Bokhara Publication

Bokhara Publication Trusted publishing

🌙✨ ইসলামি বইমেলা ২০২৫ ✨🌙🎯 ১৩ সেপ্টেম্বর থেকে বায়তুল মোকাররম পূর্ব গেইটে শুরু হচ্ছে ইসলামি বইমেলা।🌏 এ আয়োজনে অংশ নিচ্ছে ব...
31/08/2025

🌙✨ ইসলামি বইমেলা ২০২৫ ✨🌙
🎯 ১৩ সেপ্টেম্বর থেকে বায়তুল মোকাররম পূর্ব গেইটে শুরু হচ্ছে ইসলামি বইমেলা।

🌏 এ আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশের শীর্ষ প্রকাশনাসমূহ। এছাড়াও থাকছে লেবানন, মিশর ও পাকিস্তানের পাঁচটি লাইব্রেরি।

💥 থাকছে নতুন নতুন বই, বিশেষ ছাড়, উপহার ও লেখক-পাঠক মিলনমেলা।

✨ প্রস্তুত হোন দুর্দান্ত এক বইমেলার জন্য!

আমাদের প্রকাশিত বই সমূহ।
09/03/2025

আমাদের প্রকাশিত বই সমূহ।

চার খলিফার জীবনি ৪খণ্ডে।
08/03/2025

চার খলিফার জীবনি ৪খণ্ডে।

কাটা ও কারানফুল বইমেলা থেকে সংগ্রহ শুরু করছেন পাঠক আলহামদুল্লিাহ। আপনি সংগ্রহ করছেনতো!
27/02/2025

কাটা ও কারানফুল বইমেলা থেকে সংগ্রহ শুরু করছেন পাঠক আলহামদুল্লিাহ। আপনি সংগ্রহ করছেনতো!

আগামীকাল থেকে পাওয়া যাবে একুশে বইমেলায়। 📖 কাটা ও কারানফুল ✍️ ইয়াহইয়া সিনওয়ার
26/02/2025

আগামীকাল থেকে পাওয়া যাবে একুশে বইমেলায়।

📖 কাটা ও কারানফুল
✍️ ইয়াহইয়া সিনওয়ার

গ্রন্থটি ইসলামের চার খলিফার জীবন ও শাসনকাল নিয়ে রচিত। ড. মুহাম্মাদ সাইয়িদ ওয়াকিল গভীর বিশ্লেষণ ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির ম...
26/02/2025

গ্রন্থটি ইসলামের চার খলিফার জীবন ও শাসনকাল নিয়ে রচিত। ড. মুহাম্মাদ সাইয়িদ ওয়াকিল গভীর বিশ্লেষণ ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাঁদের জীবনী তুলে ধরেছেন। গ্রন্থটি তথ্যসমৃদ্ধ, সহজবোধ্য এবং আকর্ষণীয় বর্ণনাশৈলীতে রচিত, যা ইতিহাসের জটিল বিষয়গুলোকে পাঠকের জন্য স্পষ্ট করেছে। খুলাফায়ে রাশিদিনের জীবন ও শাসনকাল সম্পর্কে বইগুলো বিশেষভাবে আপনাদের সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

চার খলিফা : জীবন, শাসন ও যুদ্ধ
ড. মুহাম্মাদ সাইয়িদ ওয়কিল
পৃষ্ঠা : ৮৮০
মুদ্রিত মূল্য : ১৩৫০/-
☎️ অর্ডার করতে 💬 m.me/bokharapublication
☎️ অর্ডার করতে 💬https://wa.me/8801312103590

25/02/2025

কাঁটা ও কারানফুল: ইয়াহইয়া সিনওয়ার বইটি ৪০% ছাড়ে অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে। লিংক কমেন্টে।

একদিন আয়েশা যখন খবর শুনছিলেন, তখন হঠাৎ কাঁদতে শুরু করলেন। তিনি এমনভাবে ভেঙে পড়লেন, যেন তিনি তাঁর জায়গা থেকে নড়তে পার...
25/02/2025

