজ করলে একঘেয়েমি লাগবেই।
• নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি ট্রাই করো (যেমন: reels, influencer collab, paid ad)
• নতুন প্রোডাক্ট ডিজাইন/ক্যাম্পেইন নিয়ে কাজ করো।



✅ ৩. টিম বা পার্টনারের সাথে সময় কাটাও
• একা সব সামলালে চাপ আর একঘেয়েমি আসে।
• টিম নিয়ে brainstorming করো।
• সবার আইডিয়া শুনে কাজ করো – এতে motivation বাড়বে।



✅ ৪. সেলিব্রেট ছোট ছোট সাকসেস
• বড় লাভ না হলে আমরা হতাশ হই, কিন্তু ছোট ছোট প্রোগ্রেসকেও উদযাপন করতে হবে।
• আজকে একটা নতুন order আসলে, সেটাও একটা সাকসেস!



✅ ৫. নিজের জন্য ব্রেক নাও
• কিছুদিনের জন্য একটু break নাও, বা ঘুরে এসো। নতুন এনার্জি নিয়ে ফিরবে।
• mind fresh না থাকলে business ঠিকভাবে চলবে না।



✅ ৬. সফল মানুষদের স্টোরি পড়ো / দেখো
• যারা সফল হয়েছেন, তারাও এক সময় bore & frustrated ছিলেন।
• তাদের গল্প তোমায় নতুন করে inspire করবে।



✅ ৭. Daily Schedule বানাও
• প্ল্যান ছাড়া কাজ করলে সবকিছু জগাখিচুড়ি লাগে।
• একটা সুন্দর টাইম টেবিল বানিয়ে কাজ করো – এতে productivity বাড়বে আর frustration কমবে।



শেষ কথা:

Frustration মানেই তুমি হেরে যাচ্ছ না। এটা তোমার জার্নির একটা অংশ। যতক্ষণ চেষ্টা বন্ধ করোনি, ততক্ষণ তুমি সফল হওয়ার পথে আছো।

আপনার কি মনে হয় আপনি একজন ব্যবসায়ী, অথচ বাস্তবে আপনি নিজের ব্যবসার চাকরিজীবী?আজ অনেক প্রফেশনাল উদ্যোক্তা এমন একটা পর্যায়...
14/05/2025

আপনার কি মনে হয় আপনি একজন ব্যবসায়ী, অথচ বাস্তবে আপনি নিজের ব্যবসার চাকরিজীবী?

আজ অনেক প্রফেশনাল উদ্যোক্তা এমন একটা পর্যায়ে পৌঁছান, যেখানে তারা নিজেদের ব্যবসার ওনার না হয়ে, হয়ে যান কর্মচারী।

👇 নিচে দেখে নিন "Job Owner" দের ৪টি প্রধান সংগ্রাম:

👉১. সময় নেই (Lack of Time)
সারাদিন ব্যস্ত — কিন্তু ফল আসে না।
পরিকল্পনার সুযোগ নেই, বিশ্রাম তো দূরের কথা!

✅ সমাধান:
সময় ম্যানেজ করার জন্য প্রাধান্যভিত্তিক কাজ ঠিক করুন।
প্রতিদিনের রিপিটেটিভ কাজ SOP তৈরি করে টিমকে দিন।

👉২. টাকার অভাব (Lack of Money)
বিজনেস ইনকাম করে, কিন্তু আপনি আর্থিক স্বাধীনতা পান না।
লাভ হচ্ছে কিনা জানাই নেই — শুধু খরচ, খরচ, খরচ।

✅ সমাধান:
মাসিক ক্যাশফ্লো ট্র্যাক করুন।
ROI (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) ছাড়া বিনিয়োগ বন্ধ করুন।
নিজের জন্য বেতন নির্ধারণ করুন।

👉৩. উন্নয়ন নেই (Lack of Growth)
একই কাজ, একই ফল! স্কেলিং তো দূরের কথা।
মনে হয়, বিজনেস আটকে গেছে।

✅ সমাধান:
মার্কেট ও কাস্টমারের ফিডব্যাক নিন।
নতুন প্রোডাক্ট বা প্রসেস টেস্ট করুন।
সেই কাজগুলোর উপর ফোকাস করুন যেগুলো ৮০% ফল দেয় (80/20 rule)।

👉৪. ঋণ ও মানসিক চাপ (Debt & Burnout)
সবার বেতন হয়, নিজেরটা হয় না।
স্ট্রেস লেভেল প্রতিদিন বাড়ছে।

✅ সমাধান:
নিজের জন্য সপ্তাহে ১ দিন ‘Thinking Time’ রাখুন।
দায়িত্ব ভাগ করুন, প্রতিটি সেকশনের জন্য দায়িত্বশীল নির্ধারণ করুন।
সাপোর্ট গ্রুপ / কোচ / মেন্টরের সাথে যুক্ত থাকুন।

👉স্মরণীয়:
"আপনার ব্যবসা যদি শুধুমাত্র আপনাকে ছাড়া চলতে না পারে — তবে আপনি মালিক না, কর্মচারী!"

📌 এখন কাজ কী?

👉 নিজের অবস্থান চিহ্নিত করুন
👉 প্রতিটি সমস্যার জন্য ১টি একশন আজ থেকেই নিন

✍️ কমেন্টে লিখুন:
আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি?

