Niaj Sharif

Niaj Sharif From this page you will able to watch the Society with the eyes of a field cop officer.

Permanently closed.
01/05/2025
22/04/2025

ওরা ছাত্র না।। ছাত্র নামের কলঙ্ক, ওদের জন্য সাধারণ শিক্ষার্থীদের বদনাম হয়।।

19/04/2025

জানি গালি খাবো, তবুও বলি, এখন আমেরিকান স্কলারশিপ বর্জন না, বরং আরো বেশি বেশি স্কলারশিপের চেষ্টা করা উচিত।

দিনশেষে আপনার লাগবে হলো জ্ঞান, ক্ষমতা, টেকনোলজি।

এগুলো আপনাকে আনতে হবে আমেরিকা থেকেই।

কারণ, এখন পৃথিবীর জ্ঞানের কেন্দ্র কোথায়? আমেরিকাতে।

যখন পৃথিবীর জ্ঞানের কেন্দ্র ছিলো বাগদাদ, তখন সারা পৃথিবী থেকে সবাই ওখানে ছুটে আসতো। পৃথিবীর সবকিছুর বর্জন চলে, জ্ঞানের বর্জন চলে না। বয়কট চলে না।

টার্কি আজ ড্রোনে এতো উন্নতি কেন করলো?

কারণ টার্কির একটা জেনারেশন আমেরিকা ফেরত। এরা এই টেকনলজি আমেরিকা থেকেই শিখে আসছে।

ইরানের সাথে আমেরিকার এতো গ্যাঞ্জাম। অথচ ইরানিরা কি আমেরিকার স্কলারশিপ বর্জন করে? বরং ওরা আরো ভালো করে শিখে দেশে ফেরত আসে।

নবিজীর সময়তে পৌত্তলিক বন্দিদের মুক্তি দিতেন জ্ঞানের বিনিময়ে।।মুসলিম বাচ্চাদের পড়তে আর লিখতে শেখালে ছেড়ে দেওয়া হতো।

এই উপমহাদেশে আমাদের চে পাকিস্তানের রিস্ক কম।

কেন?

কারণ পাকিস্তানের কাছে এটম বোমা আছে।

এই বোমা বানাইছে আব্দুল কাদির খান। জার্মান স্কলারশিপে পড়েছেন।

যদি এই লোক বলতো জার্মানি তো হিজ্রেলের পক্ষে আমি পড়তে যাবো না। হতো?

পৃথিবীর সবচে বড় ইবাদত এই জ্ঞানের মাধ্যমেই করা যায়।

এক আব্দুল কাদির খান তাঁর জ্ঞান আর পরিশ্রম দিয়ে পাকিস্তানের জন্য যা করে গেছেন,পাকিস্তানের স্কলারশিপ বর্জন করা ১০ লাখ লোক সারাদিন চিৎকার করেও কি সেটা করতে পারতো?

লেখাঃ সাদিকুর রহমান খান

Address

Dhaka

Telephone

+8801711945292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niaj Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share