Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী 🏜️ সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চায় আমাদের অঙ্গীকার। The name Saimum was proposed by Mia Mohammad Ayub, symbolizing a progressive wave of truth and justice.

বাংলাদেশ, ৫৬ হাজার বর্গমাইলের একটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশ, যেখানে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশের মানুষের প্রাণের সংস্কৃতি শাশ্বত ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ। এই আদর্শ সংস্কৃতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন "সাইমুম"।

বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মীর কাসেম আলীর সহায়তায় এবং তরুণ কবি, সুরকার, গীতিকার ও শিল্পী মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে

গড়ে ওঠে সত্য ও ন্যায়ের তূর্যবাদক এই সংগঠন। মননশীল সাংস্কৃতিক অগ্রযাত্রার পথিকৃৎ মিয়া মোহাম্মদ আইয়ুবের প্রস্তাবনায় এর নাম হয় "সাইমুম শিল্পীগোষ্ঠী"।

বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত হিসেবে সাইমুমের নাম সর্বজনবিদিত। বর্তমানে সংগঠনটি ছয়টি বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব বিভাগ হলো: সংগীত, থিয়েটার, শিশু-কিশোর, তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি। প্রতিষ্ঠার পর থেকে বহু জ্ঞানী-গুণী ব্যক্তি এই সংগঠনের পরিচালনায় অবদান রেখেছেন, যেমন মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, মাওলানা তারেক মনোয়ার, সাইফুল্লাহ মানসুর প্রমুখ।

সাইমুম শিল্পীগোষ্ঠীর অধীনে গড়ে ওঠা বহু সাংস্কৃতিক কর্মী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এদের মধ্যে কেউ কেউ কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, সংগঠক এবং ইসলামী চিন্তাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি, আবৃত্তিকার, নাট্যনির্দেশক, উপস্থাপক, সাংবাদিক এবং অনুষ্ঠান নির্মাতা হিসেবে মিডিয়া অঙ্গনে এই সংগঠনের কর্মীরা প্রসিদ্ধি অর্জন করেছেন। অডিও-ভিজ্যুয়াল প্রকাশনার ক্ষেত্রেও সাইমুমের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

চার দশকের এই পথচলায় সাইমুম গান, অভিনয় ও কবিতার সমন্বয়ে ১০০টিরও বেশি অডিও ও ভিজ্যুয়াল অ্যালবাম প্রকাশ করেছে এবং মঞ্চস্থ করেছে ৩১০টিরও বেশি জনপ্রিয় নাটক। এছাড়া, সাইমুমের বিশেষ প্রকাশনাগুলোর মধ্যে ৩০ বছর পূর্তি স্মারক এবং "মল্লিক স্মারক" অন্যতম।

এভাবেই সাইমুম শিল্পীগোষ্ঠী ইসলামী সংস্কৃতির উচ্চকিত চেতনা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


English:

Saimum Shilpigosthi is a renowned national cultural organization in Bangladesh, established in 1978 with the aim of promoting Islamic values and culture through creative and artistic expression. The founding director was poet Motiur Rahman Mollik, under the patronage of noted philanthropist Mir Quaseem Ali. The organization currently operates through six major departments: Music, Theatre, Children, Youth, Qira’at, and Recitation & Presentation. Its core mission is to inspire society through Islamic cultural values and to develop ethical, socially responsible individuals through art and literature. Saimum has released over 100 audio albums and has staged more than 40 theatrical productions. Its notable publications include the literary magazine "Batayan", the commemorative volume "Mollik Smarak", and a 30-Year Anniversary Publication. To date, 29 distinguished individuals have served as directors, contributing to the growth, policy, and vision of the organization. Many artists nurtured under Saimum have become acclaimed poets, lyricists, singers, presenters, playwrights, and media professionals at the national level. With over four decades of cultural activism, Saimum Shilpigosthi continues to be a leading force in promoting Islamic culture and moral consciousness in Bangladesh and beyond.

আলহামদুলিল্লাহ্।সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাবেক শিল্পী ও দায়িত্বশীলবৃন্দ এবং বর্তমান শিল্পী ও দায়িত্বশীলবৃন্দের মধ্য...
18/10/2025

আলহামদুলিল্লাহ্।
সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাবেক শিল্পী ও দায়িত্বশীলবৃন্দ এবং বর্তমান শিল্পী ও দায়িত্বশীলবৃন্দের মধ্যে প্রীতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।

16/10/2025

পল্লীকবি জসীমউদ্দীনের জনপ্রিয় কবিতা

কবিতা : আসমানী
কবি : পল্লিকবি জসীমউদ্দিন
আবৃত্তি : শাফিন হাসান
অ্যালবাম : আসমানী
পরিবেশনায়: সাইমুম আবৃত্তি
প্রযোজনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী




সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রৈমাসিক প্রতিযোগিতার ফলাফল ও পুরষ্কার বিতরণী সম্পন্নঢাকা, ১০ অক্টোবর ২০২৫: ঐতিহ্যবাহী ...
10/10/2025

সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রৈমাসিক প্রতিযোগিতার ফলাফল ও পুরষ্কার বিতরণী সম্পন্ন

ঢাকা, ১০ অক্টোবর ২০২৫: ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রৈমাসিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় শিশু, আবৃত্তি, কিরাত, সংগীত, কিশোর ও থিয়েটার- এই ছয়টি বিভাগে ২০০ জনেরও অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিভিন্ন বিভাগে মোট ২৭ জন প্রতিযোগীকে বিজয়ী ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতা গান (শিশু-ক বিভাগ)-এ প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন যথাক্রমে সিদরাতুন মুনতাহা মালাসি, রানিয়া তাসনুভা, আরিশা মুসাররাত, মোবাশ্বিরা মাহবুব এবং রোহান আবদুল্লাহ। গান (শিশু-খ বিভাগ)-এর প্রথম পাঁচ স্থানে রয়েছেন যথাক্রমে মাহজুবা মুহান্নি ইজাফা, ফাতিন ইশরাক মাহিরা, এ এম ইশরাক শুহাইল, এম এম শাফিন হাসান এবং ফাহিম আবরার রাফি। এছাড়া, গান (কিশোর বিভাগ)-এ সেরা তিন জন হলেন তাইফুর ইসলাম, তালহা বিন শরীফ এবং ইশরাক শাহরিয়ার, আর গান (সংগীত বিভাগ)-এ সেরা তিন স্থান অর্জন করেছেন যথাক্রমে এইচ এম আরমান, আরিফুর রহমান এবং সাইফুল্লাহ সাদী।

অন্যান্য বিভাগের মধ্যে আবৃত্তি বিষয়ে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন যথাক্রমে মোবাশ্বিরা মাহবুব, মাহদিয়া দিলশাদ, আব্দুল্লাহ আল সাবিত, সিদরাতুন মুনতাহা মালাসি এবং রুফাইদা তারান্নুম। ক্বিরাত বিষয়ে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে রাফিকুল ইসলাম সাইমুম, ওমর ফারুক এবং সাবিহা তাবাচ্ছুম আরিশা। সবশেষে, অভিনয় (থিয়েটার)-এ প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ইশরাক শাহরিয়ার, আফনান হাসান ফাহিম এবং ফুয়াদুল ইসলাম।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী আব্দুল্লাহ আল নোমান, এবিএম নোমান, বিশিষ্ট উপস্থাপক ও আবৃত্তিকার আহসান হাবীব খান, বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম, পুথি ও জারি গানের বিশিষ্ট শিল্পী মালিক আব্দুল লতিফ, সাইমুমের সাবেক সহকারী পরিচালক একে জিলানী, সাবেক সাহিত্য সম্পাদক তৌফিক মাহমুদ এবং সাবেক সংগীত পরিচালক সোলায়মান রাকিব-সহ সাইমুমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইন।

বার্তা প্রেরক
সাইফুল মামুন
প্রচার সম্পাদক
সাইমুম শিল্পীগোষ্ঠী
মোবাইল: 01970-578220

09/10/2025

বৃষ্টি নিয়ে চমৎকার কবিতা - বৃষ্টি নিয়ে মিষ্টি কথা

কবিতা : বৃষ্টি নিয়ে মিষ্টি কথা
কবি : জাকির আবু জাফর
আবৃত্তি : রাহিবিন ইবনে আনিস
অ্যালবাম : আসমানী
আবৃত্তি পরিচালনা : তাহসিন আল মাহমুদ
পরিবেশনায়: সাইমুম আবৃত্তি
প্রযোজনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী





07/10/2025

আবরার ফাহাদের মতো যারা
দেশোপ্রেমী হয়
মনেপ্রাণে স্বাধীনতা আজাদীর
কথা তারা কয়।

কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ নিয়ামুল হোসাইন
পরিবেশনা : সাইমুম শিল্পীগোষ্ঠী




06/10/2025

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার
জীবনবিধান কুরআন মাজীদ বাণী যে আল্লার।
তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার
আরশেরই কারুকাজে শ্রেষ্ঠ সে আযকার।

গান: কোরআন মাজীদ
কথা: এইচ এম আব্দুল্লাহ আল মামুন
সুর: হাসান আল রুমী
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী





সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রিমাসিক প্রতিযোগিতা সম্পন্নঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর বিভি...
03/10/2025

সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রিমাসিক প্রতিযোগিতা সম্পন্ন

ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর বিভিন্ন বিভাগের শিল্পীদের নিয়ে ত্রিমাসিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, রাজধানীর পুরানা পল্টনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় শিশু, আবৃত্তি, কিরাত, সংগীত, কিশোর ও থিয়েটার এই ছয়টি বিভাগে ২০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতায় গান বিষয়ে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাইমুমের সাবেক পরিচালক শিল্পী আবু রায়হান, শিল্পী আতিক তাশরিফ, সাবেক সহকারী পরিচালক এ. কে. জিলানী, শিল্পী হাদিউজ্জামান বুলবুল, শিল্পী সাঈদ সুমন, শিল্পী সোলাইমান রাকিব, শিল্পী নিয়ামুল হোসাইন এবং শিল্পী রাআদ ইজামা।
আবৃত্তি বিষয়ে বিচারক ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক আহসান হাবিব খান, আবৃত্তিকার সৈয়দ আল জাবের এবং আবৃত্তিকার ও উপস্থাপক এম. তারেক হাসিব।
ক্বিরাত বিষয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্বারি শামসুল হক আমান এবং ক্বিরাত বিভাগের পরিচালক ক্বারি মুমিনুল ইসলাম।
অভিনয় বিষয়ে বিচারক ছিলেন থিয়েটার বিভাগের পরিচালক তাওহীদ আলম, নাজমুল ইমন এবং নেয়ামুল হাসানসহ আরও অনেকে।

উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ বিভাগের শিল্পীর সংখ্যানুযায়ী যথাক্রমে প্রথম ৫জন এবং ৩জনকে পুরস্কার প্রদান করা হবে এবং এবং পরবর্তী বিভিন্ন আয়োজনে অন্তর্ভুক্ত করা হবে। উক্ত প্রতিযোগিতা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগীত বিভাগের পরিচালক হাসান আল বান্নাহ, কিশোর বিভাগের পরিচালক রাআদ ইজামা, শিশু বিভাগের পরিচালক কে এম সাব্বির, থিয়েটার বিভাগের পরিচালক তাওহীদ আলম মণ্ডল, ক্বিরাত বিভাগের পরিচালক মুমিনুল ইসলাম, আবৃত্তি বিভাগের পরিচালক তাহসিন আল মাহমুদ এবং বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।

উক্ত আয়োজন পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম। সাইমুম মনে করে, অভ্যন্তরীণ প্রতিযোগিতার মাধ্যমে শিল্পীরা আগামী দিনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে এক ধাপ এগিয়ে থাকবে।

বার্তা প্রেরক
সাইফুল মামুন
প্রচার সম্পাদক
সাইমুম শিল্পীগোষ্ঠী
মোবাইল: 01970578220

03/10/2025

বৃষ্টি এলো 🌧️

আসছে,Saimum KIDS এর নতুন বৃষ্টির গান "বৃষ্টি এলো"কোন এক বৃষ্টির দিনে।সাথেই থাকুন।
30/09/2025

আসছে,
Saimum KIDS এর নতুন বৃষ্টির গান "বৃষ্টি এলো"

কোন এক বৃষ্টির দিনে।
সাথেই থাকুন।



সসাস আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 'সেরাদের সেরা' সিজন ৬ শুরু হয়েছে।তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করো নি, দ্রুত করে...
27/09/2025

সসাস আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 'সেরাদের সেরা' সিজন ৬ শুরু হয়েছে।

তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করো নি, দ্রুত করে ফেলো।
সময় কিন্তু বেশি নেই।

প্রাণের ভেতরে প্রাণ-কবি মতিউর রহমান মল্লিকপ্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি গানের ভেতরে গানহৃদয়ের তীরে হৃদয়ের ঢেউ খুঁজে ফির...
23/09/2025

প্রাণের ভেতরে প্রাণ
-কবি মতিউর রহমান মল্লিক

প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি
গানের ভেতরে গান
হৃদয়ের তীরে হৃদয়ের ঢেউ
খুঁজে ফিরি অবিরাম ॥

জীবনের ঘরে জীবন আসে না কেনো
জীবনকে ভালো জীবন বাসে না কেনো
সাম্পান খুঁজে পায় না আজো
কেনো যেনো সাম্পান ॥

মূলের ভেতরে মূলের কামনাগুলো
ফুলের ভেতরে ফুলের বাসনাগুলো
প্রাণের সোনালি রেখায় রেখায়
ফুটতো যদি অম্লান ॥

মানুষের নীড়ে মানুষের ছায়ানীড়
কেনো যে হয় না নিকষিত সুনিবিড়
সম্মান জুড়ে কোথায় এখন
আলোকিত সম্মান ॥



#কবিতা

21/09/2025

আয়রে আয়রে আয়,
জুলুমের দিন হোক শেষ।

কথা : মাহফুজুর রহমান আখন্দ
সুর : লিটন হাফিজ চৌধুরী
পরিবেশনা: সাইমুম শিল্পীগোষ্ঠী



Address

Mizan Tower, Mogbazar
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী:

Share