একদিন আয়েশা যখন খবর শুনছিলেন, তখন হঠাৎ কাঁদতে শুরু করলেন। তিনি এমনভাবে ভেঙে পড়লেন, যেন তিনি তাঁর জায়গা থেকে নড়তে পারছেন না। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, 'ইয়াহুদিরা আমাদের দেশ দখল করে নিয়েছে!'
স্তব্ধ হয়ে গেল পরিখা। কারও মুখে কোনো কথা নেই। শুধু চোখ দিয়ে গড়িয়ে নামছে অঝোর অশ্রুধারা। খবরটা সবাইকে বজ্রাহত করল। সবাই বাকরুদ্ধ। নীরবতা ভাঙল আমার ছোট বোন মারইয়ামের কান্নায়। কোথাও থেকে ব্যথা পেয়েছে সে। মায়ের কান্নার সঙ্গে সে আরও জোরে কাঁদতে লাগল।
বই: কাঁটা ও কারানফুল
ইয়াহ*হিয়া সিনও*য়ার
প্রি-অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন।

এই বইয়ের বৃত্তান্ত নিছকই ব্যক্তিগত নয়। এই উপাখ্যানও কোনো একজন মানুষের নয়। এর প্রতিটি ঘটনা বাস্তব। প্রতিটি নৃশংসতা, অবিচা...
23/02/2025

এই বইয়ের বৃত্তান্ত নিছকই ব্যক্তিগত নয়। এই উপাখ্যানও কোনো একজন মানুষের নয়। এর প্রতিটি ঘটনা বাস্তব। প্রতিটি নৃশংসতা, অবিচার, অত্যাচার, বীভৎসতা-সব বাস্তব। কোনো-না-কোনো ফিলিস্তিনির সরল জীবনে এ সমস্ত কিছু ঘটে চলছে নিত্যদিন। ছন্দপতন যেন হয়ে উঠেছে এ অধিবাসীর মানুষের জীবনকাব্য।

এই চিত্রায়ণে একমাত্র কৃত্রিম হলো, এটির ধারাক্রমকে একটি উপন্যাসের রূপ দেওয়া; যাতে কিছু নির্দিষ্ট চরিত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে নির্যাতিত একটি জাতির যাপিত জীবনের গল্প। ঔপন্যাসিক কাঠামো ছাড়া এর সবকিছুই নিরেট সত্য এবং বাস্তব। এর কিছু ঘটনা আমার কিংবা আমার পরিবার, প্রতিবেশীর নিজের জীবনের সঙ্গেই ঘটেছে। আর কিছু ঘটনা আমি এ ভূমির বাসিন্দাদের মুখ থেকে শুনেছি, যারা এখানে বাস করে আসছেন দশকের পর দশক। এই উপাখ্যানকে তাই শুধু নিছক গল্প ভাববেন না একদমই; এ উপাখ্যান অনিবার্য সত্য, বাস্তব-যেমন আপনি আকাশে তাকালে সূর্য দেখেন।

এ প্রকাশনাটি আমি সেই মানুষদের উৎসর্গ করছি, যাঁদের হৃদয় ইসরা ও মিরাজের মহিমান্বিত এ ভূমির জন্য কাঁদে, এ ভূমি আর এখানকার বাসিন্দাদের মনে রাখে যে হৃদয়গুলো। মহাসাগর থেকে উপসাগর পর্যন্ত আর মহাসাগর থেকে মহাসাগর পর্যন্ত।

ইয়াহইয়া ইবরাহিম সিনওয়ার
বিরুস সাবআ কারাগার, ২০০৪

প্রোফাইলে বইটির ছবি দিয়ে জিতে নিন একদম ফ্রি-তে বইটি। পুরস্কার পাবেন ৫ জন। লটারির মাধ্যমে। শর্ত :১. আগামী ৫ মার্চ ২০২৫ পর...
18/02/2025

প্রোফাইলে বইটির ছবি দিয়ে জিতে নিন একদম ফ্রি-তে বইটি। পুরস্কার পাবেন ৫ জন। লটারির মাধ্যমে।

শর্ত :
১. আগামী ৫ মার্চ ২০২৫ পর্যন্ত ছবিটি প্রোফাইলে রাখতে হবে।

২. ছোট্ট করে হলেও একটা ক্যাপশন দিতে হবে।

৩. Kalantor Prokashoni পেজ মেনশন দিতে হবে।

৪. প্রোফাইলের ছবির স্ক্রিনশট দিয়ে প্রকাশনীর পেজের এই পোস্টে কমেন্ট করতে হবে।

৫. এই পোস্টে আপনার তিনজন বন্ধুকে মেনশন করতে হবে।

ইয়াহইয়া সিনওয়ারের আশ-শাওক ওয়াল- কারানফুল-এর তরজমা কাঁটা ও কারানফুল। খুবই বিচিত্র ধরনের বই এটি। নিঃশেষে সাহিত্যের কোন...
18/02/2025