08/05/2025

বয়স বাড়ার সাথে সাথে এই বিষয়গুলো আমরা সবাই কম-বেশি অনুধাবন করতে পারি।

১. ভুয়া মানুষের সঙ্গে আসল বন্ধুত্ব গড়ে ওঠে না
কে কত ফানি বা আকর্ষণীয় সেটা বড় কথা নয়।
যদি একজন মানুষ বিশ্বাসযোগ্য না হয়, সেই সম্পর্ক টিকবে না।
আসল বন্ধুত্বের জন্য প্রয়োজন সত্যিকারের সংযোগ, আর সেটা আসে বিশ্বাস থেকে।

২. প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়
চুপ থাকা দুর্বলতা নয়।
এটা জ্ঞানের প্রকাশ।
সব কিছুতেই আপনার মতামত বা অংশগ্রহণ দরকার নেই।
অনেক সময়, কিছু না করাই সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ।

৩. নিজের যোগ্যতাকে বিশ্বাস করুন
যাকে আমরা ইন্টুইশন বলি, সেটা অবহেলা করার মতো নয়।
আপনার অনুভব অনেক সময় বিপদ বা ভুল মানুষকে আগেভাগেই চিহ্নিত করে।
এই সেন্সটা কীভাবে কাজ করে, সেটা বোঝার চেষ্টা করুন।

৪. সবাই আপনাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক
সবার মন জয় করার চেষ্টায় নিজের পরিচয় হারাবেন না।
যেদিন আপনি বুঝবেন যে সবার ভালোবাসা দরকার নেই, সেদিন থেকেই আপনি নিজেকে খুঁজে পাবেন।
সব জায়গায় মানিয়ে নেওয়া নয়, নিজের জায়গা খুঁজে পাওয়াটাই আসল।

৫. আপনি সব কিছু করতে পারবেন না
জীবন মানে সব কিছু করা নয়।
জীবন মানে যেটা গুরুত্বপূর্ণ, সেটা বেছে নেওয়া।
প্রায়োরিটি ঠিক করা, কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া, এগুলো ব্যর্থতা নয়, কৌশল।

৬. ছোট ছোট ব্যাপারগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি
একটা গল্পভরা সন্ধ্যা। একটা আন্তরিক হাসি। একটা নিখুঁত খাবারের স্বাদ।
এই ছোট ছোট মুহূর্তগুলোই মনে থাকে সব শেষে।
বড় লক্ষ্যের পেছনে দৌড়াতে দৌড়াতে, এই মুহূর্তগুলো যেন হারিয়ে না যায়।

বড় হওয়া সব সময় চোখে পড়ে না।
এটা নীরব। ধীরে ধীরে ঘটে।
কিন্তু একবার ঘটলে, সব কিছু বদলে দেয়।

“আপনি কীভাবে ভাবেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—কাদের সঙ্গে ভাবেন।”আমরা নিজের উন্নয়ন, লক্ষ্য, বা স্বপ্ন নিয়ে যতই ভাবি না ...
08/05/2025

“আপনি কীভাবে ভাবেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—কাদের সঙ্গে ভাবেন।”

আমরা নিজের উন্নয়ন, লক্ষ্য, বা স্বপ্ন নিয়ে যতই ভাবি না কেন—একা খুব দূর যাওয়া সম্ভব নয়।
মানুষের মধ্যে উঠে বসা, সঠিক মানসিকতার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, এবং একজন অন্যজনকে শেখার সুযোগ তৈরি করাই আমাদের গতি নির্ধারণ করে দেয়।

আমি নিজে উপলব্ধি করেছি—যখন আমি সফল, ভিশনারি এবং ইতিবাচক মানুষদের সংস্পর্শে এসেছি, আমার চিন্তাধারা বদলেছে।
কনফিডেন্স বেড়েছে। আমি নতুন কিছু শিখেছি যা বই-পত্রে পাওয়া যায় না।

"Your network is your net worth."
— Porter Gale

"Surround yourself with people who see your value and remind you of it."

আমরা হয়তো সবাইকেই চিনি না, কিন্তু একটিবার পরিচয়, একটিবার কথা বলা, বা কারও সাথে সময় কাটানো অনেক সময় এক বছর একা কাজ করে যা জানা যায় তার সম পরিমান হয়।
এবং এই সম্পর্কগুলোই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, উৎসাহ দেয়, সুযোগ তৈরি করে।

আমি বিশ্বাস করি:
ব্যবসা শুধু প্রোডাক্ট বা প্রফিটের খেলা নয়—এটা মানুষের খেলা।
আর আপনি কাদের সঙ্গে সময় দিচ্ছেন, সেটাই অনেকাংশে নির্ধারণ করবে আপনি কে হয়ে উঠবেন।

নিজেকে প্রশ্ন করা যেতে পারে :
আমি কী নিয়মিত এমন মানুষদের সঙ্গে সময় দিচ্ছি যাদের থেকে আমি শিখতে পারি?

04/05/2025

✅ কোন Ai কিসের জন্য স্পেশাল জানুন।

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

🚀 All big companies started small (and messy): 📀 Netflix – Rented DVDs ❤️ YouTube – Dating site 🧠 Google – Research proj...
30/04/2025

🚀 All big companies started small (and messy):

📀 Netflix – Rented DVDs

❤️ YouTube – Dating site

🧠 Google – Research project

📚 Amazon – Online bookstore

🏡 Airbnb – Rented air mattresses

🎮 Discord – Chat app for gamers

✏️ Canva – Yearbook design tool

📘 Facebook – College student directory

🍏 Apple – Built in a garage

📸 Instagram – Started as a check-in app

No magic. No perfection. Just action.

They stayed consistent. You can too.

Don’t wait. Start your story now.

অটো রিকশা। বুয়েট। দৈনিক ইত্তেফাক।
29/04/2025

অটো রিকশা। বুয়েট। দৈনিক ইত্তেফাক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share