
16/07/2025
আফ*গানিস্তানের একটা গল্প শোনায় 😃
আমি বামিয়ান প্রদেশ থেকে কাবুলে আসছিলাম কাবুলে প্রবেশ মুখে আমার সামনে দিয়ে ইউরোপীয় জার্মানী কম্পানির মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের সব বিলাসবহুল বাস দেখতে পাই।
আমি তখন অবাক এর আগে আফ*গানিস্তানে আমি বাস দেখি নি।আমি ভেবেছিলাম আফগানে হইত বাস চলে নাহ🫠
এত সুন্দর সুন্দর বাস দেখে মনে হচ্ছিল আমি ইউরোপে আছি।
যাইহক এরপর আমি টেক্সি ড্রাইভারকে জিঙ্গাসা করলাম মামা এই বাস গুলো কোথায় যায় ,উত্তরে বললো কান্দাহার হয়ে হেরাত প্রদেশে।
বিশ্বাস করেন আমি তখনও আফ*গানিস্তানের কান্দাহার হেরাত পাশে ইরান বর্ডার কিছুই জানি না!
আমি টেক্সি নিয়ে চলে গেলাম কাবুল টার্মিনাল যেয়ে দেখি শত শত মার্সিডিজ বেঞ্জের বাস।আমি কাউন্টারে জিঙ্গাসা করি আজকে বাসে উঠে কাল সকালে আবার কাবুলে ব্যাক করবো,সামনে কি এমন ঐতিহাসিক যায়গা আছে?কাউন্টার মাস্টার বললো আপনি কান্দাহার যেতে পারেন আমিও রাজি হলাম।
এরপর হঠাৎ এক আফগানী মানুষ আমাকে বলল কান্দাহার যেয়ে কি করবা?হেরাতে যাও আমি তখনও কান্দাহার হেরাত কোন দিকে কি আছে জানিনা আমি শুধু কৌতুহলি ছিলাম আফ*গানিস্তানের মাটিতে বাস ভ্রমণ করবো।
এরপর আমি কাউন্টার মাস্টারকে টিকিট ফেরত দিয়ে বললাম হেরাতে যাবো।
২০০০ আফগনী দিয়ে টিকিট কাটলাম ঠিক সন্ধা ছয়টার সময় রওনা হলাম হেরাতের উদ্দেশ্য।
আমি বাসের কোনো সিট নিয়েছিলাম নাহ আমি ড্রাইভারকে রিকুয়েষ্ট করে ড্রাইভারের সামনে হেলপার যেখানে বসে ঐ সিটে বসলাম।
সারারাত নাহ ঘুমিয়ে রাস্তা দেখছিলাম,মূলত এই রাস্তাটি ইরানে চলে গেছে এছারা এটি সেই সিল্ক রোডের অংস এই রাস্তা দিয়ে মার্কো পোলো এবং ইবনে বতুতার মত বিখ্যাত ভ্রমণপিয়াসীরা ভ্রমণ করেছে।
যাইহক যাওয়ার কাবুল থেকে হেরাতের দূরত্ব প্রায় ১১০০ কিলোমিটার বিশ্বাস করেন এক মিনিটের জন্যও ঘুমায় নি।
পুরো রাত দিন জেগে রাস্তায় সাইনবোর্ড দুপাস আর ওভারটেকিং দেখেছি।
যাওয়ার পথে প্রায় ১০/১২ যায়গায় তালেবানের চেকপোস্ট অতিক্রম করেছি প্রতি চেকপোস্টে পরিচয় দিয়েছি আমি বাংলাদেশী তারা অনেক আন্তরিক বিনয় ছিল আমাকে উৎসাহীত করেছিল আফ*গানিস্তান ভ্রমণের জন্য।
আসলে আমি যখন ভ্রমণ করি আমি সবসময় চেষ্টা করি আমি যা দেখবো এবং শুনবো তা আমার দর্শকেরা দেখবে এবং বিশ্বাস করুন আমার প্রতিটি ব্লগে কঠোর পরিশ্রম করি।
মোল্লাদের দেশে এমন বাস দেখে আমার মত ওনেকেই অবাক হয়েছে 🇦🇫🇦🇫🇦🇫
MD Fizz