ইয়াহইয়া সিনওয়ারের আশ-শাওক ওয়াল- কারানফুল-এর তরজমা কাঁটা ও কারানফুল। খুবই বিচিত্র ধরনের বই এটি। নিঃশেষে সাহিত্যের কোনো শ্রেণিতে ফেলা যায় না। উপন্যাস, ইতিহাস, নাকি আত্মজীবনী? হয়তো হুবহু কোনোটিই নয়, অথবা তিনটিই। ঘটনার প্রবাহ ও আঙ্গিক উপন্যাসের; কিন্তু তা উপন্যাসের মতো কল্পনাশ্রয়ী নয়, বরং ইতিহাসের মতো সত্যাশ্রয়ী; সর্বোপরি সেই ঘটনাপ্রবাহ বিবৃত হয় লেখকের জবানিতে, তাঁরই আদ্যন্ত আত্মজীবন ঘিরে। এভাবেই একটি মিশ্রিত ও ত্রিমাত্রিক চেহারা পেয়েছে বইটি।
বইটি প্রকাশের পরপরই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। এর কারণ সম্ভবত, যদি উপন্যাস বলি, তবে তার লেখক কোনো শৌখিন ঔপন্যাসিক নন। যুদ্ধের ময়দানের রক্তস্রোত ও অগ্নিঝড়ে আজীবন নেতৃত্ব দিয়ে চলা এক দুঃসাহসী সেনাপতি তিনি। ইসরাইলের কাছে পরিচিত ছিলেন ‘খান ইউনিসের জল্লাদ’ নামে। ইয়াহুদি শত্রুদের নিশ্ছিদ্র কারাগারে বন্দি ছিলেন টানা ২৩ বছর। ইশেল কারাগারের কঠিন প্রহরা ফাঁকি দিয়ে কীভাবে তিনি এত বড় বই লিখলেন এবং তা বাইরে পাঠালেন, সে এক নিরুত্তর বিস্ময়।
গল্প বলতে শুরু করে ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস শরণার্থী শিবিরের উদ্‌বাস্তু পরিবারের পাঁচ বছরের এক শিশু, যখন সে যুদ্ধের তাণ্ডব থেকে বাঁচতে তার পরিবারের সঙ্গে ঠাঁই নেয় ভূগর্ভের অন্ধকার গর্তে। পাতার পর পাতা জুড়ে সে এঁকে চলে তার কঠিন জীবনযুদ্ধের ছবি। নির্বাসন, দারিদ্র্য, কারফিউ, আতঙ্ক, পড়ালেখা, নিপীড়ন, নৃশংসতা, শোক, উচ্ছেদ, ধ্বংসস্তূপ, বিশ্বাসঘাতকতা, প্রতিরোধ, যুদ্ধ ও আত্মত্যাগের এক শ্বাসরুদ্ধকর আখ্যান এ বই। সে আখ্যান এমনই জীবন্ত, পড়তে পড়তে মনে হবে আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন মাথা-নত-না করা এক অকুতোভয় জনগোষ্ঠীর আজাদির লড়াই। থেকে থেকে সচকিত হবেন শহিদ ইয়াহইয়া সিনওয়ারের প্রত্যয়ী অভিজ্ঞান ও তাঁর অন্তর্দৃষ্টির আলোকচ্ছটায়।
কাঁটা ও কারানফুল
ইয়াহইয়া সিনওয়ার
অনুবাদক : নাসরুল্লাহ ইবনে ইলিয়াস
আব্দুল্লাহ বিন ওমর
সম্পাদক : আবদুল হক
পৃষ্ঠা : ৫৪৮
মুদ্রিত মূল্য : ৬০০
প্রি-অর্ডার মূল্য সরাসরি ৪০% ছাড়ে ৩৬০ টাকা।
প্রি-অর্ডার মূল্যে বিক্রি চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রয়োজনে যোগাযোগ www.kalantorprokashoni.com অথবা নক করুন আমাদের পেজে।

নতুন বই। চার খলিফা সিরিজ। আবু বকর। উমর। উসমান। আলি।ড. মুহাম্মাদ সায়্যিদ ওয়াকিলবোখারা পাবলিকেশন মুদ্রিত মূল্য : ১৩৫০ছাড় ম...
13/02/2025

নতুন বই।

চার খলিফা সিরিজ।
আবু বকর। উমর। উসমান। আলি।
ড. মুহাম্মাদ সায়্যিদ ওয়াকিল
বোখারা পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ১৩৫০
ছাড় মূল্য : ৯৯৯/- (২৬% ছাড়ে)

Address

Islami Tower, 1st Floor, 11/1 Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Bokhara Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category