Neta

Neta welcome to my page

31/08/2025

আপনার মুখের যত্ন, আপনার আত্মবিশ্বাস 🦷

দাঁত ও মুখ শুধু আপনার হাসি নয়—আপনার পুরো স্বাস্থ্যের প্রতিচ্ছবি।
অবহেলা করলে দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, চোয়ালের ব্যথা এমনকি মুখের গঠনেও পরিবর্তন আসতে পারে।

🔹 নিয়মিত ডেন্টাল চেকআপ
🔹 সঠিকভাবে ব্রাশ ও ফ্লস
🔹 স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

এসব মেনে চললে আপনি শুধু দাঁত নয়, পুরো মুখমণ্ডলকেই রাখবেন সুস্থ ও আকর্ষণীয়।
কারণ একটি সুন্দর হাসি, আপনার সেরা পরিচয়।

13/08/2025

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই

11/08/2025

Maxillofacial Surgery: Your Path to a Healthier Smile and Face! 🦷

Maxillofacial Surgery is a specialized branch of dentistry that deals with the diagnosis and treatment of diseases, injuries, and defects in the head, neck, face, jaws, and the hard and soft tissues of the oral and maxillofacial region.

Whether it’s impacted wisdom teeth removal, corrective jaw surgery, facial trauma treatment, or reconstructive procedures — maxillofacial surgeons combine dental expertise with surgical skills to restore both function and aesthetics.

✨ Why choose maxillofacial surgery?
• Relief from chronic jaw pain and dysfunction
• Correct facial deformities and improve symmetry
• Treat facial injuries effectively
• Enhance oral function like chewing and speaking
• Manage cysts, tumors, and infections safely

Your face is your identity — trust it to the experts who understand its complex anatomy inside and out.

09/08/2025

মুখের ক্যান্সার: সতর্ক থাকুন, সচেতন থাকুন

• মুখের ক্যান্সার হলো মুখের ভেতর বা ঠোঁটের অস্বাভাবিক কোষের বৃদ্ধি।
• ধূমপান, তামাক চিবানো, অতিরিক্ত মদ্যপান, এবং বেশি তাপমাত্রার খাবার মুখের ক্যান্সারের প্রধান কারণ।
• মুখে দীর্ঘস্থায়ী আলসার, গিঁট বা ফোলা, রক্তপাত বা ব্যথা হলে ডাক্তারের কাছে দ্রুত যান।
• সময়মতো শনাক্ত করলে মুখের ক্যান্সার চিকিৎসাযোগ্য।
• নিয়মিত ডেন্টাল চেকআপ এবং স্বাস্থ্যকর জীবনযাপন মুখের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

নিজের মুখের যত্ন নিন, ক্যান্সারকে দূরে রাখুন!

📚 BDS মানে কী?BDS = Bachelor of Dental Surgeryএটি দাঁতের ডাক্তার হবার পেশাদার ডিগ্রি।একজন BDS চিকিৎসক শুধু দাঁতই না—মুখম...
08/08/2025

📚 BDS মানে কী?

BDS = Bachelor of Dental Surgery

এটি দাঁতের ডাক্তার হবার পেশাদার ডিগ্রি।
একজন BDS চিকিৎসক শুধু দাঁতই না—মুখমণ্ডল, চোয়াল ও মুখের অভ্যন্তরীণ জটিল সমস্যার চিকিৎসায়ও দক্ষ থাকেন।

চিকিৎসা

🪥 ক্যাভিটি, দাঁত পড়ে যাওয়া, দাঁত উঠানো
🧼 স্কেলিং (দাঁতের ময়লা পরিষ্কার)
🧩 ফিলিং (গর্ত পূরণ)
🌟 দাঁতের সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসা (Cosmetic Dentistry)

🔹 অরথোডন্টিকস ও প্রস্থেটিকস
🦷 বাঁকা দাঁত সোজা করা (ব্রেস / অ্যালাইনার)
🪛 খালি জায়গায় কৃত্রিম দাঁত বসানো (ইমপ্ল্যান্ট / ডেনচার)

🔹 চোয়াল ও মুখের জটিল সমস্যা
🦴 TMJ সমস্যা: মুখ খোলা বা চিবাতে ব্যথা, আওয়াজ হওয়া
👄 জন্মগত গঠনগত সমস্যা (ঠোঁট ও তালু কাটা)
🧠 দুর্ঘটনাজনিত গঠন বদল ও মুখের আকার বিকৃতি
🎯 মুখের টিউমার, সিস্ট বা ক্যান্সার – অপারেশন করে চিকিৎসা (Maxillofacial Surgery)

🔹 মুখের গঠনের পরিবর্তন (Facial Deformity Correction)
🪬 চোয়ালের গঠনগত সমস্যা সংশোধন
🛠️ মুখের হাড় ভাঙলে পুনর্গঠন
💫 মুখের আকার ঠিক করে আত্মবিশ্বাস পুনরুদ্ধার

🔹 শিশুদের দাঁতের যত্ন
👶 দাঁত ওঠার আগ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা ও প্রতিরোধ
🍬 দাঁতের ক্ষয় রোধে বিশেষ যত্ন ও চিকিৎসা

🔹 বড় চিকিৎসা টিমে কাজের অংশ
🧠 মস্তিষ্কের সার্জারি বা
🎭 প্লাস্টিক সার্জারি
🚑 ট্রমা কেস বা ক্যান্সার অপারেশনে
🤝 অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

🧑‍⚕️ একজন BDS চিকিৎসক শুধু দাঁতই না, বরং পুরো মুখমণ্ডলের নানা জটিল রোগ ও গঠনগত সমস্যার চিকিৎসা করে থাকেন। তাঁরা মুখগহ্বরের ডাক্তার এবং সার্জন — দুটোই।

✅ কী করবেন?

🔹 ৬ মাসে একবার ডেন্টাল চেকআপ করুন
🔹 দাঁত বা মাড়ির যেকোনো সমস্যায় দেরি না করে ডাক্তারের কাছে যান
🔹 নিয়মিত ব্রাশ, ফ্লস এবং কুলকুচি ব্যবহার করুন
🔹 ধূমপান, অতিরিক্ত চা-কফি ও মিষ্টি খাওয়া কমান


মাশা-আল্লাহ  I Love kaba
08/08/2025

মাশা-আল্লাহ I Love kaba

I love kaba❤️Dua Lipa - ACTRESSThe Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success---------------         -------------...
07/08/2025

I love kaba❤️
Dua Lipa - ACTRESS
The Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success---------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In the dazzling world of pop music, few stars shine as brightly as Dua Lipa. With a career that has seen meteoric rise, chart-topping hits, and a legion of adoring fans, the 28-year-old British-Albania singer-songwriter has become a global sensation. Yet behind the glitz and glamour lies a web of secrets that contribute to her phenomenal success. From hidden inspirations to strategic career moves, here’s an inside look at the untold facets of Dua Lipa’s journey to superstardom.
A Star is Born: The Early Struggles
Dua Lipa’s path to fame wasn’t paved with gold. Born in London to Albani

I Love Islam
07/08/2025

I Love Islam

i love kaba
07/08/2025

i love kaba

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share