06/07/2025
আজকে আপনাদের সামনে দুই-একটা কথা বলতে চাই মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি উদ্দেশ্য আবু বক্কর সাব আপনি একজন জাতীয় পার্টি থেকে আশা নেতা আমি মনে করি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত্রু কেন এ কথা বললাম ২০১৬ সালে ইউনিয়ন চেয়ারম্যানের প্রতীক নিয়ে বাণিজ্য করছিলেন হাজারো বিএনপি'র ত্যাগী নেতাদেরকে কারা নির্যাতিত নেতাদের বাদ দিয়ে আমাদের ইউনিয়নের একজন আওয়ামী লীগের জামাই সন্ত্রাসীকে দানের শেষ নমিনেশন দিয়েছিলেন তাই বলি আপনি একজন বিএনপির শত্রু দুই নাম্বার আপনার নিজের ভাইকে পৌরসভার মেয়ের বানানোর জন্য নৌকার প্রতীক কে জিতের জন্য সরাসরি মানুষ খুন করছিলেন তাই বলি আপনি একজন বিএনপি শত্রু মহেশখালী কুতুবদিয়াতে বিএনপিকে কবর দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন আশাকরি পারবেন না আমাদের নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের ত্যাগী ও কর্মী বা কারা নির্যাতিত কর্মীরা যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ পারবেন না কারণ মহেশখালী কুতুবদিয়ার ত্যাগীদে র কর্মীদেরকে অনেক নির্যাতন করছেন মিথ্যা মামলা হামলা জর্জেট করছেন আপনার ভাই মেয়ের মুকসুদ মিয়ার আর আশেকুল্লাহর ইন্দনে কেন আমাদেরকে এত নির্যাতন করছেন পারবেন না ইনশাল্লাহ বিএনপিকে কবর দিতে আমরা হলাম সেই নেতা কাগজে লেখ নাম সিডি যাবে পাথরে লেখ নাম ক্ষয়ে যাবে হৃদয়ে লেখ নাম খয়ে যাবে না আমরা হৃদয়ে লিখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আমরা আরও হৃদয়ে লিখেছি বেগম খালেদা জিয়ার নাম আমরা আরও হৃদয়ে লিখেছি দেশ নায়ক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম মহেশ কালী কুতুবদিয়াতে দীর্ঘ সতের বছর ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত রাজপথে আমরাই ছিলাম তাই বলি মহেশখালী কুতুবদিয়ার বিএনপিকে খবর দিতে পারবেন না ইনশাল্লাহ